মাঝেমাঝে সব কেমন ভুলভাল হয়ে যায়
ভালো থাকতে ইচ্ছে করে খুব
কাছের মানুষকে অচেনা মনে হয়
ফিরতে ভয় লাগে।।
-
Chandrima Nath
(Chandrima✍)
79 Followers · 4 Following
সব চরিত্র কাল্পনিক
Joined 17 October 2018
18 DEC 2021 AT 23:19
1 JUN 2020 AT 19:06
একসাথে অনেকটা হাঁটা বাকী, আমার সব পাগলামী মেনে নিয়েই নাহয় থেকে যেও
তোর দেওয়া অভিমান আর ওই খামখেয়ালী নামগুলো আমার তোর থেকেও বেশি প্রিয়..-
28 MAY 2020 AT 17:32
মেঘের নাকি করলো হঠাৎ মনখারাপ;
তাই বুঝি তার মন জুড়ে আজ নিম্নচাপ।।-
20 APR 2020 AT 9:23
তোর সাথে আমার অভিমানের সম্পর্ক,অভ্যাসের বশে পরস্পরকে ছুঁই
সময় বদলাতে থাকে,মনে হয় সেই "তুই" এর আড়ালে এ আসলে অন্য "তুই"....-
19 FEB 2020 AT 22:11
"সব শেষেরই একটা শুরু থাকে" এসব কথা গল্পে মানায়
কিছু "শেষ" এমন হয় যা শুধু স্মৃতিতে থাকে,কখনও একটু কাঁদায়।।-
14 FEB 2020 AT 15:18
তোকে ভালোবাসার জন্য পুরো একটা জীবন চাই
শুধু একটা দিন যথেষ্ট নয়.....-