Death
-
আগে লিখতাম শখে..... এখন লিখি দুঃখে 😢😢😢
সহজ ... read more
ফিরে আয়
একি যন্ত্রনা, একি উচাটন, একি অভিশাপ!
পারি না ভুলতে,
চোখের জল চোখেই শুকোই দিই না ঝরতে
পাছে ভয়,
দেখে ফেলে শিশু কন্যাদ্বয়।
ফিরে আয়,
পারি না আর মিথ্যে ভালো থাকতে
অবুঝ শিশু জিগাই মা'রে..বাবা কোথায় বল!
বাবা যে তোর হয়েছে ঠাকুর মা করে ছল,
তবে আমি কবে হব ঠাকুর মা তুই বল?
ঝরে অশ্রুধারা
খেলছি লুকোচুরি
বেঁচে নেই মোরা।
একি যন্ত্রনা, একি শাস্তি, একি অভিশাপ!
সাজিয়ে গেলি ফুলের বাগান
নেই শুধু "গোলাপ"
হয়ত এভাবেই নিঃস্ব হবে জগৎ সংসার কাল
কার অনুপস্থিতি কে মেটাবে কে ধরবে হাল?
-
বাবার জন্য দু' লাইনে লেখা গল্প.....
এ যে অসম্ভব কে সম্ভব করা,জায়গা ও পরবে অল্প!-
আকাশ পথে হল দেখা, তুমি -আমি ,আমি একা
শরৎ মেঘে ধাক্কা খাওয়া,অনুভূতির গায়ে ছ্যাঁকা
অশ্রুধারায় ভিঝছি আমি রাত্রিদিন- বলছো তুমি পাগল আমি এটাই তো বৃষ্টি -দিন।।-
এত পরেও অবুঝ মন যে অপেক্ষারত হয়
বন্ধ দুয়ার খুলছি আজি ফিরবে সে নিশ্চয়ই।।-
যত আলো সাজাই আজও তুমি আসবে বলে
করি অপেক্ষা ..........মনের জানালা খুলে
জানি তুমি আসবে না আর.......ফিরে
যত আলো সাজাই আজওদেখবে নাকো ঘুরে
ব্যর্থ হয় সব......কেও বলে না মিথ্যা সত্যি
মৃত্যু এক গুজব।-
দাদার প্রতি........
(সত্য ঘটনা অবলম্বনে)
সেদিনই সে শেষ সূর্য ওঠা দেখেছিল, সূর্যাস্ত দেখে যেতে পারে নি, তার আগেই সে নিজে ওস্তাচলে গেছিল। এই মায়ার সংসার ফেলে।
হ্যাঁ মায়া.......
"জগৎ সংসার ভ্রান্ত জেনো সবই এক মায়া
বর্তমানেই বেঁচে থাকো অতীত শুধুই ছায়া।।"
স্বপ্ন দেখেছিলো সে.. এক সুন্দর পৃথিবীর,যেখানে আত্মিক বন্ধনে সকলে আবদ্ধ থাকবে, স্নেহ মায়া মমতা ভালোবাসা
হবে উপজীব্য। হিংসা দ্বেষ অহঙ্কার নেবে ছুটি। সপ্ন তার পূরন হয়নি... তার আগেই সে ছুটি নিয়ে চলে গেলো না ফেরার দেশে।
নির্লজ্জ রেষারেষি তে মেতে উঠেছিল দুই অবাধ্য চালক.... গগনভেদি চিৎকার করে গর্জে উঠেছিল সে। অজানা উন্মক্ত লালসাই
মেতে ওঠা চালক কর্ণপাত করেনি, চলে গেলো একটি তাজা প্রাণ.... রেখো গেলো শুধু
বাবা, মা ,বৌ ,শিশু কন্যা, ভাই (আমি),তার ছিন্নবিন্ন শরীর. ....... আর অপূর্ন স্বপ্ন।
"থাকিস ভালো ,হোক সকল স্বপ্ন পূরন তোর
কাটুক সকল মনের আধার, আসুক ফিরে নতুন ভোর"।।
-
আগলে নেওয়ার ঠিকানা নেই
যাওয়ার সে তো যাবে চলে
ফিরতি পথে আসে ও যদি
রেখো তোমার আঁচল তলে
মান অভিমান সকল ভুলে
নিও তোমার কোলে তুলে
এমন শান্তি কোথায় পাবে
বলুক এসে ভুবন ঘুরে
দিও ক্ষমা তাকে করে
ও যে মা তোমারই ছেলে ।।-