BIHU official   (#Bহু)
211 Followers · 218 Following

the culinary arts by exclusive thoughts & handcrafted ideas
Joined 15 January 2018


the culinary arts by exclusive thoughts & handcrafted ideas
Joined 15 January 2018
18 OCT 2022 AT 18:25

প্রহসন!

দিনের শেষে নিদান দেয় ভাত
আর একশো ক্রোশ পেরলেই রাজপথ-
মিশে গেছে জাতপাত,
দোষ কেবল আমাদের রাত্রি যাপনের বেশে
জন্মেছি যে বোবা অপসংস্কৃতির দেশে;

হকের ঘরে খিল তুলে আজ রাজা নাচেন তুর্কি নাচন
শিক্ষা এখন আর কিছু নয় - আমরণ অনশন ।।।।।।।

-


17 OCT 2022 AT 19:29

নিঃশব্দেই!

ভালোবাসতে বাসতে পুড়ে গেছি রোজ
হ্যাঁ বলার অভ্যাস পেয়ে গেছে না বলার খোঁজ,
আত্মবিশ্বাসী তো সে জন ও হয় !
'তোর' নামে যাদের ফিরে গেছে সময়।

নিঃশব্দেই কিছু লোক আসলে মারা যায় -
শুধু কিছু কথা বলা হয়ে ওঠে না তাই ।।।

-


15 OCT 2022 AT 17:02

মিলে যায় সময়

চির অনুভব আসলে প্রতিটি মায়াময় ক্ষণ
মথলে সাগর অমৃত ওঠে, আমাদের স্মৃতি ময় যৌবন।।

-


14 OCT 2022 AT 8:03

আসলে প্রত্যেকের ভালোলাগার ভিন্ন ধরণ আছে, ভালোবাসারাও
ভালোবাসতে যদি বুঝতে কি ভাবে দিতে হয় পাহারা!

-


13 OCT 2022 AT 10:26

সুনামি

একটা সুযোগ থাকতো যদি-
হতাম তোর হৃদয় মাঝের সুপ্ত ফল্গু নদী
মিশে যেতো দুঃখ খুশির যতো কারণ বারণ -
যেমন সব সমান সমান
আজ কাব্য, প্রেম আর ঘুম
তুই আমার হৃদয় পারায় অশান্ত মরসুম ।

-


12 OCT 2022 AT 18:07

Life like Icecream
If don't try it immediately
Waste it parmanently!

-


10 OCT 2022 AT 19:18

বৃত্ত!

চুপকথারা ভীষণ শক্তিশালী
তোমার মতো প্রায়
নিত্যদিন ফাঁকিবাজি চোখের ইশারায়,
আসলে যেথায় স্বর্গ নরক একই হওয়ার ছিল
তোমার চোখের পলক আমায় অনেক কিছু শেখালো;
আমার দেখা ঔ যে সুখ তোমার ভালো থাকায়
একলা হবো চিরকাল চুপিচুপি দেখায়।

-


25 SEP 2022 AT 17:52

কন্যা.... আসলে কোনো নির্দিষ্ট রূপই নয়!
সাম্যবাদী দশ দিকে দশভূজার চিন্ময়ী প্রতিফলন।

-


24 SEP 2022 AT 9:28

কাব্য করার সুখ

আমাদের শহরেও দেদার স্বপ্ন বিক্রি হয়
ও যে কাঁঠাল পাতায় ছোলা ঘুগনি মুড়ি
যে কাশ ফুল শৈশবের দোলা দিয়ে যায়
সেই বানাবে সোনার ডালনা আর হীরের চচ্চড়ি!

আসলে আমরা কর্ম-সংস্কৃতি-মনস্ক খুব
সুযোগ পেলেই উদ্ভাবনী দিই ঢেলে
ঠুলির নিচে লজ্জা ঢাকে জগত সভায় শ্রেষ্ট আসন সুখ
কি এসে যায়, শিক্ষা যদি হয় আজ বাউন্ডুলে?

সেই খানে তে আমার ঘুড়ি ওড়ে
গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, রাজ্য ছেড়ে দেশে
উপচে পরা উন্নয়নের জোরে-
ওষ্ঠাগত, সব সংস্কৃতির মিলিত উপন্যাসের।।

-


22 SEP 2022 AT 13:24

বেহায়া!

তোমার মন অন্যের তোমাকে ভালোবাসতে নেই
না, শুচি সন্দেহ কৈফিয়ত কোনোটাই চাইছি না
বড্ড বেশি বেহায়া যে আমিই নিজেই!

নাই বা চাইলাম তোমাকে দেখার ঐকান্তিক ঐ চোখ
সন্তান সুখ সম সুখ চোখের কোণে না চাইতেই জল,
মাথার ঘাম পায়েই ফেলা যদি
চলতে চাওয়ার দুরন্ত শোক হয়
আমি আসলেই তোমাতেই বিহ্বল;

বেহায়া হওয়ার চরম সুখ ও বাঁচে
নিজের রাজ্যে অলিখিত সম্রাট!
আসলে তোমার চোখে কি সর্বনাশ আছে.......
তুমি বেহায়া বললে, আমি শুনলাম মহারাজ।।।

-


Fetching BIHU official Quotes