মনের ভিতরে ঝড় তুলে দেয়
প্রবাসী ভালো লাগা,
আপন চিত্তে কাব্যি করে
সখের বারান্দা।
ভাল বাসার সন্ধান মেলে
মন্দ বাসার সুইসাইড নোটে,
এক চিলতে লজ্জা লেগে
আরশিতে থাকা আমির মধ্যে ।
রাতের চোখে ইনসমনিয়া
আদুরে আলাপের প্রকাশ,
টিনের চালে বৃষ্টিপাতে
মন্দ বাসার লাশ।
বৃষ্টি ভেজা পিচ রাস্তায়
অপেক্ষার অবসান,
ভালোবাসার স্বীকারক্তিতে
গোলাপ পাঁপড়ির ঘ্রান।
শুভ পরিনয়ে ইতি টানে
ভালবাসার দীর্ঘশ্বাস,
কবির কাব্যে আখ্যায়িত
প্রেমের ফাগুন মাস।
-
আবেগে চলি ভেসে....
ইচ্ছা হয় তাই মন চায় ....
আর কলম চলে একটু হেস... read more
আবেগ ঠাসা প্রাণ জুড়ে,
বিচ্ছেদি সুর বেজে ওঠে ;
অনিশ্চিত ভালোবাসার শোকে ,
দুই জোড়া চোখ রোজ কাঁদে ;
চিরকুট গুলো ভিজে গেছে ,
সিক্ত চোখের নোনতা জলে ;
কাঠগোলাপ ও শুকিয়ে গেছে ,
নরম প্রাচীন স্পর্শের অভাবে ॥-
#একটা_স্বপ্ন:
বৃষ্টি ভেজা দিনের নিভু নিভু গোধূলির আলো হোক!
বা অর্ধেক ঝরে যাওয়া গোলাপ পাঁপড়িদের শোক!
সবাই একটা স্বপ্ন আঁকে -
সবারই একটা স্বপ্ন থাকে ।
অচেনা কালবৈশাখীর একরাশ আবেগে কখনও -
শিমুল তলা এলোমেলো হয় !
বা কখনও দূর্বা ঘাস গুলো নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ে!
তবুও দুস্বপ্ন নিয়ে বাঁচে না।
হাজার হাজার কবিতা লেখে , স্বপ্ন দেখে , গান গায়।
নিজের চেনা ব্যক্তিগত আমিটাকে-
ধ্রুবতারার মতো ভালোবাসো ,
নিজের একটা মস্ত আকাশ খুঁজে পাবে ;
যেখানে অযাচিত শোকেদের ভিড় নেই !
আছে শুধু নিজের একটা গল্প ,নিজের একটা স্বপ্ন , নিজের একটা বাঁচা ॥-
একফালি চাঁদেও ,
কালশিটে কলঙ্ক লেগে ;
আকাশের ব্যক্তিগত বাইপাসে ,
তবুও সুখস্মৃতির জোৎস্না আঁকে ॥
-
জাতিশ্বরের কাঙ্খিত ডাক ,
একফালি স্বপ্নের রাজ্যে;
বাস্তবতা প্রকাশিত ,
ব্যর্থতার প্ল্যানচেটে ॥-
বস্তা পচা স্বপ্ন গুলো , কল্পে চিরহরিত সাজে ,
আসলে সে একটু আলো,নিকশ কালো আঁধার মাঝে ;
পথের বাঁকের মরিচীকা, ক্লান্ত পথিক-কে যেমন টানে ,
ঠিক স্বপ্ন গুলোও ফসকে যায় , গভীর ঘুম ফিকে হলে।।
-
কফিন জুড়ে ইচ্ছের তোলপাড় প্রত্যাশিত ক্ষমাদের অবহেলাতে।।
রাস্তা জুড়ে আকাশ আছে তবু শান্তি নেই লাশের নিষ্প্রাণ দেহতে।।-
সুদূর নীলে হাত ছড়ালে হাতের মুঠোয় সই ,
রহস্য খুঁজে বৃষ্টি ভিজে হারিয়ে গেলে কই ?-
কালশিটে ভালবাসারা জীবিত তোমার দর্পিত চোখে ,
দুঃখ গুলো কষ্ট পায় কাঙ্খিত সুখেদের শোকে ;
একটা স্পর্শ আপন ভীষণ শরীর ছুঁতে চায়,
পরম স্নেহে উষ্ণ ওষ্ঠ দিচ্ছে তাতে সায় ;
শিরায় শিরায় রক্ত দল নষ্ট আবেগ মাখে ,
পুরনো চুমু আদর মেখে উত্তেজনা মাপে ;
একসাথে জড়াজড়ি যেন এক জটিল কুন্ডলি ,
বাসি বিছানায় পাকিয়ে থাকে প্রেমিক মন্ডলী ;
সারাদিন উসপাশ ,একরাশ স্পর্শকাতর ইচ্ছের কাতরানি ,
শরীরের প্রেম-ই নাকি অদ্ভুত ভালবাসার ক্ষতময় পরিণতি॥-