চাঁদের বিরহে তারারা পড়ছে খসে...
মাটির বুকে পরিদের রাজকন্যা আজ একা বসে।।-
....................... সম্মতি........................
যে স্বপ্ন নিয়ে বেঁধেছিলে বুক..
আজ যন্ত্রনায় ক্ষতবিক্ষত সুখ।
হাতের আঙুল গুলো যাচ্ছে ক্ষয়ে,
প্রতিশ্রুতিরা অন্ধকারে নিভৃতে কেঁদে মরে।
অমতে ছিলো জীবনের শেষ ভুল..
প্রতিনিয়ত ঢেউএ ভাঙছে নদীর দুকূল।
লাল নীল সবুজের জীবন ধাঁধা,
দিনের শেষে জীবন খাতা শূন্য - সাদা।
ইচ্ছেরা তার অপূর্ণ অর্থের কাছে,
হাজার প্রশ্ন- সুখ নেই তাতে।
শুধু মিথ্যের সাথে দিয়ে গেলাম তালি,
শূন্য কলসি পড়ে রইল খালি।
ভেজা ভেজা চোখে তার প্রশ্ন অন্য,
আমার বুকের মাঝে পুরছে স্বপ্ন।
বিদায় বেলায় সম্মতি দাও আমি আসি,
কলঙ্ক করেছি চাঁদকে.....
তাই শেষক্ষনে বলবো না ভালোবাসি।।
.........,....... Bimal...-
জীবন হচ্ছে স্মৃতি, যেমন স্মৃতিতে থাকে শুকনো গোলাপের পাতা।
ধূসর পান্ডুলিপির মতো, পড়ে থাকা পুরনো হিসেবের খাতা।।-
অস্থিমজ্জায় জমা হচ্ছে, অপবাদের কালচে দাগ,
জীবন তুমি বড্ড জটিল, কঠিন ভগ্নাংশের ভাগ।।-
....................... আশ্বাস......................
আমার নিঃশ্বাসে বিষ, তোমার নিঃশ্বাসে প্রাণ..
যতই কালি ছিটাও ভালোবাসা হয়না ম্লান।
আমার বিশ্বাসে প্রেমে, তোমার বিশ্বাসে ঘৃণা,
তবু তোমার হাতেই আমার উঠোনে সাজে আলপনা।।-
....................... একা........................
শুরু থেকে শেষ দেখা- আজও আছি একা,
হাজারের ভিড়ে একাকিত্বকে ফিরে দেখা।
চারপাশে শুধু লোক দেখানো জন অরণ্য,
নিঃস্তব্ধ চার দেওয়ালের মাঝে জীবন অন্য।
ভাঙা কলসিতে জলভরে ভাবি পূর্ণতা,
সবই আপেক্ষিক বাস্তবে থাকে শুধু শূন্যতা।
লোক দেখানো ব্যাস্ততার ভিড়ে বেমানান আমি,
রঙিন জীবনের ফানুসে তোমরা কত দামী।
চোখ বেঁধে সবাই খেলছে কানামাছি,
খেলা শেষে সেই একাই দাড়িয়ে আছি।
হিসাব করে দেখো জীবন মানেই একা,
লড়ছ তুমি সবার সাথে আসলে সবই ফাঁকা।।-
দাড়িয়ে ছিলাম সীমান্তে,
ফেলে স্মৃতি অনন্তে।
তুমি খুঁজছো সুখ,
পেয়েছো দুঃখের মুখ,
করেছো তাকে বিমুখ।
আলোর গুরুত্ব অন্ধকারে,
তবু লোকে যে যা বলে,
মুখ বুজে সে সহ্য করে।
মিথ্যার আশ্রয়ে তাকে দিচ্ছ ফাঁকি,
সত্যের আদলে আঁকছ ছবি,
দুঃখকে সুখ ভেবে কল্পনাতেই লিখছে কবি।।-