যে সয়েছে সেই শুধু জানে, বয়ে গেছে কত কী!
-
বুকের ভেতর নৌকা টলমল
বুকের ভেতর উপচে যাচ্ছে ঢেউ ,
বুকের ভেতর বিরান আনাগোনায়
বুকের ভেতর থমকে যাচ্ছে কেউ !
বুকের ভেতর থমকে থাকা কেউ
বাঁচতে চেয়ে ঝাপটায় তার ডানা,
ছেঁড়া পালক, রক্তভেজা তাকেও
আগলে রাখে মনের পশমিনা ।
আগলে রাখা মনের পশমিনা
আড়াল রাখে ভেজা সবুজ তাকে ,
শীতের হিমে পুনর্জন্ম পেলে
পিঠের ওপর নীল কুয়াশা আঁকে !
-
সে ভুলে গেছে সব ।
সে গুছিয়ে নিয়েছে সেই কবে
তার সব একান্ত ব্যক্তিগত যত...
বেছে বেছে তুলে নিয়ে গেছে বেঁচে থাকা গুলো সন্তর্পনে।
ভুলে গেছে সে। কিংবা এই মুহূর্তে ভুলে গেল কোনো নেশাতুর ছোঁয়ায় ....
অদূরেই শ্যামাপোকার জহরব্রত আর আলোর আদর একাকার হয়েছে নীল রঙে...
সাদা পেঁচা ঝাপটায় তার ডানা ,
সে এসে লাশ ঘেঁটে তুলে নিল আলোটুকু শুধু
সে এসে লাশ ঘেঁটে ভুলে গেল ভালোবাসা নিতে।।
-
খুঁজে পাবোই তোমায় ঠিক
আমি আবার আসবো জানি
সেদিনও তুমি দ্বাদশীর চাঁদ,
আর
আমি সেই তারা, অভিমানী।🌼-
লাস্যময়তায় ডুবে যাও তুমি
শঙ্খচিল ছুঁয়ে যাবে তীর,
সাগরফেনায় আঁশটে প্রেমের ঘ্রাণ
নষ্ট আমি : আমার নষ্টনীড় !
শঙ্খচিল ঝাপটায় তার ডানা
সূর্যাস্ত বিরহ হয়ে ঝ'রে
জলের ছিটেয় আঁস্তাকুড়ের গানে
নীল দুঃখ বকুল হয়ে মরে...
শুকনো বকুল হারিয়ে ফেলে রঙ
আত্মঘাতী সকল সুখস্মৃতি
বিস্মরনের আবিরে মাখামাখি
মৃত বকুলের কবর রাতারাতি।
-
একটা মানুষ।
একজন ভয়ঙ্কর একলা মানুষ।
সে ভুলে গেছে শেষ কবে ভালোবেসেছে !
কোন সহস্রাব্দে কোনো এক মানুষী তার পোড়া কপালে চুমু এঁকেছিল, ভুলে গেছে সে ।
একঘেয়ে বিছানার চাদরে সিগারেটের টানে ত্রস্ত মন
আর পুরোনো জখমে মিথ্যের প্রলেপ দিতে গিয়ে কালপুরুষ খোঁজার বৃথা চেষ্টায় ক্লান্তির ঘুম দেয় সে!
অবচেতনে স্বপ্ন আসে তার―
সুসুপ্তির অধিকার আর
অচেতনের ভারের লড়াইয়ে জিতে যায় সে!
ছায়াপথ ধরে কোনো নারী আসে।
কখনো দেবী-সাজে, কখনো বা মেয়ে!
শেষমেশ সেই স্ত্রী!
নীল আলো যার কাছে ফিকে হয়ে যায়
শতাব্দী প্রাচীন আতরের গন্ধে অন্ধ হয় চোখ!
আঙ্গুল খুঁজে নেয় সুপরিচিত স্পর্শ ,
আর তার বেয়াদপ ভালোবাসা
শালীনতা মেখে হরিণ শিশুর মতো মুখ গুঁজে দেয় বুকে, আকন্ঠ টেনে নেয় সেই সুঘ্রাণ
আর, গর্ভে এঁকে দেয় মেঘ― অবিরাম আদরে ...
-
🌼🌼🌼🌼🌼🌼
কিছু চরিত্রের সাথে হঠাৎ-ই আলাপ হয়ে যায়, পরিচিত হয়ে যায়, বড়ো বেশি আপনার হয়ে যায় হঠাৎ আসা বেড়ালছানার মতো।
প্রথম থেকেই বড্ড বেশি ন্যাওটা হয়, তিতিবিরক্ত হয়ে দূরে সরাতে গেলে আরও গা ঘেঁষে বসে, পায়ে পায়ে ঘোরে। তারপর যখন পেটির মাছটা , মুড়োর কাঁটাটা আলাদা করে তুলে রাখার অভ্যেস শুরু হয়, ঘড়ির কাঁটায় অপেক্ষা শুরু হয়, কাছে টেনে আদর করার অত্যাচার শুরু হয়― ঠিক তখনই সে ধাঁ করে উধাও হয়ে যায়।
ঘড়ির কাঁটা থেমে থাকে, পেটির মাছ পড়ে থাকে, গলা ভাত আরও গলে যায়, আদরে আদর জমে পুরু সর পড়ে যায়, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয় কিন্তু সে আর আসেনা ―
তার অভ্যেসটুকু রয়ে যায়।
-
সম্পাদক সমীপেষু,
আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ, বলা যেতে পারে অত্যন্ত সাধারণ একটি মেয়ে। রোজ দেখি আপনাদের বাস্তবতায় ফুটে ওঠে দৈনন্দিন জীবনের কত ছোট-বড়ো ঘটনাই। তার মধ্যে অন্যতম, ক্রমহ্রাসমান টাকার দামের আলোচনা । আপনারা সবাই বিজ্ঞ ।
তবু বলি, কমতে থাকা টাকার দামের পাশাপাশি যদি কমতে থাকা কথার দামের পর্যালোচনাটিও এভাবে প্রকাশ্যে আনেন তাহলে অপ্রেমে মরে যাওয়া মানুষের সংখ্যাটিও আয়ত্তে আনা সম্ভব হতো।
আশা করি বিবেচনা করে দেখবেন। কারণ শুনেছি, খাবারের অভাবে মানুষ মরেনা , ভালোবাসার অভাবে মরে।
ইতি
জীবাশ্ম হয়ে যাওয়া একজন ।
২/০৫/২০২১
-
ভিতর থেকে একা মানুষরা বড্ড বেহায়া হয়।
কোথাও একটু আশকারা পেলেই মাথায় উঠে বসে,
ভিতরের বাহাত্তরের বৃদ্ধাটাও বাইশের তারুণ্য পায়।-