চন্দন 😎   (☆ব্যর্থ কলম☆~(চন্দন রাম))
68 Followers · 167 Following

ভাষাহীন আমি ভাষা র সন্ধানে ।।
Joined 8 February 2018


ভাষাহীন আমি ভাষা র সন্ধানে ।।
Joined 8 February 2018
28 AUG AT 1:04

স্মৃতিজোড়া দুঃখ-গুলো ,
হারিয়ে ফেলেছি অভিমানী পেঁজা তুলো...
কিজে করি , মনে উড়ছে ঘুড়ি ;
ডানা কাটা পরী; যেনো দিচ্ছে সুড়সুড়ি।

বোকা এই মন , করে অঘটন!
মিলেছে ডানা, শোনেনা বারণ ।
অনমন হিস্টরি, মনে কেমিস্ট্রি !
দুজনে মানেনা বারণ, একি মিস্টিরি??

সাদা-কালো নাকি কালো-সাদা !
জীবন যেন এক গোলক - ধাঁধা।।

-


15 JUN AT 14:24

বাবা, মানে পকেট ভরা কর্তব্য ,
মানিব্যাগ ভরা দায়িত্ব ।
বাবা, মানে আমাদের স্বপ্নপূরণের চাবিকাঠি,
হাতের মুঠোয় হাত না ধরে, বাবাকে ফেলে একলা হাটি ।

বাবা ,মানে বুকভরা কষ্ট,
মায়েরাই বোঝে সেটা স্পষ্ট ।
আসলে বাবা হলেই বোঝা যায় ,
এই সংসারে বাবা র মূল্য কারে কয় ।

বাবার কাঁধে দায়িত্বর বোঝা,
পিঠ বেঁকে যায় যন্ত্রণায়,
সময় দিয়ে করলো মানুষ, পাঠালে উচ্চতায়;
দিন ফুরোলে সেই বাবাই সময়ের ভিক্ষা চায়।।

-


27 MAY AT 0:36

हर मनके कोने कोने मैं ,
अपनी परमात्मा का हर चिंतन मैं
दुनियाकी हर सोच मैं, हर सत्य का नाम महाभारत।।

जीवन का हर सुख मैं,
खोते हुआ दुख की ज्वाला मैं ,
मिट्टी हर कौन मैं , जीवन का हर धुन का नाम महाभारत।।


जीवन की नाम है महाभारत,
मृत्यु की नाम मैं भी महाभारत ।
महाभारत एक गाथा नहीं जीवन की संग्राम है।।

-


20 MAY AT 6:05

শুধু তোমাকেই ভালোবেসে ,
মরীচিকা তে বৃষ্টি খুঁজেছি, মেঘবালিকার দেশে।

শুধু তোমাকেই ভালোবেসে ,
শুকনো গোলাপে পাপড়ী খুঁজেছি, শূন্য এই পৃথিবীতে।

শুধু তোমাকেই ভালোবেসে ,
রোজ রাত্রি তে তারা গুনেছি , নীল আকাশের নীচে।

শুধু তোমাকেই ভালোবেসে,
দিল দরিয়ায় পারি দিয়েছি , জীবন যুদ্ধের শেষে।

শুধু তোমাকেই ভালোবেসে ,
তোমার মনেতে গা ভাসিয়েছি , মোহনার কাছে এসে।।

-


11 MAY AT 15:11

মা যেন মাটির মতো নরম ,
রাগ করলে তবে, পিঠে পড়বে গরম গরম ।

মা আমার হিমেল বাতাসের দোলা,
দুষ্টুমি করলে তবে , খাবি কানমলা।

মা যেন এক খোলা আকাশের দিগন্ত ,
যা আছে উজাড় করবে সাড়া জীবন আর অনন্ত।

মা যেন আরব্য রজনীর জিন, যা চাই তাই পাই
মা আছে তাই , ভাই চিন্তা কিছুই নাই ।

মা যেন দশভূজা মা দুর্গা দুর্গতিনাশিনী,
বিপদ যদি আসে তেড়ে , তিনি যেন স্নেহময়ী জননী ।

মা যেন এক অসমাপ্ত কবিতা ,
যেন শেষ হয়েও শেষ হয়না তোমাদের ভালোবাসা।।

-


8 MAY AT 8:13

সিঁদুর দেখে মারিস তোরা, গলা উঁচিয়ে হুমকি !
মধ্য রাতের নিশিভোজে,কমলো তোদের পুরকি??

