Chirantan Jana   (চিরন্তন)
44 Followers · 28 Following

তোমাকে হারিয়ে ফেলার ভয়, দেখেছি, ফুল হয়ে ফুটে আছে পথের দুʼধারে...
Joined 4 October 2018


তোমাকে হারিয়ে ফেলার ভয়, দেখেছি, ফুল হয়ে ফুটে আছে পথের দুʼধারে...
Joined 4 October 2018
18 JAN 2021 AT 8:59

সকালের থালায় পরিবেশিত হয়েছে আলোর ক্রোমোজ়োম।
আমার হাতে হাত রেখে বলো : ভালোবাসি
ক্রোমোজ়োম জোড় ছেড়ে অর্ধেক অর্ধেক হয়ে যাবে উত্তর-দক্ষিণে।
উত্তর-দক্ষিণে কেন?
কারণ সে ক্রোমোজ়োম প্রতারক।
সূর্যের কাছ থেকে থেকে এসে পৃথিবীকে ভালোবেসেছে।
নির্বেদ সূর্যের হৃদয়ের তটে নীল কাঁকড়া দাঁড়া খটখট করে ঘুরে বেড়ায়...
বলো তুমি কার দলে? সূর্যের নাকি আলোর?

-


10 SEP 2020 AT 23:57

আমি জানি রাত্রির কেন পাতা ঝরেছিল;
যেভাবে গৃহিণী ঝরা চুল চিরুনিতে বেঁধেছিল।
তোমার সাথে হয়নি সন্ধি,
তোমার ভ্রুতে আছে সে বন্দি।
না জানি কবে তার বুকে শুক্লপক্ষ শুরু হয়েছিল।


-


8 APR 2020 AT 3:42

When you'll die,
I'll sigh all my dreams on your face.




-


2 APR 2020 AT 22:23

প্রিয় অন্তর্লীনা...

-


14 MAR 2020 AT 23:25

দাগ যদি ধর্মবৈষম্যতার মাপকাঠি না হয়,
তবে দাগ ভালো।



-


14 MAR 2020 AT 18:44

মাঝে মাঝে একটা হাওয়া আসে যা রূপকহীন। তাকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তার মর্মস্পর্শীতা এতটাই গভীর, মনের সমস্ত নির্লিপ্ততা যেন এক নিমেষে উড়িয়ে নিয়ে চলে যায়। মনেহয় শুধু বসে থাকি অনন্তকাল ধরে। হাওয়ার উৎস দিকে মুখটা করে জোর গলায় যেন চেঁচিয়ে উঠে বলি, “আমার একটা চিরন্তন বিরতি চাই। উড়িয়ে নিয়ে যাও আমায়”। সেখানে কেউ থাকবে না। শুধু আমি আমার স্বপ্নরাজ্যে ঘুরে বেড়াব আর থাকবে একটা রূপকহীন হাওয়া। যাইহোক, আজকে বোধহয় বৃষ্টি নামবে...


-


2 MAR 2020 AT 0:37

অভিমানের তরল লাবণ্য চিবুক ছুঁলে
হারিয়ে যেও আমার অন্তর্বর্তী শূন্যতায়।


-


26 FEB 2020 AT 23:45

তৃষ্ণা নিবারণ করা সম্ভব,
বিতৃষ্ণা নয়।



-


17 FEB 2020 AT 13:06

Our memories are
too procrastinate to
unlove you.


-


5 FEB 2020 AT 11:36

বন্ধ হয়েছে প্রত্যহ অবিরত অকালশ্রাবণ,
এক নতুন নদীর সৃষ্টি হয়েছে, দোয়াতের...

-


Fetching Chirantan Jana Quotes