সে কি ঠিকানা বদলে ফেলেছে.......??
আর কেউ নেই দাড়িয়ে জানালায়.....!
আকাশ ক্রমশ ঢেকেছে.......;
বিষন্নতা আর বিষাক্ত ধোঁয়ায়...........:-
দেখবো তোমারে
মোর নীরব অহঙ্কারে
তুমি যে রয়েছ আপন হৃদয়ে
গানের অভিসারে
💔-
❤️..........কলকাতা..........❤️
প্রাণের শহর
ভালো লাগার শহর
ভালোবাসার শহর
স্বপ্ন দেখার শহর
স্বপ্ন ভাঙার শহর
ব্যাথার শহর
বহুকাল ধরে দেখিতেছি তোমায়
তবু মন নাহি ভরে মোর
একুশ বছরের নিস্তব্ধ ভালোবাসা
পরিত্যাক্ত হৃদয় আমার
তোমার প্রেমে বিভোর....!-
"আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে
..........তুমি রঙিন স্বপ্ন মাখা"
"তুমি আমার একটু ছোঁয়ায়
অনেক কিছু পাওয়া.........."
♥️-
সূর্য উঠুক সবার ঘরে
মুছিয়ে দিক অন্ধকার
ভালোবাসা আজ মৃত্যু টানে
বিশ্ব জুড়ে মহামারী আর হাহাকার-
IF YOU REALLY GET TO KNOW YOURSELF,
YOU WILL NEVER NEED ANYONE ELSE TO MAKE YOU FEEL HAPPY.....-
A Friend Who Understands Your Tears Is Much More Valuable Than A Lots Of Friends Who Only Know Your Smile..
-