একটা হিরার থেকে একটা কয়লা বেশি কাজে লাগে ,
ঠিক - ভালো রূপ দেখে নয় ,ভালো মন দেখে ভালোবাসো ।
তাই হোক সে কালো ,মন থেকে ভালোবাসা তাকে ।
কারণ তোমার ভালোবাসার কাছে রং হার মানবে 🙂-
বিষাক্ত মানুষ
0 Followers · 3 Following
Joined 7 January 2020
26 FEB 2020 AT 1:06
26 FEB 2020 AT 0:58
কখনো কারোর হৃদয় ভেঙ্গো না ,
কারণ কাঁচ ভাঙলে জোড়া যায়
কিন্তু হৃদয় না ।।-
23 FEB 2020 AT 15:03
সবার প্রতি ভালোবাসা আসে না ।
আর যার প্রতি আসে ,
সে সেই ভালোবাসার মর্যাদা দেয়না।-
22 FEB 2020 AT 17:25
ভেবেছিলাম আমার কষ্ট টুকু তুমি বুঝবে ,
কিন্তু শেষে আমাকেই কষ্ট দিয়ে গেলে।-
14 FEB 2020 AT 10:39
শহিদ তুমি হলে কোথায় ?
আছো তুমি মনে।
বিনা যুদ্ধে প্রাণ দিলে,
রক্ষা করবে বলে।
তোমার প্রাণের বলিদান
বুঝলনাকো কেউ
যুব সমাজ লড়ছে দেখো
ধর্ম ধর্ম করে।-
15 JAN 2020 AT 19:26
এই পৃথিবী বড়ো অদ্ভুত 😔
যার ভালোবাসার দরকার - সে কোনো দিনও পায় না ।
আর যারা পায় তারা ভালোবাসার মর্যাদা করে না।
মানছি ওপরওয়ালা সবাই কে সব কিছু দেয় না ।
কিন্তু ,
এটা কি বলতে পারো
যার দরকার সে কেনো পায় না 😭😭-