বিষাক্ত কবি   (Molla Salauddin)
54 Followers · 65 Following

Joined 3 March 2019


Joined 3 March 2019

প্রেমের দিবস যদি দিন দেখে হয় ,
দিনশেষে কি সে প্রেমের শেষ হয় ?
গোলাপ যদি দিন দেখে ফোটে ,
প্রতিদিন গোলাপ কেমনে জোটে ?
মনের আবেগ যদি দিনক্ষণ মানে ,
সে মন কেমনে অন্য মন টানে ?
তাই দিন ক্ষণের হিসেব ভেঙে প্রেম হোক চিরন্তন ,
প্রেমের আবেশ ছড়িয়ে পড়ুক সর্বব্যাপী সর্বক্ষন ।

-



তারপর ?
তারপর আমি নিখোঁজ হলাম , মৃত্যু পুরী শূন্যতায়
হঠাৎ কোনো ভীষণ ঝরে , নিস্তব্ধতার অন্ধকারে ;
বিস্ময়ে বাকরুদ্ধ , শব্দমুখর মৌনতায় ।
সর্বহারা আমার আমি তবুও তখন বাঁচতে চাই ,
নির্লজ্জতার নীরবতায়
ঘৃণার অলঙ্কারে নিজেকে সাজিয়ে যাই;
আসলে যে একজন মানুষ আমি
মান - হুঁশ এর প্রয়োজন একনিমেষে হারিয়ে যায়।
দীর্ঘশ্বাসের স্নিগ্ধ বাতাস, চোখের জলের বাষ্পে বিলীন
অভিশাপের কালো আকাশ , গুমোট হয়ে রং বিহীন ;
মানুষ ভেবে ভ্রান্তি বিলাস, গিরগিটিরা সব হতবাক
স্বার্থ জয়ের উন্মত্ততায়, হায়েনারা আজ দিচ্ছে ডাক।

-



তারপর ?
তারপর আমি নিখোঁজ হলাম , মৃত্যু পুরী শূন্যতায়
হঠাৎ কোনো ভীষণ ঝরে , নিস্তব্ধতার অন্ধকারে ;
বিস্ময়ে বাকরুদ্ধ , শব্দমুখর মৌনতায় ।

-


22 JUN 2024 AT 11:32

বাঁধ ভাঙ্গা বৃষ্টির জলে নদীর পাড় ভাঙলে
কলকল শব্দে নদীতে হঠাৎ এক বান আসে ,
তেমনই মানুষের মন ভাঙলে
তীব্র শোকে মানুষ বেখেয়ালে হাসে ।
নদীর পাড় ভাঙার তো তবু শব্দ হয়
মানুষের মন ভাঙে নিঃশব্দে নিস্তব্ধতায় ,
মন আর মস্তিষ্কের তীব্র লড়াইয়ে
হেরে যাওয়া জীবন ভরে যায় বিষন্নতায়।
হতভাগ্য সেই মানুষ যাকে মন হারিয়ে হাসতে হয়
এই পৃথিবীর একান্ত গোপনের কাছে হেরে যাবার পরও
সারা রাতের চোখের জল মুছে
রোজ সকালে নতুন করে বাঁচতে হয়।
সুখ বৃষ্টি , ভালবাসার সৃষ্টি শুধুই অলীক কল্পনা
জীবনের সত্য আসলেই দুঃখ
সুখ সেখানে আসলে মিথ্যার আলপনা।

-



আপেক্ষিকতার জটিল সমীকরণে
যখন বাস্তবতা নিজের থেকে পালাতে যায় ,
ঠিক তখনই সূক্ষ্ম অনুভূতিরা নিয়মিত অবহেলায়
দমবন্ধ হয়ে নিজের মধ্যে মরে যায়।
স্বার্থপরতার গভীর ষড়যন্ত্র এ বন্দী হয়ে
সরলতা যখন আর্ত চিৎকারে বাঁচতে চাই ,
ঠিক তখনই কিছু সস্তা করুণা
দুর্বল কে মিথ্যা আশ্বাস এর স্বপ্ন দেখিয়ে যায়।
নির্মমতার এই পৃথিবীতে করুণার মুখোশ বড় ভয়ার্ত
মানুষ মানুষ কে বিশ্বাস করে সিদ্ধ করে আপন স্বার্থ।
আসলেই মানুষ বড় একা , মানুষের সঙ্গী মানুষ হয়না
আশেপাশে যাদের আপন ভাবো সবাই মানুষরূপী হায়েনা ।

