Biswas Bappa  
134 Followers · 60 Following

Joined 21 October 2017


Joined 21 October 2017
9 MAY 2022 AT 21:15

sometimes you need to cry to keep your mind fresh, to get mental strength ,to focus more what you are going to do, to complete target , to live your life.😔

-


14 APR 2022 AT 11:59

NObody can teach the lesson, till you don't have a little effort on it.

-


23 JAN 2022 AT 0:08

চোঁখ শুকিয়ে গেলে তুমি রুমাল নিয়ে কেন মিছে দাড়াও দরজায়,
ক্ষতের আঘাত মিলিয়ে গেলে উঠে এসো এ ভিটেয়।
যেন কাঁচা মাটি ইট হয়ে যায়,চোখ ভিজে না কোনো ব্যথায় ।
এ মেঘ কেটে গেলে দেখা দিয়ো কোনো সোনালী সন্ধ্যায়।।


-


11 JUN 2021 AT 12:36

লোলুপ চিল এসে রোজ ঘুরে যায়
ছায়া এসে পড়ে গায়ে।
অনেক আগেই মরেছি,
শুধু এখনও দেহ নড়ে চড়ে।
প্রত্যেক দীর্ঘশ্বাসে আয়ু কমে,
সংকেত দিও এ দেহ ছেড়ে যাবো কোনো নির্জন অন্ধকারে ।।

-


4 JUN 2021 AT 9:23

অন্ধকার ঘনিয়ে এলে তুমি জোনাকি হয়ে এসো,
এক বিন্দু আলোর জন্য যদি প্রাণ নতুন করে বাঁচতে চায়,
পাথরে চাপা পড়া বীজও তো হাল ছাড়ে না ,
অঙ্কুরিত হয় ,প্রস্তর খণ্ডের পাশ দিয়ে উদীয়মান হয় ।।

-


18 MAY 2021 AT 11:35

আপত্তিকর বাক্য জড়িয়ে আসে আমায় ঘিরে,
স্নান শেষে শেষবারের মতো শুকিয়ে নিই গা,
সমীকরণের অঙ্ক কষী দেখি ভাগশেষ হিসেব ভোলায়
অনুভূতিরা আলিঙ্গন করে অনেক দূরে সরে যায়,
দেহ পুড়লে দেখি সব আবেগ আর প্রতীক্ষার ছাই।।

-


9 MAY 2021 AT 23:41

ভালোলাগা গুলোকে ছুটি দিব সেদিন
মুখের সাথে ভিতর হেসে উঠবে যেদিন
হাজার বর্ষণ মেঘ ঢেকে রোদের আলোয় ভরা
মন খারাপের গল্প আজ ভালো থাকার বায়না ধরা

-


23 APR 2021 AT 22:45

সদ্য আলোকিত সভায় অমাবস্যার অন্ধকার গুলো আছড়ে পড়ে,
যেন বিশাল প্রস্তর খন্ড আড়াআড়িভাবে মস্তিষ্ক ছেদন করে,
একটু ভালো থাকার বাহানায় জীবন মরণের কাছে বাজিতে হারে,
আমার মধ্যে আমি থাকে না ,কেবল দেহ থেকে প্রানের দূরত্ব বাড়ে।।

-


25 FEB 2021 AT 16:32

যখনি তোমায় দেখি,
তখনি এটা ভাবায়,
আসলে শিং ভেঙে কি
বাছুর হওয়া যায়?

-


21 FEB 2021 AT 11:47

আজ পাক্কা 10 বছর পর দেখা
সেই কবে ক্লাস টুয়েলভ এর পর
কত মানুষের সাক্ষাৎ চোখে পড়ে নি তাকে
আর আজ একদম সামনা সামনি রাস্তায়
উভমুখী যাওয়া আসার পথে
দুজনের চোঁখই যেন লক হয়ে গেছে
একদৃষ্টিতে তাকিয়ে রইলাম কিছুক্ষন
অতিক্রম করার সময় ডান দিকে যাই,
সে বাঁদিকে রাস্তা দেয়,
স্বাভাবিকভাবেই একে অপরের সামনে চলে আসি,
বারকয়েক এরকম হয়ে যায়,
হার্টবিট সেকেন্টে তিন বার হচ্ছিলো
শেষে স্থির থেকে একে অপরের অতিক্রম অপেক্ষা করি
জানিনা কি হয়েছিল সেদিন ,
দুজনেরই যেন দীর্ঘ অপেক্ষারত জিজ্ঞাস্য চোঁখ
পরনে নীল শাড়ি চোখে কাজল,
যেন তার মধ্যে হারিয়ে গিয়েছি
সেই বাঁকা নয়নের চাহনি অনেক সুন্দরী লাগছিলো,
অতিক্রম করলো আমাকে তাকিয়ে রইলাম পিছনদিকে
পিছনফিরে সেও একবার তাকিয়ে জোরে হাঁটছিল
ততক্ষণ তাকিয়েই ছিলাম তার দিকে,
হটাৎ দেখলাম যেন হোঁচট খেয়ে পড়ে গেলো,
দৌড়ে গিয়ে তুলতে গেলাম এরমধ্যেই একজন সামনের দোকান থেকে এসে উঠিয়ে নিলো
বললো "কি যে করো না তুমি একটু দেখে হাটবে তো"
তারা বাইকে চেপে দুজনেই চলে গেল।।





-


Fetching Biswas Bappa Quotes