Bishnu Chandra Sutradhar   (©Bishnu Chandra Sutradhar)
129 Followers · 6 Following

শুদ্ধতম পুরুষ হবার আপ্রাণ চেস্টা করে যাচ্ছি
Joined 2 April 2017


শুদ্ধতম পুরুষ হবার আপ্রাণ চেস্টা করে যাচ্ছি
Joined 2 April 2017
31 MAR 2019 AT 22:01

এমন চৈত্রের সন্ধ্যে বেলার;
কালো হওয়া আকাশ
আর
ঝড়ো হাওয়াতে তোমার খোলা চুলগুলো,
উড়তে দেখে মনের মধ্যে তোলপাড় হয় আমার।
মনে মনে ভাবি,
তোমার বিষাদ মনের কান্না থামাতেই
এই কালো আকাশ, আর ঝড়ো বাতাস।
তারা তোমার কান্নাগুলোকে উড়িয়ে নিতে এসেছে,
তারা চায় একটু ঝড় বৃষ্টি দিয়ে তোমার প্রশান্তি।

-


4 MAY 2017 AT 18:47

নতুন গল্প টা হলো,
"আমার অধ্যায় টা নতুন করে শেষ হচ্ছে। বয়স বাড়ছে, জীবনী শক্তি ফুরোচ্ছে।"

-


4 AUG 2020 AT 23:37

আমার প্রথম মৃত্যু শেষ জন্মের খোঁজে;
যেদিন খুঁজে পাবো শেষ জন্ম,
সেদিন মৃত্যু নিবন্ধন করা হবে,কোন না কোন এক দপ্তরে

-


23 MAY 2020 AT 22:06

শহুরে আকাশের গায়ে আজ শুভ্র মেঘ,
ঠিক তুলোর মত; ভেসে চলছে অজান্তে-
এই শহর গায়ে ভীষণ জ্বর নিয়েই চলেছে অনেকদিন।
হঠাৎ একদিন জ্বর কমলো, শরীরে ঘাম দিয়ে জ্বর ছাড়লো;
তখন শান্ত মনে শহর খোঁজে নিজের সেই জ্বর
থার্মোমিটারে বারবার দেখে; জ্বর বুঝি এই আসে এই আসে।।

-


17 MAY 2020 AT 7:52

"অবশেষে জেনেছি মানুষ একা!
জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা!"
- ©কবি আবুল হাসান

-


13 MAY 2020 AT 13:37

আমি হয়ত হারিয়ে গিয়েছি;
শহুরে গলির অন্ধকারে।
আমি হয়ত হারিয়ে গিয়েছি;
আধুনিকতার কলকব্জায়।
আমি হয়ত হারিয়ে গিয়েছি;
পার্কের বেঞ্চিতে।

-


2 MAY 2020 AT 23:42

Every time I am scorching in this burning sanity; oh my desire!

-


2 MAY 2020 AT 21:35

I'm the flower and you are the essence. If you are not in me then I'll have no stature.

-


25 APR 2020 AT 1:18

এই মেঘলা সন্ধ্যে একান্তই আমার-
বাড়ির রকের সামনের পিচ মোড়া রাস্তা জলে একাকার
সেখানে চুপচাপ বসে কতকিছুই না ভাবি!
আকাশে তখন ঘন মেঘের মেলা
একেবারে পশ্চিম আকাশ ঘন কালো মেঘে অন্ধকার করে রেখেছে,
মার্তন্ড রেখে গেছেন তাঁর ধ্বংসাবশেষ।

ঝাঁকে ঝাঁকে পাখি তখনও ছুটছে নীড়ের দিকে-
আর আমি-
আমার মুগ্ধ দৃষ্টি তাদের দিকে;
হৃদয় জুড়ে তবুও করুণ ভায়োলিনের সুর,
অকারণেই কারণ হয়ে উঠছে বেজে।
ভাবছি তুমিও তো ছিলে একদিন-
পাখি হয়ে কবেই উড়ে গেছো দিগন্তে!!

-


17 APR 2020 AT 0:05

আমার মনের জমি শুষ্ক হয়ে
চৌচির হয়ে গেছে অনেককাল হলো;
ঠিক যেন অনন্ত কাল ধরে এমন করেই পড়ে রয়েছে সে।

কেউ অন্তত একবার ভালোবাসার বর্ষণ দিয়ে
তাকে উর্বর আর সিক্ত করে যাক;
শুষ্ক মনের জমিনে গজিয়ে উঠুক ঘন সবুজ ঘাস।

-


Fetching Bishnu Chandra Sutradhar Quotes