Burman Goutam   (আমি)
10 Followers · 3 Following

Joined 10 June 2017


Joined 10 June 2017
14 DEC 2021 AT 22:54

67891011121314151617181920
242526272837383940414344
--------------------
2122234245

-


23 MAY 2019 AT 22:05

কয়েকজন নেতার সাথে সেল্ফি তুলে
সোশ্যাল মিডিয়াতে নিজেকে
"হনু" প্রচার করা স্বঘোষিত নেতা-নেত্রী দের
সবার আগে তাড়ানো উচিত।
এরা বুথ চেনেনা,
ভাবে ছবি ছাপিয়ে পদ বা টিকিট নেবে।
এরাই দলের সর্বনাশ।

-


23 MAY 2019 AT 11:19

কৃষ্ণ মুখোশ পড়া তোমার ঠগ প্রেমের বন্যায়
বাঁধ ভেঙ্গে সেই বাজাতে প্রেমের বাঁশি,
যেই রাধা পড়লো কৃষ্ণ মুখ প্রেমে
অমনি চরিত্রের দোষ খুঁজতে ব্যস্ত বলছ কোথায় ভালোবাসি?

-


22 MAY 2019 AT 17:40

To provide HAPPY LIFE to someone...
YOU SHOULD FOLLOW
Rule No 1) Respect their thoughts
Rule No 2) Obey their thoughts

To LIVE HAPPY LIFE of YOUR OWN...
First Follow Rule No (1)
Then Follow Rule No (2)

-


22 MAY 2019 AT 17:39

শত খুঁজেও পাবে কোথায়
ভালোবাসার ব্যাকরণ বই,
হিসেব কষে রুটিন মাফিক
ভালোলাগা হয় ভালোবাসা নেই।

সমাজ কী দেবে রুটি কাপড়
নিন্দা ছাড়া আর কিইবা আছে,
বাঁচতে চাও যদি প্রাণ ভরে
হৃদয় রেখো হৃদয়ের কাছে।।

-


21 MAY 2019 AT 20:49

কেন যে আবীর সরিয়ে নিলে
গোধূলির রূপ হলো আজ ফিকে,
এই যে শুরু কালো ঘন রাত
জীবনের চারিদিকে।

উঁচু পাথরের কঠিন হৃদয়ে
সূর্য হয়তো উঠবে রোজ,
আমার বুকের কোণে জন্মাবে ব্যথা
কেইবা রাখবে সে ব্যথার খোঁজ?

-


21 MAY 2019 AT 14:13

हमने तो सिर्फ़ नींद छीनी थी...
आपने तो सुकून छीन लिया.....

-


21 MAY 2019 AT 14:06

বঙ্গপত্রের জননী তুমি
হে গরবিনী মহীয়সী শিক্ষিকা,
তোমার পরশে শিক্ষা আসুক
নব চেতনায় দাও দীক্ষা।

তোমার অন্তরের সৌন্দর্য যত
উদ্ভাসিত করুক প্রতি প্রজন্মকে,
তোমার জ্ঞানের আলো বিকশিত করুক
তোমার জীবন সাথী রূপে আমাকে।।

-


21 MAY 2019 AT 6:42

সময় কোথায় থেমে থাকে
এগিয়ে চলে আপন বেগে,
অপেক্ষার প্রহর কাটে
রাত দিন শুধুই জেগে।

হয়না সময় তার তরে
যে রেখেছে ধরে আগলে বুকে,
হাত ছাড়িয়ে রয়েছে যারা
সময় রাখছে তাদের সুখে।।

-


21 MAY 2019 AT 6:36

আঁকড়ে রেখেছো বুকের মাঝে
তোমার অতীত আপন করে,
ভাবতে তাই পারোনা তুমি
থাকবে কোথাও দূরে সরে।

খুঁজছো আজও রঙিন ছবি
সেই অতীতের ক্যানভাসে,
আদর্শের মূর্তি সামনে বসে
তির্যক করে মুচকি হাসে।।

-


Fetching Burman Goutam Quotes