Borenyo Goswami   (বরেণ্য)
23 Followers · 14 Following

read more
Joined 22 December 2019


read more
Joined 22 December 2019
22 JUL 2022 AT 11:20

সুখের সাথে করলে আপোষ,
শান্তি হল অবাধ‍্য।
কেনা সুখের বালাই ভারি,
প্রান্ত খোঁজে সীমান্ত।
হয়তো তারে বলার মতন,
কিছু আর বাকি নেই।
মনের মানুষ হারায় যে মন,
তার যে বলার বাকি থাকেই।
আজও কথা বলার বাকি,
বলার কথা বলতে মানা।
অনেক কথা বলার পরও,
অনেক কিছুই বলা যায়না।
তাই ভাবি আজ সকল পরে,
তারে মনে করব না।
আমার যে নয় আমার হয়েও,
শুধুমাত্র ছলনা।

-


7 JUL 2022 AT 16:10

মনের যা আছে গভীরে এখনও,
যতনে তাহারে আগলে থই।
তাহার প্রেমেতে স্মৃতির বিলাসে,
বিরহে নিবিড়ে বিলীন রই।
সুখে দুখে কাটে জীবন আগার,
নাই আলাপন নাহি অধিকার,
আগামীর নেই, উত্তাপ আর,
এহেন ব‍্যদনা কাহারে কই।
ভুলেছিল মন যার প্রলোভনে,
সে আজ অচেনা,প্রতি ক্ষণে ক্ষণে,
স্বাভাবিক আমি যদি ভোলে সে,
কাহারো প্রবঞ্চনে।
নিজে থেকে আজ ভালো হতে শিখি,
নিজের মুকুরে নিজেরে দেখি,
ভালোবাসা ছাড়া বিবর্ণ জীবন,
অবিশ্বাসের বোঝারে বই।

-


30 APR 2020 AT 19:18

I don't think freedom means selfishness.I don't call freedom to be a bad thing in the name of freedom, even if it makes me feel unaware or the cause of someone else's suffering.The more conscious the citizen, the more independent he is. Otherwise, the subordinate to his own conscience or ignorance.
Borenyo-

-


29 APR 2020 AT 19:56

You come in a new form, soul.
Come to smell, come to sing.
Come with the nectar of joy in your heart,
Come to life in a new form.
Borenyo-

-


23 APR 2020 AT 21:37

প্রত্যেক অপ্রেমের অন্তপুরে অপ্রতুল ভালোবাসার অবাঞ্ছনীয়তা অহংকারের ঘরে লালিত হয়।

-


21 APR 2020 AT 9:06

আমার সকল পাওয়া হারিয়ে যে যায়,
না পাওয়ার অন্ধকারে।
অচিন সুখের সন্ধানে রোজ,
নুতন দুঃখ আপন করে।
এমনি করেই কাটছে বেলা,
আগামীর স্বপ্ন দেখে।
যে সুখ আজও সুখ পেল না,
দুঃখ যদিও আগলে রাখে।
শব্দ ছাড়াই ভাঙ্গল অনেক,
অনেক কাছের দূরের হল।
অনেক কথা তাই তো আজও,
দুঃখ চেপে নিরব হল।
পরিস্থিতিতে আবার অনেক,
অভিনয়টাও শিখে গেল।
আবার অনেক হিসাব মেলায়,
কিইবা পেল কি হারালো।

-


17 APR 2020 AT 17:07

If not sincere in composition,
juice(taste)does not arise.
Borenyo-

-


16 APR 2020 AT 21:55

ছন্দ গুলো ক্লান্ত বড়ই,
রুগ্ন ভীষন অবস্থায়।
জীবন তাই খুজে পেল,
সুতপাদির প্রশংসায়।

-


16 APR 2020 AT 21:52

স্বতঃসিদ্ধ যিনি নামে,
সার্থকতার তপস্যায়।
ইদানিং সেই, চেতন সত্বা,
অনুরণনিত পঞ্চতপায়।

-


16 APR 2020 AT 20:42

তোমার সমর্থনে,
ঝংকারিল কোন বিজনে।
আপন হারা আপন খেলায়,
স্মিতা বুঝি, নিরত ছলায়।
এমন যখন একেলা বেলায়,
কাছে ডেকে কয় উতলায়।
মন্থন করে নিরন্তরে,
মনের কথা কই কবিতায়।
ভাল লেগে যদি কারও,
অনন্তরেতে সাড়া জাগায়।
চিরতরে সে তখনই,
মরেও বেঁচে থাকতে চায়।

-


Fetching Borenyo Goswami Quotes