ভিনদেশী তারা   (A. H@lim)
21 Followers · 13 Following

Joined 16 August 2019


Joined 16 August 2019

কাউকে ভালোবাসলে তাকে নিজের সম্পূর্ণ টুকু দিয়ে ভালোবাসা উচিত। আজকে অনেক ভালোবাসি, কালকে অল্প ভালোবাসি, অন্য দিন পুরানো কোন স্মৃতিকে জীবন্ত করে কেঁদে ভাসানো। আর, আর একদিন তোমাকে ভালোবাসি কিন্তু তাকে আমি কোনোভাবেই ভুলতে পারছিনা। এই অদ্ভুত বাস্তবতার মধ্যে সত্যটাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই সব থেকে উত্তম সত্য মিথ্যা কিছুই না খোজা। এই অভিনয় মঞ্চে অভিনেতার থেকে দর্শক হওয়াই উত্তম।

-



কিছু প্রশ্নের হাজারো উত্তর, তারমধ্যে নীরবতা সব থেকে ভালো। ভালো-খারাপ, ঠিক-ভুল এগুলো বোঝার অনুভূতি সবার মধ্যেই থাকে। কাউকে নতুন করে কিছু বোঝানো ধৈর্য আর নেই।

-



তোমরা কালো পদ্ম লেখো
আমরা লিখব লাল গোলাপ
তোমরা জমিনে জুলুম লেখো
আকাশে লেখা হবে বিপ্লব
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে।


আমির আজিজ

-



Always remember Allah is Watching me.

-



সমস্ত হৃদয় দখল করা যায় না। কিছু হৃদয় জয় করতে হয়।

-



সবাই গায়ের রং খোঁজে মনের রং তাই পরাজিত।

-



হ্যাপি থাকাটা সম্পূর্ণ নিজের কাছে। ভালো সময় কখনো নিজে থেকে আমাদের কাছে আসবে না। আমরা যে পরিস্থিতিতে থাকি না কেনো তার মধ্যে আনন্দ খুজে নিতে হবে। ভালো থাকাটা একটা Art... আর যে কোন Art আপনিতে আসেনা সাধনা করতে হয়।

-



My love

-



ভালোবাসা বেঁচে থাক অনুভূতিতে, বেঁচে থাক স্মৃতিতে। থাকনা অসম্পূর্ণ। পূর্ণতা নাইবা পেলো তোমার স্পর্শে। তবে তুমি ভালো থাকো। পূর্ণতা পাক তোমার ভালোবাসা প্রতি শিরা উপশিরা তে। আর অপূর্ণতা তে পরিপূর্ণ হোক আমার প্রতিটি কলা কোষে।।

-



ক্ষমা আমি অনেক আগেই করে দিয়েছি কতটা সহজেই। একই রকম ভাবে আমি ক্ষমা চাই পাহাড় সমান স্মৃতির কাছে যেগুলো প্রতি মূহুর্তে বুকে কাটা ফুটিয়ে চলেছে। দাও না ক্ষমা করে।।

-


Fetching ভিনদেশী তারা Quotes