ধুয়ে গেলে কাজল
তবু যায় না তোমাকে দেখার স্মৃতি
আমি চোখে চোখেই লিখি অনুভুতির কাব্য
যেন প্রথম প্রেমের চিঠি-
No one will be there for you. Brace yourself. Please save yourself. Please.Don't be so harsh on you. You are doing the best that you can do for you and your family. Honey please relax. Your love of life is not going to solve your all problems. Oneday he/she/they will be pissed off about your problems. You are responsible for your activities.
Please be gentle on you. If people are judging you let them Judge. Your hard work will pay you one day.
Marriage is not the solution of your problems. You can get tangled into many other problems too. PLEASE FOR GOD SAKE DON'T BEG TO SOMEONE TO MARRY YOU. MAKE THAT POSITION WHICH CAN NOT BE REPLACED..... DON'T GIVE ANYONE THE CHANCE TO TELL YOU THAT ' YOU ARE SICK'
LET EVERYONE CHASE YOU. STOP CHASING.
PLEASE STOP CHASING.
1. DO WHATEVER YOU LOVE TO DO.
----> YOU CAN LEARN GUITAR, YOU EARN MONEY AND YOU DESERVE TO SPEND THAT ON YOU.
2. READ BOOKS.
3. BUY CLOTHES.
4. LOVE YOUR MOM AND DAD.-
একদিন এসো তুমুল ঝগড়ায়
ভীষণ রকম প্রেমে
গল্প তুলো নকশী কাঁথায়
সখের সেলাই ফ্রেমে
একদিন এসো গুমোট সন্ধ্যায়
তাপদাহে খুব ঘেমে
ঘর সাজাবো আলোক সজ্জায়
আঁধারটা এলে নেমে
একদিন এসো বন্ধ দরজায়
খুব করে কড়া নেড়ে
দরজা খুলে আমি হাসি লজ্জায়
স্পন্দনটুক যাক বেড়ে
একদিন এসো যদি মন চায়
হোক না তা অপ্রেমে
শঙ্কা তোমার সব হোক অসহায়
বৃষ্টি হোক থেমে থেমে
-
মহারানী হেমন্ত কুমারী অথবা হয়ে ঠাকুরের হেম
হাত দু'টি গুটিয়ে আমি
নিয়ে খানিক বিব্রত প্রেম
মুখ তুলে পারিনি চাইতে
বলিনি কি চাই আমি
মিঠে সুর পারিনি গাইতে
জানে শুধু অন্তর্যামী
ভালোবাসি বলে ফেলি যদি
যদি তুমি ফিরিয়ে তা দাও
অথবা হেসে হও কুটিকুটি
প্রেমবাহিকায় ভেসে চলে যাও
নাথ বলে ডাকি নাকি সুখপাখি?
ভিক্ষে চাইবো নাকি অধিকার
যতক্ষণ এই শ্বাস আছে বাকি
প্রেমটুকু আমি জানি নিরাকার-
আকাশে খুব মেঘ জমেছে
ক্ষনিক পরে ঝরবে বারি...
ভাব জমলে মেঘের সাথে
সবার সাথে করব আড়ি...
আলিঙ্গনে ভিজবো দুজন
ভিজবে যে তার গায়ের শাড়ি
মনের মাঝে হাজার কথা
সব কথা কি বলতে পারি!
------------------------------
সব কথারা ঘুমিয়ে গেলে
চুপটি করে চোখটা মুছি
সেই বর্ষায় শেষ বার এলে
সেই দুঃখ কেমনে ঘুচি?
যাবার বেলায় কেউ বলেনি
এই ছিল শেষ তোমায় দেখা
বোবা আর্তনাদ কেউ শোনেনি
করেছিলো যা হাতের রেখা-
তোমাকে ছুঁতে চাইবার সাধ
কুড়ে কুড়ে খায় আমার হৃদ প্রকোষ্ঠ
ক্লান্ত শরীর খোঁজে মাথা ছোঁয়াবার কাঁধ
জানো পাতা ঝরা গাছের ঝরে যাবার কি কষ্ট?
মিথ্যেগুলো ভীষণ মিঠে
বারবার তবু পড়তে থাকি
প্রেম নাকি ছিল অক্ষর পিঠে
চিঠিগুলো আজো যত্নে রাখি
এখনো আঙুলে আঙুল ছুঁয়ে
ছুয়ে আমার কেশভাগ
প্রেম কিছু গেছে রয়ে
গেছে রয়ে অনুরাগ
-
সাদাকালো এ সংসারে
যন্ত্র কঠিন এ অন্তরে
অমন ভাবে,কেমন করে
তুমি আবির ছোঁয়া দিলে
বুকের জমিন তার দখলে
হৃদয় ভরা ফুল-বকুলে
এই তো সেজন
যে জন বুকে বাড়ছে তিলে তিলে
----- বিজয়ী
৬/২/১৯-
যেটুকু ঝড়া পাতা লুটিয়ে পড়ে
ছুঁয়ে তোমার চরণস্থল
সেখানেই থাকি ছোট্ট ঘরে
লুকিয়ে খানিক অশ্রুজল
চোখ বুজে ভাবি এই বুঝি শেষ
এত করে আর চাইবো না
অভিমান বলে এই আছি বেশ
অমন করে আর ডাকবো না
তবু কেন আমি পিছু ফিরে চাই
যেমনটা একলা চাতক
জোছনাকে চেয়ে একই গান গায়
প্রেমটাই বুঝি নিরব ঘাতক-
ভেঙে গেছে পাঁজর
টুকরো গুলো খুঁজি
ভিজে ওঠে কাজল
আমি ঠিকই বুঝি
প্রহশনে মোড়া প্রেম
ধুপের ধোঁয়া হৃদয়ে
ধুলো জমা ছবি-ফ্রেম
দেয়া শেষ বিদায়ে
নিরবেই মরে যায়
অসুখী কিছু চিৎকার
না এসেই ফিরে যায়
অন্তর্দহন আর ধিক্কার
কেউ কাঁদে ব্যথা পেয়ে
কেউ আর কাঁদেই না
কারো ব্যথা গেছে সয়ে
কারো ব্যথা সারেই না।-