Biswarup Das   (বাউন্ডুলে)
0 Followers · 4 Following

Joined 23 April 2024


Joined 23 April 2024
29 APR AT 14:25

তার.."তোমায় জানো সব কথা বলা যায় নির্দিধায়"....থেকে..
আমায় সব কিছু বলার প্রয়োজন বোধ না করার.. এই বিস্তর পরিবর্তনের জন্য মনে হয় আমি নিজেই দায়ী।।

-


29 APR AT 2:52

আমার করা প্রতিটা কাজের পেছনে তোমার খুব যুক্তিসঙ্গত ও সঠিক একটা কারণ জানা থাকে।
কিন্তু কি জানি কেন তোমার করা প্রতিটা কাজের পেছনে আমার সব ধারনাই কেমন ভুল প্রমাণিত হয়।

-


28 APR AT 1:07

ভালোবাসার নামে যারা যৌন লালসার খেলায় লিপ্ত হয়
শারীরিক চাহিদাই যারা অনুভূতিহীন পশু তে পরিণত হয়
শরীর যাদের একতরফা যৌন ক্ষুদার জ্বরে ঝলসে যায়
এ সমাজে তারাই নাকি উন্মুক্ত মানসিকতার প্রতীক।।

-


28 APR AT 0:54

আগামী ভবিষ্যৎ যেন রাস্তার ছোট্ট নর্দমার ন্যায়
কোদাল হাতে পরিষ্কার করার বদলে
লাফ দিয়ে পার হয়ে যেতে বেশি ইচ্ছে করে।।

-


26 APR AT 19:40

প্রখর গ্রীষ্ম তীব্র রোদের ঝলসানো দ্বিপ্রহর ,
অবান্তর ভ্রমণে মেতেছে মন
দেখে হাসছে গোটা নির্লজ্জ শহর।।
নেই ক্ষুধা নেই পিপাসা কেবল শুকনো গলার স্বরে
অস্তিত্বের আর্তনাদে
অযোগ্যতার কষ্ট নিয়ে শুধু বলছে বারে বারে।।
কি দোষ আমার বলো একবার কি ছিল আমার ভুল,
কেন অযাচিত মনিবের কাছে দারিদ্রতার কষ্ট নামের
গুনছি আমি মাশুল।।
অভাগা কপালে বেদনার কালে নিলাম করেছি সব,
আপন হিসাবে পড়ে আছে শেষে অসহ্যকর যন্ত্রনা আর
তিক্ততার কলরব।।
ক্লান্ত শরীর হয় অস্থির মিথ্যা ছায়ার খোঁজে
ন্যাকড়া জড়ানো শুকনো মুড়ি
বচোখের জলে ভেজে।।
তবু জীবন নদীর ঘূর্ণি পাকে বাইতে যে হবে তরী,
রুগ্ন হৃদয়ে বয়ে যেতে হবে
এই নির্জন পথের আমি এক অভাগা কান্ডারি।।

-


25 APR AT 0:48

বেশ্যা
বেশ্যা বলে ডাকিস যারে বেশ্যা যে সে নয়
সমাজ তাকে বেশ্যা বানায় ,তাই বেশ্যা সেজে রয় ।
পেটের দায়ে শরীর বেচে তাই তো ঘৃণা করিস
তবু দিনের শেষে শরীর খুঁজে তার পিছনেই মরিস ।
খিদের জ্বালায় সম্মান বেচে ,তাইতো বেশ্যা বলিস
আর ভদ্র লোকের মুখোশ পরে বুক ফুলিয়ে চলিস ।
হায়নার ন্যায় ঝাঁপিয়ে পড়িস শরীর নেশায় মেতে
রাখিস খবর?
কষ্টতে যে সে জ্বলছে শুধু মরছে প্রতি রাতে ।
ভদ্রলোকের ভেক ধরে যে দারুন দেখালি খেলা
তোদেরও মুখোশ খুলবে যখন আসবে তোদেরও বেলা ।

-


23 APR AT 23:52

অদৃশ্যের মাঝে চোখ জ্বালিয়ে ঘুরছি
যেন দিকভ্রষ্ট নাবিকের তীরের সন্ধান ।
আগামীর লোভ যে বড়োই কঠিন
যেন তৃষ্ণার্ত বেদুইন এর বর্ষার স্নান।।

-


Seems Biswarup Das has not written any more Quotes.

Explore More Writers