চাঁদের সোহাগী আলোর পরশে,
নদীর তরঙ্গ মালার মতো হিল্লোলিত হৃদয়ে জাগে প্রেম....-
*** অজানা অপেক্ষায় ! ***
*** নূপুর ***
গহণ অন্তপুরে তুমি অন্তরীণ,
স্বপ্নের ভেলায় করো সন্তরন....
সজ্জিত করতলে অঙ্কিত মানস প্রতীম
আবেশে মুদিত গহীন দু'নয়ন...
হীরে জহরতে ঝলমল চারিধার,
আনন্দে উদ্বেল, রয়েছ অপেক্ষায়
আসবে যে প্রাণেশ্বর--রাজবেশে
নিয়ে যাবে অজানা স্বপ্নের দেশে...
পূরণ হবে কবে সেই আশা,
সাধ জাগে, প্রাণে এ মূর্ত্ত ভালবাসা।-
শীতের সন্ধ্যার আদর মেখে,
রয়েছি এক সাহিত্য অঙ্গনে...
শত কণ্ঠে কবির ধ্বনি মাতলো
হৃদয়ের আঙিনার রঙ্গনে ।।-
*** শুদ্ধ শিশুর গান ***
*** নূপুর ***
দেবশিশুর আলতা রাঙা চরণযুগল,
আলতো ছোঁয়ায় আহ্লাদিত ধরণীতল...
শুচী শুদ্ধ হ'ল মানব প্রান ।
ঘুঙুরের মধুর তালে--
মুক্ত হৃদয় গাইল গান ।
শত পুষ্পদল সুবাস ছড়ায়...
পক্ষীকুলও করে খুশীর কলতান !
বিকশিত হোক জীবন জগৎ মিলন গানে,
হীন বিদ্বেষ যেন, ছোঁয় না শিশুমনে...
পৃথিবী হোক চিরসুন্দর -- ঐক্যতানে !
*****-
*** শুভ রজনীর শুভেচ্ছায় ***
ওহে, মায়াবী মোহিনী
চলেছো কোথায়, একাকিনী.....?
স্নিগ্ধ মোমের আলোয়---
আধো ছায়ায় মায়ায়
মিষ্টি হাসির ছটায়...
হয়েছ আরো মনমোহিনী.....!
** নূপুর**
-
*** সুপ্রভাত ***
গোলাপের সুমিষ্ট সুবাস
আনন্দ আনে মনে
কিন্তু গোলাপ কি জানে--
সে কি বিলায় এই ধরাধামে....??
** ** নূপুর ** **-
** ** শুভ সকাল ** **
অসময়ে বাদল দিনে
হৃদয় দুলিল হিল্লোলে,
নাচে মন তাথৈ তাথৈ....
বেলফুলের মালা হাতে ছন্দের তালে--
মন ময়ূরী মেলেছে ডানা,
আবেশ আনন্দ প্রাণে......
*** নূপুর ***-
** ** শুভ সকালের শুভেচ্ছা ** **
ওই নীল যমুনার তীরে,
প্রেমের সৌধ দাঁড়িয়ে আছে উচ্চশীরে...
স্বপ্নসুন্দরী আমি পুজারিনী--
তরী বেয়ে চলেছি নীল দরিয়ায়
গেয়ে গান..
আপন প্রেমের গাথাখানি....
*** নূপুর ***-
** ** শুভ সকাল ** **
ফুলের ঝর্ণায় প্রফুল্ল হ'ল মন--
ঊষার কিরণে উদ্ভাসিত লাবণ্য বদন।
অপার আনন্দে স্নাত স্নিগ্ধ হৃদয়,
অনুভবে আপ্লুত প্রাণ স্বর্গময় ....
** নূপুর **-