BIDHAN PAUL   (Vidaan)
483 Followers · 930 Following

Human Desert
Poet Bidhan Paul...
Joined 27 June 2019


Human Desert
Poet Bidhan Paul...
Joined 27 June 2019
1 JAN 2024 AT 1:01

÷÷÷নতুন সমাজ÷÷÷
লোকালয়,যানজট,মাথা জল করা সময়
সব আজ দূরের খামপোস্টে লেগে আছে
জমে আছে পিজের মতো ওই রাস্তার পাশে
যে রাস্তা এঁকেবেঁকে চলেছিল সমৃদ্ধির লক্ষ্যে।
এখন এগুলির নেই প্রয়োজন,নতুনের ডাকে
সারা দেবো,পোড়া পিজের দুর্গন্ধ চলে যাবে,
আবার তৈরি হবে নতুন রাস্তা,কাটা হবে মাটি
আবার সেই সমৃদ্ধির পথ হবে তৈরি কঠোর শ্রমে।
এই জীবন শেখাবে নবীনদের সততার সুফল
এই জীবনে হবে আরো শত শত অভিজ্ঞতার সমাবেশ
এরপর ফেলে আসা সুশ্রী শস্য বীজ বেড়ে উঠবে,
ছায়া দিতে,আলো দিতে,হাসি ফুটাতে দুঃখীদের মুখে।
এই তো প্রাপ্তি!
জীবনের আঁকা বাঁকা রেখায় আসা অগ্নি
নিভে যাবে আমাদের দাপটে
তৈরি হবে নতুন সমাজ-
যন্ত্রণাহীন,অভাবহীন,বিভেদহীন ।
****** বিধান পাল*****

-


9 OCT 2022 AT 22:17

এখন আর এই দিকটাতে কেউ আসেনা,
কেউ বসে সময়ে অসময়ে আড্ডা করে না ।
আসেনা শিশুরা স্নান করতে।
মায়েরা আসেনা ।
জন মানবহীন হয়ে গেল আজ এই দিকটা।
একদা এখানে খেলা করতো কিশোরের দল,
একদা এখানে জেলেরা করতো শিকার,
এই নদীর জলে মাছ।
আজ এখানে স্তব্ধতা ,ঝি ঝি পোকার ডাক।
অন্ধকার হয়ে রয় গাছের ডালে সদা সবসময়।
ব্যর্থরা এখানে পরে রয়েছে,
আকাশে তাঁদের কাটেনি মেঘ।
আরো অন্ধকার বেড়েছে জীবনে,
একটুও আলো পায়নি দেখ।
দেখ ! এখানে বন্ধু নেই,
মায়ার বাঁধন সরেছে বহু আগে।
খেলা গিয়েছে,গিয়েছে কৈশোর,
সময় হয়েছে ছুটির ।

-


17 OCT 2021 AT 21:17

তুই কি নিয়ে রাগ করিস একবার বুঝে দেখ ?
কি কারণে দুঃখের পাল তুলিস একবার খুঁজে দেখ ?
কার সাথে তোর খুব মিলে দেখে নিস একটু ?
কার সাথে হয় অমিল জেনে নিস তো ?
কেন এতো রাগ তোর কথায় কথায় ?
কি জন্যে আমাকে মারিস ব্যথায় ব্যথায় ?
শুন্যে তুই তুলিসনা পাল, বসে খালি আকাশে নীচে ?
তুই শুধু আমাকে দেখিস তোর আগে বা পিছে ।
জীবনে বহু সমস্যা থাকে ,তোর আমাতে কেন রবেনা,
আমি সইতে পারি তোর জ্বালা ,তোর কেনো সইবেনা ?
এই জীবনে অনেক কিছু সমাধানহীন থেকে যায় ?
কেউ হয় বিজয়ী কেউ পরাজয়ে রাজুক্ত হারায় ।
তুই বিষাদে ফেলিসনা পা খানিক নির্দ্বিধায়,
যতনে ভাবিস আমার কথাগুলি উন্নত মাথায় ।
-Vidaan


-


14 MAY 2021 AT 20:56

বাতাসে বিষ মাখা বাদলা দিনে আজ
আশাগুলি শুধুই চায় পরিবর্তিত হতে
সময়ে সময়ে এই দিন দিয়ে নবীন সাজ
বুকের সুখ বাঁধে ওই নীল দিগন্তে

-


27 APR 2021 AT 22:25

আজ কেন পাখির গান বিশ্ৰীকটু লাগে
আজ কেন পাহাড় প্রমান বাঁধা বেঁধে রাখে

-Vidaan

-


16 APR 2021 AT 22:35

এই ছেলেটি...
হেঁটেছিলো বহুদূর পথ,
বহুদিন...
থেকেছিলো বিস্মিত নীরব ।
একদিন...
সেই পথে হয়েছিল বৃষ্টি,
ভিজেছিলো শরীর...
তবে হয়েছিল সৃষ্টি,
অনেক শরীরের।
সেই জলে...
ভরা আশার পথে--
গ্রামের কোলে...
শহরের খ্যাতনামা গলিতে,
কার ভাগ্য গড়েছিল সে,
সময়ের গতে
জানা হয়নি ! Vidaan

-


7 APR 2021 AT 23:44

সত্যি হউক স্বপ্নগুলি
মনের বিস্বাদ ঝেড়ে

।।।।।।।

-


31 MAR 2021 AT 0:11

বসন্ত এসেছে পাতায় পাতায় ,দেশ হয়েছে রঙিন ,
বসন্তে সবাইর প্রানের দ্বার আনন্দে বিলীন ।
বসন্ত যখন কথা কহে ,পাখির গানেতে উচ্চ স্বরে
এতক্ষনে সব পুরান পত্র শেষ হয়ে ঝরে পড়ে ।
বসন্তে আসে নতুন ডাক আঁধারের বেলাতে ,
বসন্ত শিশুতে সুপ্ত থাকে ,দেখা যায় তাঁর খেলাতে ।
বসন্ত রাস্তার পার্শে আসে ,গরীব মানুষের ঘরে
বেদনার ফানুসের ছোবলে সে যে হয় মরমরে ।
সবাই যখন হর্ষ মেখে বসন্তে শোরগোল করে ,
কোনো এক তিক্ততা ওই ছেলেটির নেয় ঘুম কেড়ে ।
এই পৃথিবীতে সবার জীবনে বসন্ত আসে , জানো ?
তাকে রাখতে সদাই জীবন্ত ,আঘাত কাউকে না হানো ।
-Vidaan

-


26 MAR 2021 AT 16:59

কাটে সময় একা এই অশরীরী রাতে





-Vidaan

-


26 MAR 2021 AT 15:58

সব দরজা হলো বন্ধ জেনেছিলাম সেদিন
ছিলাম আঁধার ঘরে
তবুও বাঁচতে ইচ্ছা জাগিয়ে ফেলেছিলাম পা
পেয়েছি পথ পেয়েছি আলো
মুছে গেলো প্রতিবন্ধকতা ।
সব আকাশ থেকেছে কালো
এক দিকেতে শুধু আশা
জেগেছে তাই ,গিয়েছি এগিয়ে
শেষ হলো ওই সর্বনাশা
আগামী যা অতীত থেকে এসেছে তেড়ে
করতে শেষ আমার গা।
সব শক্তি লাগিয়ে দিয়েছি
সব খুশিকে রেখেছি বাজি
সব হাহাকার একসাথে মিশে
আক্রমণ করতে এলো সাজি
-Vidaan

-


Fetching BIDHAN PAUL Quotes