তুমি কারুর জন্য গান বাঁধো..
তুমি কারুর জন্য লেখো..
কারুর জন্য দেবদাস তুমি
আজও তেমন কাউকে লুকিয়ে
তোমার ঐ বুকে........
যাকে ওই ভাঙা খাঁচায় বেঁধে রাখো।।
পাখির মতো উড়ছে কথা
ডাক ঘরে পরে কত চিঠি
পাল ছিঁড়েছে সে প্রিয় নৌকা
আর তার আজও আকড়ে ধরো স্মৃতি।
সময়ের সাথে ডুব সাঁতারে
পার করেছো ভয়াল নদী
তুমিও এক আকাশ হতে
স্রোতের মাঝে না হারিয়ে..
সত্যি কেউ ভালোবাসতো যদি।।
-
যারা চিতায় মন পোড়ায় রোজ
তার ভস্ম এখনো.....
ছড়িয়ে শরীর জুড়ে
তাদেরও চাই সুন্দর মন
যার খোঁজ চলছে পৃথিবী জুড়ে।
কেরে নেওয়া প্রাণে হৃদস্পন্দন
এখনো খুঁজে মরে সে খুনি
মৃত মনেরা বলছে কানে
এ শ্মশান জুড়ে শুধু হাহাকার
আমরাও সে খুনি মনের মৃত্যুর দিনগুনি।।-
পিছন ফিরে দেখছি তবু
তোমায় আমি ডাকছি না
জানি মুহূর্তেরা স্মৃতিতে বাঁচে
এখানে সময় থেমে থাকছে না।
না চাইলেও বিদায় দিলাম
নুতন আসুক সে পথ ধরে
মহাকাল তুমি ফিরে যাও
নুতনের আহ্বান হোক জয় রথে।
দুঃখ ভুলে সবাই না হয়
হেসে উঠি আরো একবার
দুয়ারে নুতন এসে নাড়ছে করা
হাতে তার নতুন উপহার
পুরাতন তাই বিদায় তোমার
নতুন সাজে সাজুক নতুন ক্যালেন্ডার।।
-
ভেঙ্গে দেওয়া সময়ই
হোক শক্তি তোমার
আবার জীবন তরনী বাও
আঘাত যত হোক সে কঠিন
তুমি আবার ঘুরে দাঁড়াও।।-
আমার প্রিয়....
সেতো বন্ধু আমার
যে রাখে ব্যস্ত সময়েও ফাঁক
চাইলেই তাকে কাছে পাই
যাকে দিতে পারি
মন খারাপে হাঁক।
কথার মতো না থাক কথা
তবু ঠোঁট দুটো
যাকে বলছে অনর্গল
না বললেও সে নিচ্ছে বুঝে
এ চোখে থাকছে কখন জল।
আগুলের ফাঁকে জলের মতো
কত সময় যাচ্ছে চলে
চেনা মুখ কত অচেনা হয়
আরো নতুনের কৌতুহলে
শুধু বন্ধুর কাছে রাখছি জমা
জমা খরচের টুকিটাকি
সারা দুনিয়াকে হাসি বিলিয়ে
বন্ধুর কাছে দুঃখ জামা রাখি।।
-
দাবিদাবাহীন সম্পর্ক গুলোতে
কাউকে মনে পড়ে কথাটা প্রকাশ করাটাও
বড়ো অন্যায়,যেন চিৎকার করে বলে যাই
কই মনে নেই,আমার তো কিছুই মনে পড়ে না।।-
দামি পৃথিবীটার সব কিছুকে মূল্য দিতে দিতে আমরা নিজেরাই কখনো মূল্যহীন হয়ে যাই।দামিদের ভিড়ে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে নেওয়ার জন্য বড়ো ব্যস্ত হয়ে পরি নিজেরা।অচেনা কে ছুটে গিয়ে আসে পাশে কাছের মানুষকে আমরা ভুলে যাই ,কিন্তু একজন ভালো বন্ধু কখনো হারায়না জীবন থেকে ....তোমার সুখের সাথী সে না হলেও তোমার দুঃসময় বা অসময় অবশ্যই সে পাশে থাকবে।সে বন্ধু তোমার ভেজা দুচোখ মুছিয়ে এক মুঠো খুশি উপহার দেবে।সঠিক বন্ধুত্বে কোনো চাওয়া পাওয়া তো থাকে না।থেকে যায় শুধু পাশে থাকার বার্তা।
-
বনের হিংস্র বাঘের কপালে খাচ্ছি চুমু
রাস্তার পাগল কুকুরটার কাছ ঘেষে হেঁটে যাই
শুধু মানুষের ভিড়ে বড়ো ভয় হয়
ওরাই তো মন ভাঙার কারিগর
আস্ত শরীরখানা দিব্বি পরে থাকে
দক্ষ এক শিকারির মতো ওরা
শুধু হৃৎপৃন্ডটা উপরে নেয়।।
কলমে - বহ্নিশিখা✍️🔥
-
হারিয়েছো যত দূরে
যেন পাচ্ছি আরো কাছে
এক পৃথিবীতেই দুজনায় বাঁচি
শুধু আকাশ জোড়া চাঁদ তারাদের
আর দেখা হয়না এক সাথে।
তবু,কল্পনাতে মিশে আছো আজও
চাইলেই কাছে পাই
মনের জানলায় রোজ দেখা হয়ে যায়
শুধু স্পর্শেতেই তুমি নাই।।
-
এই যে পাশে আছি বলা মানুষের ভিড়ে
পাশ ফিরে একা লাগে ভারী
কথার কথায় ভেসে বেড়ায় মন
সত্যি আমরা কি কেউ কারুর
আঙ্গুল ছুঁতে পারি?
সবার মতো নিয়ম মেনে
আর হয় না মেশা ভিড়ে
কান্নার আজ কোনো শব্দ নেই
যন্ত্রনা ও তো দেখানো যায়না বুক চিরে।
বড়োর মতো শুধু দেখতে সবাই
শিশু মন রোজ ভাঙে বুক
মিথ্যে হাসির মাঝেই আড়াল করি
যত মন খারাপি অসুখ।।
-