Bijayata Patra   (Bijayata Patra❤)
15 Followers · 3 Following

Joined 11 July 2017


Joined 11 July 2017
23 MAY AT 20:16

মনের কাঁচের দেওয়াল টা
ছিল বড়ই স্বাধের,
স্বচ্ছ ছিল আনাগোনা
লুকানো ছিল নিষেধ।
রাজপথে পায়চারি ভিড়ের
কৌতূহলী পথিক,
দেওয়ালে আঘাত ক্রমাগত
চিড় হানলো শেষে অধিক।
জোড়ার বড় নিপুনতাও
দেখিয়েছিলাম সেদিন,
জুড়লেও সেই দেওয়ালটা আর
নেই আগের মত এখন।
ঝাপসা এখন এপাড় ওপাড়
রিফুর বুননে ঢাকা,
আঘাতকারীই জানতে চায়
মনের তল না পাওয়ার কথা।
ঝড় জলের উপদ্রবে
ব্যস্ত এখন আমি,
কাঁচের দেওয়াল মেরামতে
ইটের দেওয়াল গড়ি ।।

-


18 APR AT 22:20

নিদ্রা আসেনা চোখে
হাজার ভাবনা বিনুনি বোনে
দুঃস্বপ্নের জগতে।
মনে হয় যেন
সূর্য ওঠেনি আঁধার ঘন
দম বন্ধ স্যাঁতসেঁতে,
গাছেরা ভুলেছে সস্তায় তার
নিঃশ্বাস বিলোতে।
মানুষ খুইয়েছে মানসিকতা
মুখোশও গেছে খসে,
সত্যিটা কে সত্যি ভাবলে
নিদ্রা আসেনা চোখে।
তবে রাতের শেষে আলোর শুরুতে
আমিও বাস করি
ভদ্রতার সার্কাসও রোজ
টিকিট কেটেই দেখি।
অভ্যস্ত ঢঙে যুদ্ধ করেও
আহত ঘোষণা হলে
আমি কেনো আর কেনই বা নয়
প্রশ্নের ভিড়ে নিদ্রা আসেনা চোখে ।।

-


1 MAY 2022 AT 1:38

যে আকাশ মনে রোদের পরে
মেঘ ঘনিয়ে আসে,
সেই মনেরই কালবৈশাখি
বৃষ্টি ভালোবাসে....
যে চোখের ভাষা, কাজল কালো
দৃষ্টি কঠিন মতন
ওই দুচোখই তো জানে আবার
স্বপ্ন দেখার যতন।
যার স্ববাভের খড়া জমি
মরুর সংজ্ঞা বলে
বৃষ্টি শেষে সেই স্বভাবেই
নতুন ফসল ফলে।
কঠিন কোমল দুই যার দোসর
তাকে বোঝাটা, গোলমেলে
তবে এমন একটা ব্যাক্তিত্বই
অর্পিতা হতে পারে।

-


21 NOV 2021 AT 3:17

এক মুহূর্তে শুরু করি
পরক্ষনেই ভাবি
বন্ধু নিয়ে লিখব আমি!
বন্ধু কি ? তাও কি আমি জানি?
বন্ধু বলে কাছে গিয়েছি যাদের
বিঁধেছে ভীষন ভাবে
রক্তাভ নয়, তবুও ক্ষতটা
টাটকাই রয়ে গেছে।
তাও তো সবাই বন্ধু বানায়
সবাই কি আর খাদে!
আমি হয়তো সমুদ্র প্রেমী,
তাই পাহাড়ে কুডাক ডাকে।
তবে,
সবাই যে বলে 'একা আমি'
তাহলে বন্ধু কার আছে!
বন্ধু থাকলে,
সবাই এত একা কেন বাঁচে?

-


3 JUL 2021 AT 10:05

৩ বছর আগে একটা গল্পটা লেখা শুরু হয়েছিল আজ শেষ এর দিকে..গল্পে বন্ধুত্বের শুরু থেকে শেষ আছে, অসংখ্য ভালোবাসা, কিছু কিছু অভিমান, কষ্ট, ঝগড়া, ভুল۔বোঝাবুঝিও যেমন আছে একসাথে বসে wall magazine বানানোর আনন্দও আছে....একাধিক বার পুরস্কার প্রাপ্তি আছে ,প্রচুর বদমাইশি আছে আর excursionকে picnicএ রূপান্তর করার জাদুও আছে ....
lockdown না থামালে হয়তো স্মৃতি গুলো আকাশ থেকে মহাকাশ সমান পৌছাতো..তবে সব পেলে নষ্ট জীবন ....
আশা করি আমাদের বিয়োগ গুলো ভবিষ্যতের মুখগুলোর ঝুলিতে যোগ হোক...যাতে গল্প লেখায় না পাওয়াটা কম পাওয়ার অংশেই ওরা page ভরাতে পারে

-


14 JUN 2021 AT 12:02

এই আগোছালো দিনে,
ছাদের এই মিষ্টি রোদটা
লিখে দিয়েছি
তোর অন্ধকারের নামেই,
অবাধ‍্য আমি
শুধু উঁকি মেরে যাই ,
রোদ আকাশে মেঘ জমলে সরাই।
সোনা কাঠি দিলাম ছুঁয়ে,
তোর না পাওয়ারই সবখানে
তুই সব পেয়েই আজ,
খুশি থাক
তোর প্রতি নিঃশ্বাসেরা
সুখ পাক ।
শেষ লাইনে একটাই
গোলাপ রেখে, দিলামই না হয়
শুকোতে নিক অগুনিতো সময়
তোর অপেক্ষার অবসান টানায়।।

-


23 APR 2021 AT 14:14

কত যুদ্ধই হল না লড়া
পিঠ বাঁচানোর তাড়ায়,
প্রশ্রয় দিলাম সেদিনই তাকে
পিঠে আঘাত করায় ।
শব্দের মালিক খোলা আকাশে
ছরি ঘোরাতে শেখে,
তীক্ষ্ণ ফলায় দক্ষ সুরে
অবান্তর কটূক্তিতে ।
আহত পিঠ, বাঁচাতে বাঁচাতে
দেওয়ালে যেই ঠেঁকে,
জং পড়ে যাওয়া মেরুদন্ডেও
নতুন পুলক জাগে ।
তবে ততদিনে ভিখারী প্রায়
খুইয়েছি ধন প্রচুর,
আত্মসম্মানের জমিদার শেষে,
এখন দিনমজুর ।।

-


10 SEP 2020 AT 14:42

When life feels monotonous,
fantasies your memories and,
have a 2min 3sec tour into it.
The bon voyage will rejuvenate you...
towards the rest of your
journey of life.

-


27 AUG 2020 AT 12:54

আরও একটা মনকে
নিজের মন বোঝানোর চেষ্টা করে চলি..
এই পরিশ্রমটা
নিজেকে নিজের মন বোঝাতে বসলে
হয়ত কিছুটা সময় বাঁচতো

-


19 AUG 2020 AT 0:25

বড় হওয়ার সাথে সাথে expectation গুলো এত বড় হয়ে গেছে যে খুশি,আনন্দ,সুখ গুলোও অনেক দামি হয়ে গেছে...
আর effort করতেই পারিনা..
নয়তো একদিন তো school-এ color dress পরার permission এই স্বর্গ সুখ পেতাম😊

-


Fetching Bijayata Patra Quotes