Binayak Giri   (✍শুভ)
47 Followers · 15 Following

read more
Joined 3 April 2019


read more
Joined 3 April 2019
11 NOV 2022 AT 21:24

যদি তোমার পরিবার অর্থ শূন্য
তখন তোমার স্বাচ্ছন্দ্য ব্যর্থ আশা
যখন তোমার পকেট শূন্য
তখন তোমার প্রতি মনোযোগ পাওয়া নিছকই ভাবনা
যদি তুমি ঘুরে দাঁড়াও
কৃতিত্ব তাদের
আর যদি তুমি হও প্রতিষ্ঠিত
তার পুরষ্কার ভবিষ্যত বাণী করা দর্শকদের

-


6 OCT 2022 AT 9:11

গত চারটি দিনের মতোই জীবন ভর মা আমাদের সঙ্গে থাকুক ।।
সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সবার জীবন সুখ ও সুন্দরময় করে তুলুক,,
পরিবারের সবাই ভাল থাকুক
সবাইকেই ভালো রাখুক ।

আরও একটি সুন্দর দিনের অন্তে
' শুভ বিজয়া '
এবং তোমার স্বপ্ন গুলো সুমিষ্ট ও সত্যতায় ভরে উঠুক
" শুভ রাত্রি ⚘️ "

-


17 AUG 2022 AT 22:39

দূর হতে তোমারে দেখা ভালো
কাছে যাওয়া বারন
আনমনা হাসি দেখতে পাবো
নেই কোনো বাধার কারন
তোমার কাছে অবহেলায় যেটা
আমার কাছে দামি
তোমার সামনে অমূল্য হলেও
তবুও দিন শেষে আমার কাছে নিজেই আমি ।।

-


4 AUG 2022 AT 20:02

আমায় ডেকো একা বিকেলে
কখনো কোনো ব্যথা পেলে🌸

-


24 JUL 2022 AT 23:26

মন খারাপের দেশে রোজ যাই
পাসপোর্ট ভিসা ছাড়াই

-


3 JUL 2022 AT 21:00

শেষ মেষ গল্পের উপসংহার টা
টাকার কাছেই এসে
full stop পড়লো !!

-


27 JUN 2022 AT 23:32

মেঘে দের অবাধ বিচরণ
হাত ছেড়েছে বৃষ্টির
তুমিও একই ভাবে ছাড়লে
অজুহাত রাখলে সৃষ্টির

-


20 MAY 2022 AT 0:37

অভিমান কে ভাষায় বোঝানো
খুব মুশকিল 🙂 !!

-


17 MAY 2022 AT 22:25

চাঁদ অনেক সুন্দর ,
তবু আকাশের তাকে পছন্দ হয় না ।।
আর আমি তো বেচারা দিশেহারা !!
আমাকে আর কে পছন্দ করবে 🙂

-


16 MAY 2022 AT 22:25

আজ ও ছুটে চলেছি একটু শান্তির আশায় ,
কিছুটা শারীরিক ভাবে ।।
বাকিটা মানসিক দিকে !!

-


Fetching Binayak Giri Quotes