যারা বন্ধু হয়েছিল তাদের ছোঁয়াগুলো সব অন্য।
মনের গভীরে দাগ কেটে যায়,অনুভূতিরা অনন্য।-
মরসুমি সাজে, ছাইরঙা দিন, সামান্য অবাধ্যতা।
বুকের ভেতর রিমঝিম সুর,শুধু তো তোরই কথা।
-
সকাল লেখা আলো, আকাশ ভরা রামধনু তে,
প্রেমিক মন জ্বলে যায়, পুড়ে যাওয়া ভালোবাসাতে।-
নতুন সকাল লিখি,গুছিয়ে রাখি বুকের দেরাজ খুলে।
সেটুক নিয়েই ভাসবো নির্ভয়,ভরসা থাকুক বিবর্ণ মাস্তুলে।-
চলেই যাবে, যেমন যায় প্রতিবারই পুরনো বছর।
কিছু স্মৃতি রেখে, কিছু আশা দিয়ে চলে জীবন সফর।-
আর যে নামেই ডাকি এই জীবনে বা স্বপনে।
কস্তুরি মৃগ তুমি আজীবন মম মনচোরা মনে।-
সেই তো ফিরলে আলোর অভিমুখে, চেনা দরজায়।
খুলে দেখো কান্নার জলের জং ধরেছে মন কব্জায়।-
তুমি তার ভালো নাই বা চাও, সে তোমার ভাল চায় রোজ।
কারণ ঘৃণার যন্ত্রণা থেকে ভালোবাসা অনেক বেশী সহজ।
-
সময় দাও ভালবাসা, ভিজবো শুধু অনর্গল।
প্রেম সাঁতারে একডুবে, আনবো তুলে শতদল।
-
সারাদিনের মালিন্য হারায়, রুক্ষ পথের বাঁকে।
তোমার শ্রাবণের ছোঁয়া আমার অঙ্গে যদি থাকে।-