Chandan Ruidas   (chandan97_ruidas)
7 Followers · 4 Following

Joined 19 March 2019


Joined 19 March 2019
19 AUG 2021 AT 22:30

মানুষের মৃত্যুর চাইতে বড় ভয়ংকর মৃত্যু হচ্ছে
মায়ার মৃত্যু।

মানুষ মরে গেলে কিছুদিন পর হয়তো ধীরে ধীরে তা ভুলে যায়। কিন্তু মায়া থেকে যায়। সেই মায়াতেই মৃত মানুষটা বেঁচে থাকে সারাজীবন।

কিন্তু মায়ার মৃত্য হলে একই শহরে থেকে দেখা হবে, পাশ দিয়ে হেঁটে যাবে, কেউ কাউকে দেখেও দেখবে না। ভালো-মন্দ জিজ্ঞেস করবে না।
এটা শুধুই সম্ভব মায়ার মৃত্যু হলে।

-


19 AUG 2021 AT 22:07

তোমাকে চাইবার লোক অনেক আছে কিন্ত...
মন থেকে চাইবার লোক শুধু একমাত্র
" আমি "....
😊

-


15 AUG 2021 AT 23:31

কিছু সম্পর্ক ভগবানই নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়...!

-


15 AUG 2021 AT 23:30

কে আপনার চেয়ে ভালো বা খারাপ করছে তা নিয়ে কখনও ভাববেন না। একমাত্র প্রশ্নটি হল, আপনি কি নিজের সেরাটা দিচ্ছেন?

-


16 JAN 2021 AT 19:53

এই শহরে তোমার ভালবাসা টাই গুরুত্বপূর্ণ. .🙂।
আমার টা তো .........😔

-


8 JAN 2021 AT 19:39

কাপুরুষরাই পাপ কাজ করে,
মিথ্যা কথা বলে।
বীর কখনও পাপ করে না।
হে বীর হৃদয় যুবকবৃন্দ –
এগিয়ে যাও।
লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে,
তাদের উদ্ধার করো।
মৃত্যু না হওয়া পর্যন্ত –
এটাই আমাদের মূলমন্ত্র।
– স্বামী বিবেকানন্দ

-


8 JAN 2021 AT 19:36

“আমাদের জাতের কোনো ভরসা নেয়, কোনো একটা স্বাধীন চিন্তা – কাহারও মাথায় আসে না , সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি।”




স্বামী বিবেকানন্দ

-


12 OCT 2020 AT 10:31

মানুষের লোভ তার সবচেয়ে খারাপ পরিণতি কে ডেকে আনে

-


7 OCT 2020 AT 22:10

সবাই তোমার FB আর Whatsap দেওয়া দুঃখের 😭 স্ট্যাটাস দেখবো।🙄
কেউ চাইবে....😡
কিন্তু কেউ সেটা দেবার কারণ জিজ্ঞেস করবে না 😡😡

-


7 OCT 2020 AT 22:09

সবাই বলে আমি ভালো আছি...😘
খুশি তে আছি...😁
সবাই বলে Don't care 🙄
কিন্তু তার বাড়ি গিয়ে দেখবে... Depression আছে...😂😂
কেউ খুশি তে নেই 🙏
😭

-


Fetching Chandan Ruidas Quotes