Bodhayan Aich   (✍️ বোধায়ন)
35 Followers · 8 Following

হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা....
Joined 20 June 2017


হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা....
Joined 20 June 2017
26 MAR 2022 AT 22:15

ঝরা পাতার গায়ে লেখা চিঠির মতো সময়-সুযোগ ফুরিয়ে গেছে কবে.....
এই জন্মে না হোক, পর জন্মে ঠিক আমাদের ঠিকানা এক হবে।

-


19 APR 2018 AT 19:57

মোমবাতি মিছিল আর চায়ের কাপে ঝড় তুললে,
নির্ভয়া, আসিফা দের আত্মা কি শান্তি পায়??
মুকেশ, পবন, দীপকরা তো দিব্যি খোলা আকাশের তলায় ঘোরে,
মাঝখান দিয়ে ধনঞ্জয়রা ফাঁসি তে ঝুলে যায়।।

-


5 JAN 2022 AT 0:19

কবিতার পংক্তিতে অনুভূতিদের ভিড় কেবলই বেড়ে যায়,
বোবা শহরের নীরব চিৎকার কেবল নিস্ফলতার কারন জানতে চায়।
কবি বাকরুদ্ধ, কলম শৃঙ্খলে আবদ্ধ -
নিষ্পলক চোখের গল্প মহাশূন্যে মিশে যায়।

-


2 DEC 2021 AT 0:16

ধুলার 'পরেই রইলো পরে সাজিয়েছিল যারে দিয়ে বাগানখানা,
অনুভূতির কাব্য মিছিলে সে সব আজ বলতে মানা।

-


13 NOV 2021 AT 0:58

চলো, ঘুমিয়ে পড়ি, হারিয়ে যাই কোনো এক স্বপ্নের দেশে-
যেখানে তোমার আমার বিচ্ছেদের গল্প মোড়া থাকবে রূপকথার খোলসে।

ভালোবাসা ছড়িয়ে থাকবে কোণায় কোণায়,
মন খারাপের গল্প শেষ করতে পারবে না হাতের কর-
সহস্র বছর বদলাবে না কোনো ঠিকানা,
চোখের জলে ভিজবে না কারোর মনের ঘর।

-


11 NOV 2021 AT 12:37

বুকের মাঝে মরু ঝড়, চোখের কোণে স্তব্ধ শীতল শিশির বিন্দু,
হাসির বাঁধে আটকে রয়েছে, খরস্রোতা প্রবল সিন্ধু।

-


23 OCT 2021 AT 14:41

আবছায়া রোদের বেলা,
সাঙ্গ করে সকল খেলা,
হাঁটি চলো এক পা দু পা-

মন খারাপের অনুভূতি
সব, দিয়ে দাও আজকে ছুটি,
খোঁপায় গুঁজে দোলন চাঁপা।

-


27 SEP 2021 AT 21:12

পাশাপাশি হেঁটে যাবে,
আড় চোখে দেখা হবে
তবু, থমকে দাঁড়িয়ে ফিরে তাকানো হবে না।

স্মৃতি গুলো ঘেঁটে যাবে,
মান-অভিমানের অধিকার হারাবে,
তবু, থমকে দাঁড়িয়ে "কেমন আছিস" জিজ্ঞেস করা হবে না।


-


8 SEP 2021 AT 2:34

আমি চিতার উপর ঘর সাজাবো,
বারুদ দিয়ে নিকাবো....
তোমার বুকের ঠান্ডা স্রোতে, অগ্নিদগীরন ঘটাবো।

-


2 SEP 2021 AT 14:11

তামাকের গন্ধে, মুক্ত বাতাস আজ দূষিত নামে কলঙ্কিত,
কারণ কেউ জানতে চায় না, ফলাফল শুধু বহু চর্চিত।

-


Fetching Bodhayan Aich Quotes