Biswajit Mondal   (Shanku)
109 Followers · 70 Following

Beyond your horizon... //

# তোর মনে আমার অনুপস্থিতির রামধনু এঁকে দিয়ে যেতে চাই...
Joined 11 July 2017


Beyond your horizon... //

# তোর মনে আমার অনুপস্থিতির রামধনু এঁকে দিয়ে যেতে চাই...
Joined 11 July 2017
6 NOV 2020 AT 17:44

কিছু কিছু কথা থাকে।কাউকে কখনো বলা যায়না, বোঝানো যায়না। যার জন্য সেই কথাগুলো তাকেও না - সারাজীবন ধরে বয়ে বেড়াতে হয় শুধু।
সময়ের সাথে নতুন স্রোত আসে জীবনে। ভালো না লাগলেও পুরোনো ছেড়ে গা ভাসাতে হয় সেই নতুনে - সেটাই নাকি আধুনিকতা!
আসলে আমরা সবাই আপাদমস্তক এক একটা একা। যত বয়স বাড়ে, নতুন নতুন মুহূর্তের আগাছা গায়ে দিয়ে আমরা পুরোনো ঢাকার চেষ্টা করি - দোকা হওয়ার ভান করি। আসলে আমরা সবাই ভীষণ জটিল, ভীষণ একা...

-


9 OCT 2020 AT 13:13

সামিয়ানা টাঙাবো নীল নদীর ধারে,
তারা ভরা রাতে কথা বলা থাকবে বারণ...

-


26 MAY 2020 AT 19:56

.hjfjjh

-


12 APR 2020 AT 14:00

শূন্য বুকে নিশির অমোঘ ডাক
রবিবাবুই ভরসা যোগান কানে,
স্বপ্ন ভেঙেও হাসতে শেখে মানুষ
দূরপাল্লার যাত্রী হবে জেনে...

-


12 APR 2020 AT 13:56

ভালোবেসেছিলাম যত রাতভর আমি,
তার চাইতেও দামী -
ভালোবাসতে চেয়েছিলাম আরো...

কথা ছিল, দুজনের ভুলচুক যত-
মেনে নিয়ে তুমি রান্নাবাটি সাজাবে। আর আমি
ফিরব ঝড়ের রাতে, সাতসমুদ্দুর পার করে শুধু একটি কথা বলতে..


দেখা হবে কোনো এক অভিমানের রাত্রে,
তখন রাগের ঘনঘটা আর নেই..
পড়ে আছে একজীবন বিষাদ..
হঠাৎ করেই জড়িয়ে ধরব তোমায়, শুধু একটা কথা বলতে...
আলতো হাতে মুছিয়ে দেবো চোখ, মান ভাঙাবো গালে চুম্বন এঁকে..
ফিরে আসবো সাত সমুদ্দুর থেকে, কোনো এক গভীর ঝড়ের রাতে, শুধু একটা কথা বলতে....



জীবনযুদ্ধে হয়েছি কত নত..😔
পাইনি সময় ⏳একটু তোমায় দেওয়ার,
পারলে পাগলী ,একটু মানিয়ে💞 নিও..
ভালোবাসবো❤️ এক সমুদ্দুর আবার...

কাল সকালের সূর্য নতুন হবে,
আজকে রাতেই কাটুক ঝড়ের কালো..
বিশ্বাস করো আরো একটি বার....
বাসবো আবার এক সমুদ্দুর ভালো..😞😔🖤🖤

-


11 DEC 2019 AT 0:23

ভাবছো তাকেও নিজের মতো
অনেক কথা ভাবছে তোমার।
হয়তো তার সিন্ধু জীবন
বিন্দুভাগের পেয়েছ ভার...

-


25 SEP 2019 AT 1:55

মানুষকে জানবার অবসর কমই পাওয়া যায়, আর বোঝবার অবসর পাওয়া যায় আরো অল্প। আর সেই অল্প সময়ের মধ্যেই জীবনের বাঁক নিতে হয় ...

-


25 SEP 2019 AT 1:55

মানুষকে জানবার অবসর কমই পাওয়া যায়, আর বোঝবার অবসর পাওয়া যায় আরো অল্প। আর সেই অল্প সময়ের মধ্যেই জীবনের বাঁক নিতে হয় ...

-


19 SEP 2019 AT 0:27

Today I will celebrate my 219th Birthday😄😆😆😄🤣

-


18 SEP 2019 AT 22:55

প্রজাপতি, জাপানি, হাউই, বোমারু
আরও কতো রঙবেরঙের
ঘুড়িদের কাছে আজ আমি ব্রাত্য,
গঁদের আঠা আর খবরের কাগজ কেটে বানানো কিনা..!!

নিজস্বতা বোঝা বড় কঠিন, বড্ড কড়া বাস্তব।

-


Fetching Biswajit Mondal Quotes