বলিভার   (রাশেদুন)
20 Followers · 10 Following

Joined 14 August 2018


Joined 14 August 2018
23 MAR 2023 AT 2:20

কত শব্দ শুনি
যত শুনি , তারচেয়ে বেশি শুনিনা।
শুধু যা শুনতে চাই ... তা তুমি বলোনা।

-


25 OCT 2022 AT 2:24

আমি কখনো সাদা মেঘেদের কাঁদতে দেখিনি,
ছেঁড়া তুলোর মত সাদা মেঘ দেখেছি
অনেকবার দেখেছি চরাচর থেকে ঢেকে ফেলতে নিজের আস্তিনের আড়ালে
দেখেছি নিঃসঙ্গ নীল আকাশে একা একাই ভেসে যেতে।

কিন্তু সাদা মেঘেদের কখনো কাঁদতে দেখিনি, নেমে আসতে দেখিনি প্রিয়তমার কাছে।

হায় আমরা সকলেই তো সাদা মেঘ।

-


15 JAN 2022 AT 1:05

কবিতা লেখা ছেড়ে দিয়েছি,
একটি নিখাদ প্রেম পাচ্ছি না বলে ,
কবিতা লেখা ছেড়ে দিয়েছি ।

-


17 OCT 2021 AT 0:02

অনেক টা পথ হেঁটে এসে দেখি ,
পথ হাঁটা হয়নি আদৌ ।
গোলোকধাধায় বন্দি ,
নির্ভেজাল ,নিস্তেজ বিপ্লবীদের ঘুম ...
আমায় খেপিয়ে তোলে।
সাদা কালো বলে এখন নেই কিছু আর ,
সময় মতো কালোই সাদা , বড়বাবু বলেছেন।
হেরে যাওয়া মেনে নাওয়া যায় ,
বিকিয়ে দাওয়া নয় ।

-


7 AUG 2021 AT 1:00

সহজপ্রাপ্য বিষয় গুলিও কঠিন হয়ে পরছে,
জল ফড়িং , দাঁড় কাক , ভালোবাসা ,
আজকাল আর দেখাই যায়না ।

-


18 MAY 2021 AT 23:14

দিন ,রাত, মাস-বছর কেটে যায়,
আমি শুধু ভাবি ,
কবিতায় পড়েছিলাম "হিজল গাছের ছায়ায়" ...
হিজল গাছ আমি চিনি না ।
তার পাতা কি রকম ?
লম্বা ? গোল ? না ঝিরিঝিরি ?

ভালো থাকা ও না থাকার মধ্যে ,
তফাৎ .... তোমার খোঁজ নাওয়া টুকু ।

-


4 MAY 2021 AT 0:46

বুক ফেটে কাঁদার পর,
ভাঙা হৃদয়ে যে ফুল জন্মায় ,
তাই স্বাধীনতা ।

তুমি মুখ ফিরিয়ে নিয়ে ,
হাত ছেড়ে দিলেও, যে ছোঁয়া রয়ে যায় ,
তাই ভালোবাসা ।

-


2 MAY 2021 AT 0:07

আজ তবে আসি ,
কাল ফের দেখা হবে ।
যদি দেখা না হয়...
তবে মনে রেখো,
পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো...
কারো সাথে একটু কথা বলবার ইচ্ছে।

-


2 MAY 2021 AT 0:04

মারো,
আরো মারো,
মারতেই থাকো,

ততক্ষণ মারো ...
সবুজ ঘাস লাল হয়ে উঠছে না,
আমার রক্ত দিয়ে ।
ততক্ষণ মারো ...
আমার শেষ নিঃশ্বাস
বেরিয়ে আসছে না।
মেরে ফেলো আমাদের।

কি ভাবছো ,
আমরা হার মেনে নেবো ...
পলাশ না ফুটলে,
বসন্ত আসে না বুঝি ?

-


4 FEB 2021 AT 15:28

গ্রাম ছাড়ার আগে
গফুরের প্রার্থনা ছিল ,
স্রষ্ঠার তৈরী এই দুনিয়ায়,
খানিক মাঠের ঘাস আর পুকুরের পানি,
মহেশকে যারা খেতে দেয়নি ...
খোদাতালা যেন কখনো তাদের মাফ না করে ।

তুমি পক্ষ নাও , তুমি কার পক্ষে ...
কৃষকের না দালালদের,
... তুমি পক্ষ নাও ।

-


Fetching বলিভার Quotes