Bumpi Roy   (শান্তনু)
95 Followers · 164 Following

Joined 5 July 2018


Joined 5 July 2018
24 APR AT 9:55

অভ্যর্থননায় অনুভূতি মাখানো দিনগুলি যদি বিবর্ণ হয়,
সেখানে দুই নামের অস্তিত্ব থাকবে।
তুই নামের আকাশ থাকবে ,
তুই নামের কবিতারও থাকবে
তোর সাথে শোনা গানগুলো থাকবো।।

-


9 APR AT 9:25

ঝিনুকের মধ্যে বন্দি যে, সে নাকি মুক্ত!
খুন হয়েছে, শুনলাম অধিকার অভিযুক্ত।
নিজেকে বাচাতে চাই
লুকিয়েছি তাই খোলের ভিতর।
ভিতরের নরম টার বাচাতেই তো
সৃষ্টি কত্তা দিয়েছেন কঠিন আবরন।
আর আদিষ্টের পরিহাসে
আবোরন ভেঙে নরম মাংস খুবলে ,
থেতলে দুমরে মুচকে মুক্তি পায় মুক্ত।
বিচারে বলে মন শান্ত করে মুক্ত।
কিন্তু ঝিনুকের ব্যাথা!
তাই বোধহয় যন্ত্রনাতেই মুক্তি সাধন............

-


28 DEC 2023 AT 8:26

হাত বাঁধা যায়, পা বাঁধা যায় কিন্তু মন বাঁধা যায় না। কাউকে জোর করে ধরে রাখা যায় না। প্রচন্ড শক্ত করে কোন মানুষের হাত ধরার পরেও মানুষটা বদলে যায় একদিন।
এমন ভাবে বদলে যায়, যেন তাকে একদম চেনা যায় না।।  বদলে যাওয়া মানুষটা কাছেই থাকে, কিন্তু তাকে খুব দূরের মনে হয়। দূরের মানুষ কে ঝাপসা লাগে । কাছে থাকা দূরের মানুষটার জন্যও চোখ দুটো যখন তখন ঝাপসা হয়ে যায়।।। লাভ হয় না ... চোখের জল গালটাই স্পর্শ করে শুধু ... ঐ মানুষটাকে তখন আর স্পর্শ করে না।।
বদলে যাওয়া মানুষ গুলো বুকের ভেতর নতুন একটা দেয়াল বানিয়ে ফেলে ।। পুরনো আবেগ আর অনুভূতি গুলো হাজার চেষ্টা করেও ঐ দেয়াল ডিঙ্গিয়ে যেতে পারে না।।
পুরো পৃথিবী বদলে গেলে, ওটা সহ্য করা যায়, তার সাথে মানিয়ে নেওয়া যায়।। খুব কাছের মানুষটা বদলে গেলে একদম সহ্য করা যায় না । বদলে যাওয়া কাছের মানুষটার সাথে মানিয়ে নেওয়া যায় না।। বরং হুট করে তার দূরের মানুষ হয়ে যাওয়ার নিষ্ঠুরতা টুকু মেনে নিতে হয়,  দাঁতে দাঁত চেপে মেনে নিতে হয়।।।

-


16 DEC 2023 AT 20:23

শরীর ছুঁয়ে দেখেছো, তুমি মন ছুঁতে আর পারলে কই। পুরো লাইব্রেরী দিয়েছিলাম তোমায়,
তুমি পড়লে শুধু একটা বই

-


29 SEP 2023 AT 20:05

অবাক লাগে সেই সব মানুষ গুলোকে
যাদের তুমি অসময়ে সফর সঙ্গী।
তারা আজ তাদেরে মাঝেই বন্দি ।

সময়টাই বুঝিয়ে দিলো,
তাদের প্রিয়জন ছিলাম নাকি প্রয়োজন!
ভুল মানুষের শূন্যস্থান শূন্য থাকা ভালো।

মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি!
তাকে হয়তো ধ্বংস করা যায়,
কিন্তু হারানো যায় না।।

-


23 NOV 2022 AT 22:40

তোমার শরীরের প্রতিটি খাঁজে খাঁজে
তন্নতন্ন করে খুঁজি
অপ্রকাশিত হাজারো সাহিত্য
হতবাক হই আমি
দেখি রমণীর দ্বিত্ব অস্তিত্ব,
তোমার শীহরণি চোখ গুলো যে উন্মাদ করে
গোলাপ পুষ্পের মত দু ঠোঁটে যেন
লেগে আছে নেশা।
কৃষ্ণচুড়ার মত লাল দেহ বরন
উঁচু ঢেউ তোলা স্তনযুগল
সবটুকু আকর্ষণ হারায় ,
কামার্ত পেটের প্রান্তে ঢালু নাভীমূলে,
প্রেম আটকে যায় মোর
দু'পাশের বাঁকানো বিলাসী কোমরে।।

-


16 JUL 2022 AT 23:35

তুই সেই পূণতা আমার অনুভবের।।

-


3 SEP 2021 AT 12:16

একটা বনেদি নদী চেয়েছি ।
একটা আলপনা দেওয়া বারান্দা চেয়েছি ।
কয়েক ফোঁটা বৃষ্টি চেয়েছি ।
পাহাড়িয়া ঘরের মধ্যো রাত্তিরটা ও চয়েছি।
একজোড়া ডানাও চেয়েছি ।
জন্মদিনের শুভেচ্ছার জন্য।
না পাওয়ার তালিকা যতই বড়ো হোক
পাওয়ার অঙ্গিকার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করো।।

-


7 JAN 2021 AT 0:35

ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি।
ঠিক তখনই চুমু খেলাম তোমার গালে।
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে গালে গাল লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে,
ভালোবাসি, ভালোবাসি…..
তুমি কি চুপ করে থাকবে?
নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে,
ভালোবাসি, ভালোবাসি..

-


25 SEP 2020 AT 0:42

তুমি তোমার আলনাকে ভালোবেসেছো না কাপড়কে?
দ্বিধাগ্রস্ত আজও আমি,
আসলে দুজন দুজনের পরিপূরক
শরীরে প্রেম না প্রেমে শরীর ?

-


Fetching Bumpi Roy Quotes