মন খেয়ালী ভাষায় আমি
লিখছি অল্পস্বল্প।
তোর কথাতেই শুরু আমার,
তুই ই আমার গল্প॥-
yeh pariyon sa noor tera-
jaise ke koi khwabon ka kissa.
jannat se aayi hai tu,
ya hai mere kahani ka hissa..-
jee chahe ta umr
tujhe niharoon kuch aise,
ke apni aankhon mein
teri ek tasveer bana loon jaise..-
Tum aaj paas
Kuch aise aaye,
Roobaroo mujhse
Yun ho gaye-
Jaise ke
Kadi dhoop mein bhi-
Baarish ki boondein
Mujh pe bikher gaye..-
কুয়াশা ভোরের রুপ সাগরে,
অথৈ জলের স্রোতে-
নতুন করে দেখছি তোমায়,
নতুন তোমার রূপে॥-
বিস্মিত আজ চোখের পলক!
কিসের সমখ হলাম উন্মুক্ত-
দেখেছি তোমায় বারংবার,
করেছো মন্ত্র মুগ্ধ আমায়।
হয়েছি আমি পুলকিত বারবার,
কিন্তু তোমার উজ্জ্বলতার-
এই উত্তাপ বর্ষণের
ছিল না আমার এতোটুকু আভাস॥-
স্বপ্ন যাহারে চায়,
তাহার কল্পনা তুমি।
মনের গভীরে থাকা-
সুপ্ত এক অলংকার তুমি।
সাগরের ঢেউ
নাকি হিমালয়ের শিখর তুমি-
যেন আমাকে জাগিয়ে রাখার
এক জ্বলন্ত দীপশিখা তুমি॥-
অগ্নিশিখায় তপ্ত হয়ে,
জ্বলছে অনেক ধাগা।
তীব্র আলোকে দৃশ্যমান,
কখনো শুধুই স্নিগ্ধতা।
চার দিশা তে উজ্জ্বলতা-
তার কৃপাতেই সর্ব দেখা।
কালো আঁধারির জীবন ঘিরে-
লুকিয়ে তার আত্মকথা॥-
সহজে পাইনি তাকে-
এ কেমন দ্বিধার আঁচলে লুপ্ত আমি।
রূপশ্রী তোমার-
যেন তীরের বাণী বাঁধলে এ বুকে।
নেই কোন সুর-
আর না আছে কোন শিল্প।
এ যেন কোন বোকা প্রেমিকের
শুধুই এক অবুঝ গল্প॥-
diwaron me likhe the tere sapne,
baarish me beh gaye saare khwab.
jab barsenge aag is paani me,
shayad mil jaaye tujhe har jawab.-