© সৌরভ সাহা ( অভি ) 💔  
151 Followers · 308 Following

Joined 21 February 2019


Joined 21 February 2019

বসন্ত এসে ছুঁয়েছে মনের আঙিনা।চল সখি হলি খেলি,রঙ ছুড়ে দেই মুখে।রঙে রঙে ছেয়েছে আকাশ সৌরভেতে ভরেছে বাতাস।
শুভ দোলযাত্রা।

-




প্রতিনিয়ত জ্ঞাত অজ্ঞাত লাঞ্ছনায় ,বোবা কান্নায় লুকায় ন্যায় অন্যায়, আমি এক ধর্ষিতা নারী,
আমার বেদনা কাউকে বুঝাতে না পারি!
খুবলে খেয়েছে আমার দেহ শকুনের দল
নারী তো মাংসপিন্ড ওদের কাছে
আর অসহায়,দুর্বল।
যেটুকু সময় আমাকে দিলে সেটা শুধু শরীর।
আমার সমস্ত মাধুরী , সমস্ত অস্তিত্ব শরীরময় আর যোনি।
যা সদা ব্যস্ত পুরুষ তোমার কামনার বীর্যপাতে সম্ভোগে।ঠিক এই টুকু নিয়ে আমি আসিনি
না কখনো আসতাম না জানলে মায়ের গর্ভে কারোর কন্যা হয়ে. 
পুরুষ তুমি কি জানো মেয়েরা শরীর হতে চায় না,হতে চাই আশ্রয় পৃথিবীর জন্মের।

-



অপেক্ষা করবো না ভাবছি সহস্র বার-
তবুও কেন অপেক্ষায় এত চক্রবৃদ্ধির হার,
তার ডাকে অাসে সুখের চিঠি অহরহ-
অামার ডাকের চিঠিতে কেন দীর্ঘ বিরহ।

-



সান্তা ক্লসের বরে তোমাকে চাই

আমার ঈশ্বর আছেন, আবার কারও আছে গড ;তারপরও যদি কেউ আমাকে বর দিতে চায়...এই যেমন ধরো না .... সান্তা ক্লস।কোনো একটা মধ্য রাতে সে আমার তিনটে ইচ্ছে পূরণ করবে বলে যদি আশ্বাস দেয়...তবে আমি প্রথম ইচ্ছায় তোমাকেই চাইবো।কেননা, এক জীবনে নারীর প্রেমের ভূমিকা অপরিসীম! যদি আমাকে দ্বিতীয় বর দেওয়া হয়,তবে আমি দ্বিতীয়বার নিঃসন্দেহে তোমাকেই চাইবো,কেননা প্রেম এবং নারী ছাড়া হয়তো বাঁচা যায় না!যদি শর্ত সাপেক্ষে আমাকে তৃতীয় সেই দুর্লভ বরটিও দেওয়া হয়,
তবে আমি কথা দিচ্ছি, আমি বিনা দ্বিধায় কোনো কিছুর পরোয়া না করে তোমাকেই চেয়ে বসবো সাবালিকা! অন্তত কবিতা লেখার জন্য হলেও তোমাকেই চাইবো...অন্তত জীবনে চলার জন্য হলেও তোমাকেই চাইবো!
অন্তত আদিম সুখের জন্য তোমাকে চাইবো, অথবা তোমার হাতে খুন হওয়ার জন্য তোমাকে চাইবো!

-




এ্যালবামের বাহানা করে অাসে ভীষণ শোক,

পুরনো ছবির বাহানায় অাবারও দেখা হোক।

-



পিছন ফেরার প্রয়োজন বোধ করোনি
যেদিন কান্নারা করেছিল হৈ চৈ-

ঢের কান্নায় সামলে নিয়েছি নিজেকে
ফের ফিরে যাবো এতটা নির্বোধ নই।

-



ওপাশ থেকে তেতো সুরে,
অামি ভীষণ ব্যস্ত।

এপাশ থেকে করুণ সুরে"
বাহ্ বেশ তো!!

-



যোগাযোগ হীন যদি -
দিব্যি চলা যায়,
তবে সেটা ভালবাসা নয়-
দিব্যি বলা যায়!!

-



যেভাবে ছেড়ে গেছ হাত, হাতের পাতায় আর সার নেই, তোমার কতো কিছু আসে - যায়, আমার আর তাতে হাত নেই। মাইলকে মাইল দূরত্বের মাঝে যত্নে রেখেছি তোমায়। আমার তুমি নেই তোমার আমি আছি। বয়সের মাথায় পালক জুড়ছে তোমার, আর আমি দেদার পুড়ছি, তোমার কাছে খবর নেই। নিজের কবর নিজেই খুড়ছি তোমার জানার আর্জি নেই। তোমায় পাওয়ার ইচ্ছে আছে। আমার সুখের মর্জি নেই।

-



এক মুহূর্তে বন্ধ যোগাযোগ,
ডুবে যাই নোনা জলে।

কাজল চোখের অশ্রু পাতে,
অনেকে পাগল বলে।

-


Fetching © সৌরভ সাহা ( অভি ) 💔 Quotes