ছদ্মনামে "স্বপ্নের রাজকন্যা"  
7 Followers · 6 Following

স্বপ্ন যখন হাতছানি দেয়,
স্বপ্নের রাজকন্যার কল্পনা বাস্তব রূপ পায় !
Joined 10 April 2022


স্বপ্ন যখন হাতছানি দেয়,
স্বপ্নের রাজকন্যার কল্পনা বাস্তব রূপ পায় !
Joined 10 April 2022

করলে নাকি তুমিও ?
সব হৃদয় ছোঁয়ার উপযোগী হলে কি আর থাকতো,
ডায়েরির ভাঁজে শুকনো গোলাপ ফুল !

-



স্মৃতিগুলো আসে ফিরে।
ছোটবেলার লুকোচুরি ,
আজ সারা পৃথিবী জুড়ে !

-






অন্ধকার রাতের শেষে ,
সূয্যি মামা উঠলো হেসে ।
নতুন বছর , নতুন সকাল ,
হয়ে উঠুক রোদ ঝলমল ।
উড়িয়ে দিয়ে শুকনো পাতা ,
খোলা হোক নতুন খাতা ।
নতুন জামা , নতুন শাড়ি ,
সেজে উঠুক সকলের বাড়ি ।
পূজার ফুলে লক্ষ্মী-গণেশ ,
মিস হবে না পূজার সন্দেশ !
সাজিয়ে দিলাম আলপনা ,
দুঃখগুলো মনে রেখোনা !
নতুন শুরু , নতুন আশা ,
রইলো অনেক ভালোবাসা ।
আনন্দ আসুক সকল প্রাণে ,
শুভ নববর্ষ জানায় কবিতা-গানে !

-



আমি তোমায় ভালোবাসি,
আমি তোমায় ভালোবাসি না!

এই দুটো লাইন যথেষ্ট একটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে!

-



আমি তোমায় ভালোবাসি ,
আমি তোমায় ভালোবাসি না!

এই দুটো লাইন যথেষ্ট একটা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে ।

-



পশ্চিম আকাশে মেঘের গর্জন
উড়ছে ধুলো-বালির রাশি ,
বারিধারা হাসছে সুখের হাসি
গোপন অশ্রু আজ নিতান্তই একেলা ও নির্জন !

-



সব নদীই তো প্রবহমান
কিন্তু সব নদীর বুকেই কি আর সভ্যতা তৈরি হয় ?

-


Seems ছদ্মনামে "স্বপ্নের রাজকন্যা" has not written any more Quotes.

Explore More Writers