Aya Jindagi tu mujhe Kab Tak rulayegi, Meri Himmat Dekhkar to bhi ruk Jayegi, Meri baar baar koshish karne ki Jeet se Ek na Ek Din Tu Bhi Mujhe Hans Aaegi.
-
আমরা এক জায়গায় ভেঙে, আরেক জায়গায় গড়ি।
একটা মানুষকে কষ্ট দিয়ে, আরেকটা মানুষকে ভালোবাসি।
একজনকে কাঁদিয়ে, আরেকজনকে হাসাই।
একজনের ঘর ভেঙে, অন্যজনের ঘড় গড়ি।-
মানুষ যে আজ আর নেইকো মানুষ
দনিয়াটা শুধু স্বার্থের
পড় আজ,ভাই বোন,সংসার পরিজন
সবাই নিজের নিজের...
নেই কো কোথাও,ভালবাসা,স্নেহ করুনা
প্রতির ভাষা
সবাই যে আজ টাকার গলাম,অর্থই বড় সকলের...
ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে...
অসহায় ফুল গাছেতে ফোঁটে
চোখের উপর যে হয়,কত খেলা
মাইয়া নেই তবু মানুষের-
এই দুনিয়ায় অনেকেই হলো "শুধু মানুষ"
আর খুব অল্প কেউ হবে আপনার মানুষ।-
একাকীত্ব কুরে কুরে খাচ্ছে বুঝেও
কিছু কিছু সময় আমরা
একা থাকতেই ভালোবাসি-
কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল।
-
বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
-