মানুষ শেষে মানুষ আসে;
হিংস্রতার কাঠগড়ায়!
আমরা মানুষ, তোমরাও মানুষ -
তফাৎ শুধু শিড়দাঁড়ায় !-
Love to write.......
Hail the Hero of Heroes! Once more!
( A tribute to Netaji Subhash Chandra Bose)
Bleak was the future, the wall of truth, shaken
A revolt it needed, and a mind, to awaken.
A voice of thought, became pride of the nation
With soul of a Hero and heart of a union.
Slavery preceded subtly, the soil demanded blood
Liberty paid the price, when He faced rejection.
Bearing all the grudge, He was poised to serve
He brought weapons for peace and resolution.
To shed blood is agony's devise when we rise
But it's never late to use culture, to garland our
nation.
Be it Swadeshi movement, Dandi or Ahimsa
We're ready to form, another Azad Hind Fauj for
Our Nation.
And 'He' is a strong emotion.
-
হে মহাভাগ, নমন তব, চির সৃষ্টির আঁকি বুক।
বিশ্বমাঝে ধ্রুবতারারূপী আপনি স্বয়ং!
"পঁচিশে বৈশাখ" - এ যেন এক অনন্য সুখ।-
# তোমাকে #
,,,ছন্দা পাল,,,
----------------------------------------
আমারও বৃষ্টি, তোমারই জন্য নামে,
ছাতা উড়ে গেছে, বর্ষাতি গায়ে নেই।
ভিজে সপসপ ছোট্ট একটা খামে,
গোটা রেড রোড লিখে দেব তোমাকেই।
চিরকালিন এই ভালোবাসা, আর মেঘ।
বয়ে নিয়ে যায় বর্ষার প্রিয় চিঠি,
ভুলে গেছ সব বাতাসের উদ্বেগ?
হাতের লেখাটা মনে কর লক্ষ্মীটি।
এ গান আমার শ্রাবণে শ্রাবণে ফেরে,
আষাঢ়ে গল্পে সাক্ষী তো ছিল সে-ই।
আমরা গিয়েছি সময়ের কাছে হেরে-
শুধু বৃষ্টির আজও কোন বিকল্প নেই।
কালো করে ফে'র এসেছে আকাশ আজ!
চোখের সামনে ঝাপসা হচ্ছে দিক-
ভালোবাসাদের মিলনের অভিলাষ,
আবার কোথাও আমরা ভিজবো ঠিক।
--০--
-
ওরা অবুঝ;
খালি প্রশ্ন করে তোমায়, কৃষ্ণচূড়া।
- তুমি অবয়বে জাগো
মেঘবালিকার মতো,
- তুমি কার দিনগুলোতে
অপেক্ষা বিহীন থাকো?
- সারাদিন কঠিন
মৌন ঠোঁট, অন্তহীন,
- বুকে বাঁধা নৌকোর
জ্বলন্ত চিতায়
উক্ত প্রাচীন!
-যেখানে বিধ্বংস কয়েকশো "পুলওয়ামা",
সেখানে তুমি মানুষের মন খোঁজো?
নাকি প্রেম দিবসের "ভালোবাসা"-য়
সাজো?
-----ছন্দা
-
What do I miss?
I miss sitting with my best friends and wasting my time on silly and funny topics.
I miss our laughter,our jokes, our leg-pulling, and our high fives.
It has been so long since we've sat down
together and had a good time.
That's what I really miss. ❤️-
দু'হাতে সিক্তমাখা ঘ্রাণ।
আর কিছু ভাঙাচোরা বিকৃতি।
নিজেদের প্রয়োজন মেটাতে এখনও,
নেমেসিসে আটকে স্মৃতি!
পরিনামে অসম্ভব যতটা স্তব,
আজ তার, অক্ষরে ব্যবচ্ছেদ।
পুরানো আয়নাও বদলায় একদিন-
শুধু বেঁচে রয় জমানো খেদ!
-
এক কবিতায় মান-অভিমান কত!
গল্প বলে রিক্ত করা দিন,
উৎসবে সেই মান-অভিমান কাঁদে,
অভুক্ত থাকে, ঝলসে যাওয়া ঋণ।
-
জ্বলছে আগুন বিকেল চুমু যেমন।
তুই সোনা রোদ আটকে রাখিস কাকে?
দিগ্বিদিকে, লালচে মাটির ধরন-
কান্না জমায়, ঠিক রাত্রি নামার আগে।
আলতো শরীর,আলতা রঙের শাড়ি,
হলদেটে রঙ, সূর্যমুখি যেন!
যে যোনিতে , ভবিষ্যতের গর্ভধারন ,
সেই গোলাপ আজ মূর্ছা গেছে কেন?
আজ তটিনী গল্প শোনায় তাকে,
এই ভূমিকায় সে জিতেছে আবার।
কন্যা তুমি সম্মানিতের ছলে-
সত্যি বলো, ধর্ষিত হও ক-বার?
-
বেঁচে থাকার নামের দোহাই দিয়ে বলছি ,
ওটা বোকামি ছিল না,
সজ্ঞানে ছিল চির-বিদ্রোহী মানসিকতা।
শ্রদ্ধা জ্ঞাপন এর আলোকবর্ষে,
চিহ্নিত ছিলেন আপনি স্বয়ং নক্ষত্র রাশি;
তাই,আবারো--