বিশ্বাসের আজ স্বভাব খারাপ
উপরে তুলে কাড়ছে মই,
ভুলটা ধরার মানুষ বেশি
শুধরে দেওয়ার মানুষ কই ?-
কিছু মানুষ এলাচের মতো হয়
এরা পরোয়া করে না কোনো কিছুর ভয়,
নিজের সবটুকু দিয়ে বাড়িয়ে তোলে অন্যের স্বাদ
শেষে তারাই হয় অপ্রয়োজনীয় আর তারাই হয় বাদ।-
কিছু স্মৃতি দুঃখ দিয়ে যায়, কিছু দেয় সুখ....
ভালোটাকে ভুলে খারাপটাকে মনে রাখাই অসুখ।-
ল্যাপটপ-টাই আজ বইয়ের পাতা
লাইব্রেরী উপস্থিত আজ ফোনে....
জ্ঞানকোষ আর ক্লাসরুম টাও
অবস্থিত আজ ঘরের কোণে।
-
কুয়াশার আবরণে ঢাকা কিছু সতেজ গল্প,
সময়ের স্রোতে ব্যবধান বেড়ে চলে অল্প অল্প।-
আবার আরেকটা বছরের শুরু
নতুনের আয়োজন নিত্য,
গুটি গুটি পায়ে এগিয়ে চলছি
যখন মৃত্যুটাই একমাত্র সত্য।-
শর্ত দিয়ে হয় নাকো প্রেম,শর্ত থাকে চুক্তিতে;
ভালোবাসা বিশ্বাসে হয়,বিরহ হয় মুক্তিতে।।-
আজ আছি কাল নেই কিবা পরিচয়......
কর্মে লেখো নাম মৃত্যু যে সদা ওত পেতে রয়।-
জীবন মৃত্যু স্বেচ্ছাচারী
ভালোবাসা সয়না....
যাদের রাখতে চাই বেঁধে
তারাই তো রয়না......🥀-