Chayan   (✍কলমে💌চয়ন❤️)
1.3k Followers · 4.1k Following

read more
Joined 8 September 2019


read more
Joined 8 September 2019
10 SEP 2024 AT 8:35

রেখে দিও না হয়,
গোলাপ ই তো শুধু।
আর রজনীগন্ধা টা!
ওটা নাহয় রেখো খোঁপায়।
এই সাজ টি দেখেই তো,
আমার ধুকপুকে এই হৃদয় জোড়ায়।
মন চায় না?
নাই বা তাকালে।
ফুল তো কোনো দোষ করেনি।
দাঁড়িয়ে থাকবো মোড়ের মাথায়,
ভাববো.....তোমার চোখে পড়েনি।

-


3 JUL 2024 AT 18:20

ভেজা মাটির গন্ধে আমার,
নেচে ওঠে মন।
চোখ ভরে যায় দেখে সেই,
ভেজা সবুজ বন।
কালো মেঘের গর্জনে তে,
বুক করে ঢিপ ঢিপ।
তবুও.....
ভালো লাগে দেখতে ওই,
বৃষ্টির টিপ টিপ।
অনেকের ই মনে হয়,
প্যাচ প্যাচে এই বৃষ্টি।
আমার তো খুব ভালই লাগে,
প্রকৃতির এই সৃষ্টি।

-


1 JAN 2022 AT 11:13

নতুন বছর নতুন শুরু,
তোকে আবার নতুন করে পাওয়া।
তোর পাগলামী আর খুনসুটি গুলো,
একটু বেশিই দেখতে চাওয়া।
গরম মাথা ঠান্ডা হোক,
আর বোঝো একটু বেশি।
তোকে আগলে এই বছরে,
আমি এই টুকুতেই খুশী।
করবো তোর সব ইচ্ছে পুরন,
যতই ভবি আমি।
সামর্থ্য তে ওঠে না কুলিয়ে,
যদিও নয় এতটা দামী।
এভাবেই সংসার টা সামলে রেখো প্রিয়,
সবাই মিলে নুন ভাতে তে একটু মানিয়ে নিও।
নতুন বছরের শুভেচ্ছা টা,
দিয়েই ফেলি এবার।
সারা বছর সুস্থ থেকো,
সময় আসুক সব ইচ্ছে পূরন হবার।

-


23 OCT 2021 AT 8:20

ভন্ড তোমার জন্ম কোথায়?
সেই তো মায়ের নাড়ি।
কি করে পার হে,.. লইতে তুমি ,
গরীবের ধন কাড়ি।

-


30 JUL 2021 AT 11:08

মেঘের বুকে অভিমান থাক,
উঁকি মারুক রোদের হাঁসি।
অভিমানেতেই বুঝিয়ে দিও,
কতখানি ভালোবাসি।

-


5 MAY 2021 AT 10:51

আলো জানুক ছুঁয়ে যাওয়ার সুখ,
ছায়া চলুক পিছু পিছু।
অনুভূতি রেখো আপন হৃদয়ে,
প্রকাশ হোক কিছু কিছু।

-


25 APR 2021 AT 10:36

ফোনে ফোনে চলুক আলাপ,
আজ তোমার আমার।
দূরত্ব টাই এখন হয়েছে,
মাঝের পাহাড়।
নেই আর সেই মিষ্টি ছোঁয়া,
আলিঙ্গন ও বারণ।
আর কিছু নয়... এখন হয়েছে,
অতিমারী টাই কারন।
সুস্থ হবে এই পৃথিবী,
আবার একদিন যবে।
সেদিন আবার আমায় তুমি,
তোমার করেই পাবে।
এই আশা তেই দিনগুলি আজ,
কেটে যাক তাড়াতাড়ি।
তখন আমরা এক হবো,
দেবো দূর দেশেতে পাড়ি।

-


24 APR 2021 AT 10:32

যদি আমি পাহাড় হই,
শিশির ভেজা বাতাস রূপে এসো।
হোঁচট খেয়ে পড়ো আমার বুকে,
শীতল ছোঁয়ায় শিহরিত ভালবেসো।
তুমি যখন কচু গাছের পাতা,
বৃষ্টি আমি টিপ-টিপিয়ে ঝরি।
তোমায় ছুঁতে একটু সুযোগ পাই,
জড়িয়ে কেন থাকতে পারি নাকো!
এদিক ওদিক টল-মলিয়ে পড়ি।

-


21 APR 2021 AT 8:43

অনেক দিন ই ছেড়েছি কলম,
Surgicals এসেছে হাতে।
কলমের কালি বদলেছে রং,
আঙ্গুল রেঙেছে লাল রক্ততে।।
সারাক্ষন থাকে ধমনীর খোঁজ,
ভুলেছি শব্দ-চয়ন।
তাই...আজ আবার করলাম শুরু,
নতুন উপণয়ন।

-


11 FEB 2021 AT 8:54

তোমার দেওয়া প্রতিশ্রুতি,
ভাঙতে যাবে ক'দিন!
প্রতিশ্রুতি না দিয়ে কি!
আসেনা কারও সুদিন?
প্রতিজ্ঞা হোক মনে মনে,
আর ছেড়ো নাকো হাত।
দেখবে তাতেই তোমার সাথী,
দেবে তোমার সাথ।
দুঃখে সাথীর সঙ্গে থেকো,
জড়িয়ে রেখো বুকে।
কষ্ট গুলোর ভাগিদার হয়ে,
থেকো দুজনে সুখে।

-


Fetching Chayan Quotes