পায়ের অনেক গল্প থাকে,
সবচেয়ে বেদনার গল্প- আপনজনের কবরে দাঁড়ানো...
চোখের পলকে দুনিয়া পেছনে চলে যায়,
সামনে পিন পতন নিরবতা যেন অনেক বছরের শোকের ক্ষুধার্ত অনুভব।
কয়েক মুহূর্তের জন্য মানুষ এখানে নিজেকে সৎ ভাবে।— % &-
মূর্খের ভিড়ে আমি অশিক্ষিতের অনুবাদ।
- চৌধুরী রুহাশ
হয়তো এখন ঘড়ির কাঁটায়
হাটছো তুমি পথ,
তোমার তরে কত সময় ধরে
ঘুরছে ৩৬০° এর জীবন রথ।— % &-
তবুও মন খোঁজে সেই চেনা সীমানা।
উড়ে যেতে চাই পাখিদের ডানায়,
ছবি হয়ে থেকে যেতে চাই, তোমার চোখের আয়নায়...-
মানুষ বলতেই অস্থির একখান প্রাণ,
সমুদ্রের বালুচরে পা ভেজাতে চায়...
অথচ পুকুর ভরাট করে ইমারত রোপণ করে।
নিজস্বতা হারিয়ে গেলে মানুষের মস্তিষ্ক জমাট বাঁধা জলের মতো স্থির হয়ে আসে।-
ডাকছে মন, তুমি শুনছো না।
ধীর পায়ে যাচ্ছো অলিগলি,
একটু থামো, কানে কানে বলি-
ভালোবাসি প্রিয়,ভালো লাগে খুব
সময় পেলে আমার গভীরে দিয়ো ডুব।
এই শহরের প্রতিটি আকাশে আমার বাস,
তারার ডাকে আসিও,
এই শহরের শেষের পথেই চলে জোছনা বিলাস।
এই শহরে তোমার আনাগোনায়
বাড়ছে আমার অধিক বাঁচার ভীষণ অসুখ,
ইচ্ছে ভীষণ ডানা ঝাপ্টায়
নামটি আমার তোমার পরেই বসুক।
ভালো থেকো প্রিয়ো এই শহরে
ভালো থাকার উঠে বিষাদী সুর,
এই শহরেই থেকো
তোমরা জন্য সভ্যতায় চলছে নব্যযুগের ভাঙচুর।
ভালো থেকো ওহে প্রিয়তম....-
মাটির উপর দাঁড়িয়ে আছে,আহ! কত সুখী ঐ গাছ,
ভাবছে তা, পেয়েও স্বাধীনতা,সাঁতরে বেড়ানো জলের ঐ মাছ।-
যে রোদের তেজে মানুষ শীতল বাতাস খুঁজে
সেই শীতের ভয়ে মানুষ রোদ পোহানো বুঝে।-
স্বপ্ন আকাশ ছোঁয়া সুর।
গন্তব্যের শেষ
হোক সেখানেই দেশ
সীমানা বিহীন বহুদূর।-