মানুষের মৃত্যুর চাইতে বড় ভয়ংকর মৃত্যু হচ্ছে
মায়ার মৃত্যু।
মানুষ মরে গেলে কিছুদিন পর হয়তো ধীরে ধীরে তা ভুলে যায়। কিন্তু মায়া থেকে যায়। সেই মায়াতেই মৃত মানুষটা বেঁচে থাকে সারাজীবন।
কিন্তু মায়ার মৃত্য হলে একই শহরে থেকে দেখা হবে, পাশ দিয়ে হেঁটে যাবে, কেউ কাউকে দেখেও দেখবে না। ভালো-মন্দ জিজ্ঞেস করবে না।
এটা শুধুই সম্ভব মায়ার মৃত্যু হলে।-
তোমাকে চাইবার লোক অনেক আছে কিন্ত...
মন থেকে চাইবার লোক শুধু একমাত্র
" আমি "....
😊-
কিছু সম্পর্ক ভগবানই নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়...!
-
কে আপনার চেয়ে ভালো বা খারাপ করছে তা নিয়ে কখনও ভাববেন না। একমাত্র প্রশ্নটি হল, আপনি কি নিজের সেরাটা দিচ্ছেন?
-
এই শহরে তোমার ভালবাসা টাই গুরুত্বপূর্ণ. .🙂।
আমার টা তো .........😔-
কাপুরুষরাই পাপ কাজ করে,
মিথ্যা কথা বলে।
বীর কখনও পাপ করে না।
হে বীর হৃদয় যুবকবৃন্দ –
এগিয়ে যাও।
লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে,
তাদের উদ্ধার করো।
মৃত্যু না হওয়া পর্যন্ত –
এটাই আমাদের মূলমন্ত্র।
– স্বামী বিবেকানন্দ-
“আমাদের জাতের কোনো ভরসা নেয়, কোনো একটা স্বাধীন চিন্তা – কাহারও মাথায় আসে না , সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি।”
স্বামী বিবেকানন্দ-
সবাই তোমার FB আর Whatsap দেওয়া দুঃখের 😭 স্ট্যাটাস দেখবো।🙄
কেউ চাইবে....😡
কিন্তু কেউ সেটা দেবার কারণ জিজ্ঞেস করবে না 😡😡-
সবাই বলে আমি ভালো আছি...😘
খুশি তে আছি...😁
সবাই বলে Don't care 🙄
কিন্তু তার বাড়ি গিয়ে দেখবে... Depression আছে...😂😂
কেউ খুশি তে নেই 🙏
😭-