মোদী কে বলো বলিস তোরা , মুছে দিশ সিন্দুর।
অপেরেশন সিন্দুর দিল উপহার পরে নিস এবার পায়ে ঘুঙুর।।

-


8 MAY AT 1:23

রক্তবীজের দল কোথায় যাবি বল ,
কাশ্মীর চাই না শিলিগুড়ি চাই !
চোখ তুলে তাকাল হবি জবাই।

রক্তবীজের দল তোদের বাপ-মা নেই বল?
ধর্ম নিয়ে খেলিস তোরা মারিস নিরপরাধী,
পালাবি কোথায় ! তোদের চাচা এখন জেলবন্দী।

কিরে , রক্তবীজের দল বোলো হরি হরিবোল।
তোদের চাচা দের এবার চিতায় তোল,
কেমন লাগলো বল মধ্য রাতের কীর্তন?

রক্তবীজের দল , সবে শুরু খেলার ছল।
মরবি তোরা জলের তলায়, নাহলে পুরবি আগুনে,
অপারেশন সিন্দুর এর অকাল দীপাবলি ভয় ধরলো কি মনে!!!!!!!!


-


2 MAY AT 0:54

যে নিঃস্ব, ভয় পায়না হারাতে ;
হারিয়ে যাওয়া মানুষটা ভয় পেতে ভুলে গেছে নিঃস্ব হতে।

ঘুম পাড়ানি গান যেনো ভুলে গেছে ঘুমাতে,
দিবস রজনী জেগে আছে, ঘুম ভাঙ্গানোর অপেক্ষাতে।

মৃত্যু যেন বিভীষিকা ভুলে গেছে শান্ত হতে,
শান্তির বাণী আজ ,ডুকরে কাঁদে মৃত্যুর কোলে মাথা রেখে।

মানুষ আজ মনুষত্যের হাতছানি তে,
মনুষত্য হারিয়ে গেছে কবরের চোরাবালিতে।।

-


5 APR AT 0:26

দুর্নীতির দুনিয়ায় শিক্ষার পরিহাস,
নেতা-নেত্রীর জোট গঠনে মানবিকতার পুড়ছে লাশ।

চটি জুতো টা বলে- আমি তো জোড়া ফুল,
মালি গেছে কালীঘাট, কাটা ঘায়ে মারতে নুন।

এসএসসি আজ পড়েছে মাস্ক ,
হয়েছে তার ভাইরাস, জীবাণু অটোনোমাস।

ল- বলে ,যোগ্য - আযোগ্য চিনি না ,
কোটি টাকা কোথায় ছিল! আমরা তা জানিনা।

R-G কর ধামা চাপা , চপ দিয়ে মুড়ি মাখা
টাকা-মাটি মাটি-টাকা; সুদ নিয়ে করব বেগুন সেঁকা।

এটাই রাজনীতি যেটা করে ভোটে জিতি,
তোরা কি আর বুজবি ;এসব বোঝে বিজ্ঞবিচি ।

লাইভে এসে শুকনো চোখে ভাত্রী প্রীতি -
কৌশল তো সব,মাথামোটা তোরা বর্বর শিক্ষিত শিক্ষক জাতি ।।




-


4 APR AT 0:51


স্বপ্নের একমুঠো ঘুমে ,
প্রেম উড়েছে রঙিন আগুনে ;
দিলে আমাকে, ছুঁয়ে হাত বাড়িয়ে,
নিলে আমাকে, হিয়াতে জড়িয়ে।

তোর মনেরই আবেশে ,
ফিরেছি স্বপ্নের মুরুদেশে;
দিলে আমাকে, ফাগুনে রাঙিয়ে,
গেলি আমার-ই চোখতে হারিয়ে।

ওই আবছা মেঘলা দিনে,
হারিয়েছি সবকিছু যেনে,
দিলে আমাকে, ছুঁয়ে হাত বাড়িয়ে,
নিলে আমাকে, হিয়াতে জড়িয়ে।।

খুঁজেছি একলা ঘরের কোনে,
রেখিছি শুকনো পাতার মরশুমে
নিলি আমাকে, হিমেল বাতাসে জড়িয়ে,
দিলি আমাকে, প্রেমেতে হারিয়ে।।

-


Fetching চন্দন 😎 Quotes