আজও খালি থেকে যায় কিছু জায়গা, যেখানে ছিল তোমার ঘর
আজও মনে হয় তুমি দাঁড়িয়ে সেই পুরনো গলির মুখে আমার অপেক্ষায়।
আমি শূন্যতা নিয়ে আজ বেঁচে আছি শুধু তোমায় দেখবো না বলে
আজ আমি নিজের কাছে দোষী শুধু তোমায় ভুলবো বলে।
তুমি বয়ে গেছো বহু আগেই সমুদ্রের তীব্র স্রোতে
আজও খুঁজি তোমার অস্তিত্ব আমার ভাঙ্গা এই বুকে।।
-
তোর ভালোবাসা আজ কঙ্কাল হয়ে থাক কোনো এক চিলেকোঠায়,
ধুলো জমে যাক তোর স্বপ্নের স্বাধীনতায়.
আমি নিজের আকাশ সাজাবো কোনো ভিন্ন স্বপ্নের তাগিদে
আমার জীবনে তোর অস্তিত্ব আজ পুড়িয়ে ফেলি কোনো যন্ত্রণার আগুনে।
© প্রীতি-
ছিঁড়ে ফেলি যত তিক্ত অভিজ্ঞতার পাতা,
আজ বাঁচি নিয়ে নিজের স্বাধীনতা
তুই খোলা আকাশে উড়ে যা নিয়ে তোর বাস্তবতা
আমি কাঁটা ভরা পথে ফেলে যাই যন্ত্রণার পরাধীনতা
কবর দিচ্ছি আজ সব আঁকড়ে ধরার কারণ
এই চিঠিতে বদ্ধ করি আজ তোর অস্তিত্ব,
শুনতে চাইনা পিছুটানের বারণ।।
©প্রীতি-
তোমার সমস্ত যন্ত্রণা যদি বেচে দিতে চাও, বেচে দিও কলমের কাছে...
দিনের শেষে তোমার লেখাগুলো সাহস দেবে, দেবে অন্য কাউকে বেঁচে থাকার রসদ।।-
স্বাধীনতা তুমি বেশ্যা নারীর খেয়ালে
স্বাধীনতা আজ বন্দী চার দেওয়ালে
স্বাধীনতা চায় উড়তে শিকল ছিঁড়ে
স্বাধীনতা নেই নকল মানুষের ভীড়ে
স্বাধীনতা চায় থেমে যাওয়া কিছু ঘড়ি
স্বাধীনতা আনে ঘুমের দেশের পরী
স্বাধীনতা দেখো মারা গেছে বহুকাল আগে
পরাধীনতা আজ প্রতিটা যন্ত্রণার রাত জাগে
স্বাধীনতা তুমি আজ ছাই হয়ে পড়ে থাকো
পরাধীনতার কঙ্কাল তুমি দাফন করে রাখো।।
-
আমার কঙ্কাল হয়ে উঠেছে জ্যান্ত
দেখা যাচ্ছে আকাশের শেষে যন্ত্রণার প্রান্ত
তুমি অযথা দেখেছো স্বপ্ন তার গভীর চোখে
জানি সেই ভালোবাসা হবেনা পূর্ণ কিছু জমে থাকা ক্ষোভে
পারিনি কখনও কারও ভালোবাসা কেঁড়ে নিতে
নেবো তোমার সমস্ত যন্ত্রণা যদি চাও দিতে
আমি এঁকেছি তোমার বুকে আমার ইচ্ছেগুলো
আমি শুনেছি সেখানে আজ জমেছে ধুলো
আমি চাইনা ভালোবাসা,
আমি চাইনা কাছে আসা
যদি বেচা যেত সুখ, যদি কেনা যেত যন্ত্রণা
আমি হতাম তোমার খোদ্দের, নাহ্ এইসব নয় কোনো সান্তনা
আমি একা দাঁড়িয়ে দেখবো তোমার যুদ্ধ জয়
শুধু একটাবার বুকে জড়িয়ে নিও যদি ভালোবাসতে ইচ্ছে হয়
মৃত্যু ভয় তুমি পেওনা বন্ধু, তুমি থাকবে তোমাতে
আমি বেঁচে আছি কাফনের ভিতর, শুধু তোমায় আগলে রাখতে।।
-
যদি একটা সাদা খাম দিয়ে যাই তোমার হাতে, ভিতরে একটা সাদা পাতা...
বুঝে নেবে কি আমার না বলা কথা গুলো?
পড়ে নেবে কি তোমাকে লেখা আমার শেষ চিঠি?-
শরীরে শরীর মেশে
আত্মা মেশে যৌনতায়
মনের মিলন ঘটে আগে ভাগেই
ভালোবাসা কোনো এক রাতের বিছানায়।।-
যেদিন তোমার ব্যর্থতা তোমার সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে
সেদিন বুঝবে, তোমাকে পরাজিত করা অসম্ভব।
কারণ তুমি নিজের পরাজয়কে অস্ত্র হিসেবে প্রয়োগ করতে পেরেছ।-