।।ফিকে।।
*******
টেবিলের কোণে থাকা বইগুলো
সব ধুলোয় ঢেকেছে।
তাই "আজ বইগুলো পরিষ্কার করব"
সে মনে মনে ঠিক করে রেখেছে।
বইগুলোর একটা দুটো পাতা যেই উল্টেছে
অতীতের এক হারানো চিরকুট উদ্ধার করেছে।
তার জন্য লেখা আস্ত এক পদ্য
স্মৃতি গুলো আবার যেনো হলো জীবন্ত ।
মুচকি হাসি এসেছে তার ঠোঁটের কোণে ,
কখন যেন সে অতীতে হারিয়েছে, আনমনে।
মা যেই তাকে ডাক দেয়
চিরকুট লুকায় বইয়ের পাতায়
আবার বইয়ে জমবে ধুলো
যাকে করেছিল ঝকঝকে।
শুধু বইয়ে নাকি? মনেও জমবে ধুলো
ফের "স্মৃতি গুলো হবে ফিকে"।।-
শব্দেরা হয়েছে আজ ভীষণ ছন্নছাড়া,
এদিক ওদিক ছড়িয়ে রয় পাইনা কারোর সারা।
খুঁজতে গিয়ে পাইনা খুঁজে পড়েছি দুর্বিপাকে ।
মস্তিষ্কে আজ ভীষণ শোরগোল বাড়ছে ঝাঁকে ঝাঁকে।।
দিশেহারা হয়েছি আমি , অস্থিরতা বাড়ছে মনে,
পাবো কোথায় আমার উত্তর ? কেউ কি তা জানে?
চঞ্চল ,ব্যাকুল মন আমার , পায়না খুঁজে কিনারা
ডুবেছি আজ মাঝ দরিয়ায় , হয়েছি সর্বহারা।
কি লিখছি বুঝিনা কিছুই , এলেমেলো আজ সবে
অপেক্ষায় গুনছি দিন "তুমি আবার ফিরবে কবে?"
-
জমিয়েছো এমন, করোনি তার মাপ,
বৃষ্টি শুধু বাইরে নাকি
মনের ভিতরেও গভীর নিম্নচাপ।।
এবেলা তুমি বৃষ্টি হয়ে
ঝরিয়ে দিও সব অভিমান।
ভেজা পায়ে আসবো আমি
দিও আমায় হৃদয়ে স্থান।।
-
।। জন্মদিনে।।
**********
অসংখ্য চিঠি , উপহার , শুভেচ্ছা
পেয়েছি আমার জন্মদিনে ।।
কিন্তু তার পরের নিস্তব্ধতা ...
বোধহয় ভুলেছে আমায় প্রত্যেক জনে।
নীরবতা কাঁদিয়েছে বছরের বাকি দিনে।।
-
বৃষ্টি মানে মনের দ্বন্দ্ব।
ক্রন্দনের সুর নিস্তব্ধতা খোঁজে, পায়না খুঁজে ছন্দ।।
-
আমি হবো নদী
তুমি হবে অকূল দরিয়া
মোহনায় এসে তোমাতে যাবো হারিয়া।।
-
ভোরবেলা উঠে সবাই প্রাতঃ ভ্রমন করতে বেরায়।
আমি বিছানায় পরে থাকি কম্বল দিয়ে গায়।।-
পুজোর প্রত্যেকটা দিনে সবাই তার প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাবে ।
কেউ তো নেই আমার, তাই বিছানায় শুয়ে শুয়ে আমার শুধু ঘুম পাবে।।-
সময়ের টানাপোড়েনে
সবাই ব্যস্ত রোজ।
Contact list এ বন্দী সবাই
কেউ করেনা খোঁজ।। 🙂🙂
-