Bidisha Nath   (The ink dork)
19 Followers · 7 Following

Writing frees my soul
Joined 20 July 2017


Writing frees my soul
Joined 20 July 2017
31 JAN 2022 AT 12:58

মন ছোট হওয়া শুরু হলে তাচ্ছিল্য আর ব্যঙ্গ করে মানুষ,কাছের লোককে, হ্যাঁ কাছের লোককেই! 😊😊— % &

-


24 JAN 2022 AT 2:20

একটা সময় মানুষ বাইরের দিকে থেকে দৃষ্টি সরিয়ে নিজের দিকে দৃষ্টি দেয়,বুঝতে শেখে, জানত শেখে কোন মানুষটা সত্যি, কোন উচ্ছাসটা সাজানো। নিজের আবেগ কোথায়, কতটা খরচ করবে সেটাও বোঝে। তাই একা বা শুধু নিজের কমফর্ট জোনে থাকতে ভাল লাগছে মানে ভিড় এড়িয়ে তুমি ফাইনালি নিজেকে গ্রহণ করে বাঁচতে চাইছ।মেকি সঙ্গ আর তোমার ভালো লাগছে না। কংগ্র্যাটস!তুমি বড় হয়ে গেছ।

-


19 JAN 2022 AT 0:28

ঠিক যতটা আপন ভাবলে সম্পর্ক টেকে, ততটা হয় আমরা নাহলে তারা,কোনো একপক্ষই ঠিক করে বুঝতে পারে না।
🖋️বিদিশা।

-


21 DEC 2021 AT 21:36

দোষ না করেও বারবার দোষের ভাগীদার হওয়া মানুষটাকে,"তোর সাথেই এমন হয়" বলে দেখুন একবার। বিশ্বজোড়া বিষণ্নতার হাসি লুকিয়ে থাকতে দেখবেন তার দুচোখে।
🙂

-


20 DEC 2021 AT 21:53

Stop yourself before becoming the third wheel in any kind of relationship.save yourself from that kind of hurt.

-


15 DEC 2021 AT 20:57

Kind people who don't always criticize others are better than a handful of intelligent, successful arrogants.

-


4 NOV 2021 AT 1:54

কিছু মানুষ না থাকাই ভালো,
দূরে গেলে দীর্ঘতর হয় ছায়া।
কেউ বলে ও এক তরফের প্রেম,
কেউ বলে ও স্রেফ আকন্ঠ এক মায়া।

-


21 OCT 2021 AT 13:33

ওরা বন্ধু বানায় কিন্তু বন্ধুত্ব রাখতে শেখে না

-


24 SEP 2021 AT 22:03

নকল যারা করে তারা প্রথম হয়না কোনদিনও।
সারা জীবন যাঁর নকল করে তাঁর পিছনেই পড়ে থাকে।

-


21 SEP 2021 AT 22:20

Once you can identify the false care, you become able in avoiding a great number of people.

-


Fetching Bidisha Nath Quotes