ব্যাকরণ মানিনা   (বশম্বদ শ্রী)
6 Followers · 2 Following

এই দেওয়াল আমার, এখানে মুতবো না পেরেক পুতবো সেটা আমার একান্তই ব্যাক্তিগত ইচ্ছে
Joined 1 May 2020


এই দেওয়াল আমার, এখানে মুতবো না পেরেক পুতবো সেটা আমার একান্তই ব্যাক্তিগত ইচ্ছে
Joined 1 May 2020

অপেক্ষা হলো
স্বপ্ন হলো
আফশোষ হলো
প্রায় সবই হলো

তবু ভালোবাসা হলোনা 😊— % &

-



নিরুদ্দেশের চিঠি - সমীকরণ ২

"সিকি আধুলি - টানাটানি কিংবা
বেইমানী

ঝাড়বাতিটার এখন বয়স হয়েছে
কোন জলসায় আর সে সাজেনা

কোন অন্ধকারেও আর সে হাসেনা

ঝাড়বাতিটার এখন বয়স হয়েছে"

-



সব স্বপ্নই একদিন শেষ হয়ে যায়,
শুধু ঘুমটুকুই যা থেকে যাবে!!

-



ইনবক্স থেকে সরাসরি:-

বাড়তি বলা হবে হয়তো, তাও বলি

ভালো থাকবো থাকবো করেও কেন জানি ভালো থাকার নেশাটাই বেড়ে যায় শুধু,
ভালো আর থাকা হয় না।

আসলে এই পৃথিবীতে ভালো যিনি থাকেন তিনি ফ্রেম বন্দি
আর বাকিরা সেই ফ্রেমচারনাতেই ব্যাস্ত

-



আমি তার চাইতেও বেশি হারতে পারি,
যতটা না হারলে
তুমি হেরে যাওয়ার মানে বোঝোনা

আবার হয়তো ততোটাও হারাতে পারি,
যত না হারালে তুমি হারিয়ে যাওয়ার উত্তর খোজোনা

-



ভুখাপেট যাদের মারতে পারেনা
Conspiracy theory তাদের আর কি মারবে

দারিদ্রতা অমর

-



বেসিকালি বেসুরো গান শুনি
নিরেট
গতিহীন
ছন্দহীন
বেতাল একটা গান

যেমনটা প্রথম প্রেমের চুমু হতে পারে
কিংবা ধরুন হঠাৎ ভুলে গিয়েও
ফের মনে করা যেতেই পারে

পরের গুলো
বেশ ঘনিষ্ঠ
কিংবা
ভীষন ঘনিষ্ঠ হলেও
প্রথমকে ভুলে যাইনা

তেমন করে বেসুরো গানকেও ভুলে যাইনা
বেসিকালি বেসুরো গান
নিরেট
গতিহীন
ছন্দহীন
বেতাল একটা গান

-



প্রাক্তন বলতে কোন মানুষ নয়
বরং একটি সময়কেই বুঝি
যেখানে চেষ্টা, অজুহাত, দায়বদ্ধতারা
শুধু থেকে যাওয়ার গল্পই পড়ে শোনাতো

দূরত্ব নামের কোন শব্দ
সে উপন্যাসে জায়গা পায়নি কখনো

-



সাদাকালো দুনিয়ায় থাকতে ভালোবাসি
কারন এখানে আনন্দ আর কস্টের ভেদাভেদে
ভিন্ন রঙে বিভক্ত হতে হয়না

রাজনীতি ভালোবাসি নাকি ধর্ম??
সে প্রশ্নের উত্তর হোক একটা বন্ধ কারখানা
আর কাজ হারানো হাজার হাজার প্রতিবন্ধী জীবন

-



হাতের কব্জি জুড়ে একটা টিক টিক শব্দ
আর তার ঝাপটের রেশেই টিকে থাকা,

আকাশ ছুতে চেয়ে
কখন যেন দম আটকে এসেছে, মনে নেই
কখন যেন ঢাকা পরে গেছি চাদরের নিচে

কিছু লোক তাকে বেওয়ারিশ বলছে
আর বাকিরা বলছে "আরে চিনিতাম তো একে"
কিন্তু
নিজের বলে কেউ দাবি করেনা

-


Fetching ব্যাকরণ মানিনা Quotes