তোমার এলোমেলো চুলের কাছে আমার সারাদিনের ক্লান্তি হারতে শিখে গেছে...❤
-
অভ্যাস আর দায়িত্বের মধ্যে পার্থক্য কি জানো?
.
আমায় ছেড়ে চলে যাওয়াটা তোমার অভ্যাস,
আর তোমায় বেঁধে রাখাটা আমার দায়িত্ব...-
শেষবারের মতো তুমি যে দিন আমার চোখের থেকে চোখ ফিরিয়ে নিয়েছিলে ঠিক সে দিন স্পষ্ট বুঝেছিলাম,
আমাদের বিচ্ছেদ নয় সম্পর্কই হয়নি কোনোদিন...-
চশমার কাঁচে অতীত লেগে থাকে
আমি মুছতে চেয়েও মুছতে পারি না,
ইদানিং আমি বাস্তবে বাঁচি
তাই তোমায় নিয়ে কোনো স্বপ্ন দেখি না..!!-
তোমার ঠোঁট লিপস্টিকে সেজে উঠুক
আমার ঠোঁটে সিগারেট ই শ্রেয়,
তোমার দুচোখ কাজলে সাজানো
আমার চোখের তলার ডার্ক সার্কেলস ই প্রিয়...-
তুমি কর গুনে গুনে হিসেব করো
ঠিক কত আঘাত জমেছে বুকে,
কথা দিচ্ছি প্রত্যেকটি সারিয়ে তুলবো
সমস্ত অভিমানেদের সরিয়ে রেখে।
-
অসময়ের বৃষ্টিরা বেশ কিছুটা তোমার মতো,
মাঝে মধ্যে তুমিও তো ওদের মতোই ছিঁটেফোঁটা এ শহরে পড়তে পারো।
না হয় কাঁচের জানালায় বাস্প হয়ে জমাট বেঁধে,
চোখের কোনের অশ্রু হয়ে ঝড়ে পড়ো..
-
প্রতিটা স্বপ্ন ভেঙে চুরে যায়
আর বুকের মাঝে তে হাজার চোট,
আজকাল ভালোবাসারা অজুহাত খোঁজে
সিগারেট খোঁজে নতুন ঠোঁট...
-
সত্যি বলতে কোনো কিছুই নষ্ট নয়
সবটাই সূত্রের অন্তর্বর্তী,
তোমার ফেলে যাওয়া অবহেলা দিয়ে
আমি কবিতা লিখছি পরবর্তী।।-
মুঠো ভরতি মনোমালিন্য
বুকের ভেতরটা সম্পূর্ণ খালি,
তুমি কিছুটা ইগোয়েস্টিক
আমি একটু খামখেয়ালি।।-