ঝরা পাতার গায়ে লেখা চিঠির মতো সময়-সুযোগ ফুরিয়ে গেছে কবে.....
এই জন্মে না হোক, পর জন্মে ঠিক আমাদের ঠিকানা এক হবে।-
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা....
মোমবাতি মিছিল আর চায়ের কাপে ঝড় তুললে,
নির্ভয়া, আসিফা দের আত্মা কি শান্তি পায়??
মুকেশ, পবন, দীপকরা তো দিব্যি খোলা আকাশের তলায় ঘোরে,
মাঝখান দিয়ে ধনঞ্জয়রা ফাঁসি তে ঝুলে যায়।।-
কবিতার পংক্তিতে অনুভূতিদের ভিড় কেবলই বেড়ে যায়,
বোবা শহরের নীরব চিৎকার কেবল নিস্ফলতার কারন জানতে চায়।
কবি বাকরুদ্ধ, কলম শৃঙ্খলে আবদ্ধ -
নিষ্পলক চোখের গল্প মহাশূন্যে মিশে যায়।-
ধুলার 'পরেই রইলো পরে সাজিয়েছিল যারে দিয়ে বাগানখানা,
অনুভূতির কাব্য মিছিলে সে সব আজ বলতে মানা।
-
চলো, ঘুমিয়ে পড়ি, হারিয়ে যাই কোনো এক স্বপ্নের দেশে-
যেখানে তোমার আমার বিচ্ছেদের গল্প মোড়া থাকবে রূপকথার খোলসে।
ভালোবাসা ছড়িয়ে থাকবে কোণায় কোণায়,
মন খারাপের গল্প শেষ করতে পারবে না হাতের কর-
সহস্র বছর বদলাবে না কোনো ঠিকানা,
চোখের জলে ভিজবে না কারোর মনের ঘর।-
বুকের মাঝে মরু ঝড়, চোখের কোণে স্তব্ধ শীতল শিশির বিন্দু,
হাসির বাঁধে আটকে রয়েছে, খরস্রোতা প্রবল সিন্ধু।-
আবছায়া রোদের বেলা,
সাঙ্গ করে সকল খেলা,
হাঁটি চলো এক পা দু পা-
মন খারাপের অনুভূতি
সব, দিয়ে দাও আজকে ছুটি,
খোঁপায় গুঁজে দোলন চাঁপা।-
পাশাপাশি হেঁটে যাবে,
আড় চোখে দেখা হবে
তবু, থমকে দাঁড়িয়ে ফিরে তাকানো হবে না।
স্মৃতি গুলো ঘেঁটে যাবে,
মান-অভিমানের অধিকার হারাবে,
তবু, থমকে দাঁড়িয়ে "কেমন আছিস" জিজ্ঞেস করা হবে না।
-
আমি চিতার উপর ঘর সাজাবো,
বারুদ দিয়ে নিকাবো....
তোমার বুকের ঠান্ডা স্রোতে, অগ্নিদগীরন ঘটাবো।-
তামাকের গন্ধে, মুক্ত বাতাস আজ দূষিত নামে কলঙ্কিত,
কারণ কেউ জানতে চায় না, ফলাফল শুধু বহু চর্চিত।-