Bhaskar Sarkar  
258 Followers · 83 Following

Joined 23 May 2018


Joined 23 May 2018
9 APR AT 1:55

ব্যাপ্তি নেই হতাশার, নেই কিছু চাইবারও।
সূর্যমুখী ভালোবাসেনি সূর্যকে,
শুধু চেয়ে থেকেছে আরও।

-


30 JAN 2023 AT 17:56

-


26 JUL 2019 AT 17:33

ফ্যাকাসে মুহূর্ত গুলো রঙধনু এর ছোঁয়া পাক,
ছোঁয়া পাক আমার আঙুলের ফাঁকে তোর আঙুলের স্পর্শ।
নিঃসঙ্গ পথ চলার সঙ্গী হয়ে আসিস এক কাকভোরে,
দুজনে হেটে পাড়ি দেব কয়েক কোটি আলোকবর্ষ।

-


2 JUN 2019 AT 10:51

চাতক শহরও শেষমেশ মেঘ পেল,
আর ভালোবাসা মিশলো মাটির সোঁদা গন্ধে।
কিছুক্ষনের জন্য সব সমস্যা দূরে রেখে,
চল না দুজন প্রেমে পড়ি নিজস্বতার ছন্দে।

-


23 JUL 2018 AT 0:54

দামী পেন্সিলে প্রিয়জনের ছবি আঁকা হয় বার বার,
তখনও মুগ্ধস্বভাবা তাই বুঝতে পারিনি
সব কিছু মুছে দেবার ক্ষমতা রাখে সস্তার ইরেজার।

-


17 FEB 2021 AT 18:45

Maybe you don't really mean to them the way they are to you.

-


8 JAN 2021 AT 2:02

কাছের যারা আছে মনের কাছেই,
মুঠোফোনে ম্যাসেজ শুধু বাড়ে।
সেই তো আবার চেনা পথের শেষে,
একলা বিকেল কাটাই বিলের ধারে।

ডায়েরি টাও যেন বলল সেদিন ডেকে,
কাছের হলেও আশা রাখ অল্প।
দিনের শেষে কেউ কারো নয়,
নিজের কাছেই নিজের বাঁচার গল্প।

-


16 DEC 2020 AT 0:39

life gives good vibes




It's hard to survive

-


28 MAR 2020 AT 4:10

ভীষণ কোনো ঝড়ের আগে
ঠিক এমনই শান্ত লাগে সবটা।
প্রকৃতিও বেশ ভালোই বোঝে
বদলা নেবার হিসেবটা।

-


26 FEB 2020 AT 3:11

ভিতর ভিতর মেঘ জমে শুধু
আদতে বলতে কিছু পারি না।
নির্বিকার শূন্যতাই আগলে রাখি
বাইরের মতো বৃষ্টি কেন হয় না ?

-


Fetching Bhaskar Sarkar Quotes