ভোরের ট্রেন 🔰  
968 Followers · 1.9k Following

অপেক্ষায় আছি.......
Joined 10 March 2019


অপেক্ষায় আছি.......
Joined 10 March 2019

শেষটা সুন্দর হলো না .....

-



তাহাদের ছয় বছরের চুক্তি সমাপ্তির এক বছর শেষ হলো আজ। সুযোগ থাকা সত্তেও এই এক বছরে নতুন চুক্তিতে আসেনি বা আসার চেষ্টাও করেনি দুজনের কেউই।এখন তাহারা কেমন আছে জানাও হয়তো নেই দুজনেরই । কত কথায়ই না হয়েছিলো তাহাদের তবুও হারিয়ে যেতেই হলো । আহ!

-



যখন তুমি খুব দুঃখে থাক
মিথ্যা করে আমায় বলো
তুমি ভালো আছো
অথচ তুমি ভালো নেই।

-



সন্ধ্যার দিগন্তে উড়ো ফানুস
আলোর চোয়ালে ছাইদানী,
অপেক্ষার শহর, সঙ্গী প্রহর
এসে দাঁড়িয়েছে কেউ? কি জানি!

-



শতবর্ষে আমার যে প্রেম মধুরে অম্বিত,
সেই আজ আনন্দরুপে রঙে রঙে বিম্বিত।
কুসুমের মাসে দেখা হলো তোমার সকাশে,
পরম পিপাসা আমায় জাগায় অবকাশে।।

-



তোমায় একটা কথা বলার ছিল
খুব ছোট্ট একটা কথা
যে কথার গভীরতা
হয়তো তোমার জানা নেই

-



আজকাল খুব বুঝতাছি যা কস্ট দিয়েছি তোমায় 😔
ভীষণ আশ্চর্য হই এখন
কতটা কস্ট এবং অবহেলা হজম করতে হয়েছে তোমার।

-



তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন
আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল।
পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে
গেছে।

-



সময়ের সাথে সাথে কত কিছুই তো মন থেকে মুছে ফেলেছি বা মুছে গেছে। কিন্তু ওর স্মৃতিগুলো কেন মুছে যায়না .....
কেন আমি এখনো ......😔

-



ভীষণ প্রিয় একটি কবিতা।

-


Fetching ভোরের ট্রেন 🔰 Quotes