-


23 JAN 2024 AT 17:23

যে মানুষ দাবি করতে ভয় পায়,
সে মানুষ হাসিমুখে আগুন গিলে খায় ।
যে মানুষ চুপচাপ সহ্য করে যায়,
স্বার্থলোভী হায়নার দল তাকে ছিঁড়ে খায়।
যে মানুষ নিজেকে উজাড় করে ভালোবাসে ,
সে মানুষ একাই থাকে দিনশেষে।
যে মানুষ সহজ বিশ্বাসে মিশে যেতে চাই ,
এ পৃথিবীর সব অবহেলা তার দিকে ছুটে যায়।
যে মানুষ ভালোবাসা কে আঁকড়ে ধরে বাঁচতে চাই ,
এই পৃথিবীর সমস্ত ঘৃনা তাকে গিলে খাই।
যে মানুষ নিজেকে সহজ রেখে মিশতে চাই
এই পৃথিবী তাকে সহজলভ্য ভেবে ছুঁড়ে ফেলে দেয়।

-


19 JAN 2024 AT 12:07

ব্যর্থ পুরুষ কোনোদিনই
সফল প্রেমিক হতে পারে না,
প্রেমিকদের নিখুঁত হতে হয়
খুঁতে পুরুষেরা তবুও প্রেমের স্বপ্ন ছাড়ে না।
যুগে যুগে মনের অনুভূতিরা হেরে যায়
শারীরিক যোগ্যতার কাছে ,
সখের পুরুষ বড্ড বোকা
সে বার বার ছুটে যায় প্রেমের কাছে।
প্রেমিক পুরুষ প্রেমের ঘোরে
ভাবে প্রেম করে যায় মন জয় করা ,
খুঁতে পুরুষের ব্যর্থ ভালোবাসা
সমাজের কাছে শুধুই বোঝাপড়া।
খুঁতে পুরুষের জীবনটাই ব্যর্থ
ব্যর্থতার সাথেই সহবাস ,
খুঁতে ভালোবাসার নেই কোনো অর্থ
চারিদিকে শুধুই করুণার আভাস।

-


13 JAN 2024 AT 15:38

ভালোবাসার বিনিময়ে
আমি তোমার থেকে কোনদিনই ভালবাসা চাইনি ,
কারণ যে ভালোবাসা চেয়ে নিতে হয়,
তার থেকে তোমার অবজ্ঞা আমার কাছে অনেক প্রিয়।
আমি জানি আমি তোমার স্বপ্নের পুরুষ নই
তবু তোমার জন্যে আমার মনে ভালোবাসার বন্যা ;
আমি জানি আমার প্রতি তোমার একরাশ ঘৃনা ,
তবুও তুমিই আমার ভালসবাসার রাজকন্যা।
তোমায় না দেখে কেন জানি , বেশিদিন থাকতে পারিনা
তাই শত অপমানেও ,
তোমায় একঝলক দেখার কোন সুযোগ ছাড়ি না।
আমার জীবনে যে অল্পটুকু সুখ আছে
আমি বিধাতা কে রোজ বলি
সেটুকু যেন দিয়ে দেয় তোমার কাছে ;
তুমি ভালো থাকলেই আমি জানব
এ পৃথিবীর সব শান্তি আছে আমার কাছে।
এ পৃথিবীর সব ভাল তোমায় ঘিরে থাকুক
শুধু আমার ভালোবাসা যেন তোমায় ছুঁতে না পারে,
তোমার স্বপ্নের পুরুষ তোমায় খুব ভাল রাখুক
সে যেন আমার থেকেও অনেক বেশি ভালবাসতে পারে।

-


12 JAN 2024 AT 18:22

যাদের থেকে যাবার কথা ছিল ,
তারা ছেড়ে গেছে খুব সহজে ;
পার হয়েছে দিন সময় ,
তবু স্মৃতিরা থেকে গেছে মগজে।
আসলেই চাইলেই ভুলে থাকা যায় সবকিছু ?
হাজার চেষ্টা করেও কেন স্মৃতিরা ছাড়ে না পিছু।
আসলেই কি কেউ কথা রাখে না ?
শরীর জুড়ে ভালোবাসার বাসা বাঁধার পরেও
কেন আজ একসাথে দুটি মন থাকে না ?
কত কথা , কত হাসির হয়েছিল ভাগাভাগি ,
সেসব কি সব মিথ্যে ?
এই প্রশ্নের উত্তরে আজ ও রাত জাগি।
শরীর আর মনে একদিন ছিল যার অবাধ বিচরণ
সময়ের স্রোতে হারিয়েছে সে ,
তবু তার কথায় মনে আজও জেগে ওঠে শিহরণ।


-



হটাৎ করে চুপ করে যায় যারা
কেউ জানে না তাদের মনের খবর ,
ভালোবেসে মাতাল হতে চেয়েছিল তারা
কোলাহলের আড়ালে নিজেকে দিয়েছে কবর।
নিজেকে উজাড় করে ভালোবেসে ছিল যারা
ভালোবাসার চাহিদায় হয়েছিল সর্বস্রান্ত ,
আজ হটাৎ হটাৎ আঁতকে ওঠে তারা
ভালোবেসে নিজেকে হারিয়ে আজ বড্ড ক্লান্ত।

-


Fetching বিষাক্ত কবি Quotes