Bhaskar Paul   (ভাস্কর পাল)
36 Followers · 6 Following

read more
Joined 21 June 2022


read more
Joined 21 June 2022
31 DEC 2022 AT 18:25

-


31 DEC 2022 AT 18:17

আমার শহর
ভাস্কর পাল

আমার শহর বড্ডো শান্ত
কলরব যায় না শোনা,
আমার শহর সুস্থ সবল
বাতাসে মেশেনি ধোঁয়া।

আমার শহর শব্দহীন
মনুষ্যর কানে বধিরতা,
আমার শহর বড্ডো লাজুক
মুখে নেই কথ্য ভাষা।

আমার শহরেও সন্ধ্যে নামে
সূর্যি অস্ত গেলে-
চাঁদ ওঠেনা মোর শহরে
অমাবস্যায় থাকে ছেয়ে।

আমার শহরে আসা নিষেধ
নেই অক্সিজেনের হিসেব-
আমার শহর আমার কাছে
অমূল্য এক প্রদেশ।।

-


31 DEC 2022 AT 18:07

কোকিলের কুহু
ভাস্কর পাল

বসন্ত আজ প্রকাশ পায় না
এই শহরের বুকে,
কোকিলের সেই কুহু তানটা
আজ হারিয়ে গেছে।

বসন্ত আনে রঙের ছোঁয়া
রঙিন করতে ভুবন,
কোকিলের সেই কুহু কুহু গান
বসন্তকে জানায় আহ্বান।

শহরে আজ যায় না শোনা
কোকিলের কলরব,
অনেকেই আজ ভুলেছে তাই
বসন্তের কোকিল রাজ।

গ্রাম্য মাঝে আজও আছে
কোকিলের সেই শোভা,
কুহু কুহু ডাক শুনলে পরে
লাগে বসন্তের আভা।

-


31 DEC 2022 AT 18:05

স্বপ্নতরী
ভাস্কর পাল

স্বপ্নতরী যাচ্ছে ভেসে
দূর অজানা পথে,
ঝোড়ো বেগে বইছে বাতাস
দুলতে - দুলতে যাচ্ছে।

দূর ঠিকানায় পৌঁছে যাবে
স্বপ্ন গুচ্ছ নিয়ে,
আসবে ফিরে স্বপ্নতরী
স্বপ্ন পূরণ করে।

অপেক্ষাতে চেয়ে থাকবো
নদীর পারে দিন গুনবো-
সূর্যি উঠবে অস্ত যাবে,
আকাশ পানে তারা দেখবো।

স্বপ্নতরী হারিয়ে যাবে
আসবে না আর ফিরে,
আমি সেই একলা পথে
প্রতীক্ষাতে থাকবো চেয়ে।

-


31 DEC 2022 AT 18:04

শুকতারা
ভাস্কর পাল

দিবা আকাশের পূর্ব দিকে
চিহ্নিত আমি লক্ষণ রূপে-
আসলে তো শুক্র গ্রহ
রূপভেদী নক্ষত্র মাঝে।

সন্ধ্যা আকাশে পশ্চিম পানে
সন্ধ্যাতারা রূপে ভূষিত করে,
একই স্থানে স্থির থাকি
উজ্জ্বল এক জ্বলন্ত সৃষ্টি।

মিটমিটে তারা নই যে আমি
নেই আমার নিদ্রা - ক্লান্তি
দিন রজনী উজ্জ্বলিত
একই ধারায় আলোকিত।

মহাকাশের এক আগ্নেয় পিন্ড
একই স্থানে স্থির চিরকল-
পথের দিশা চিহ্নিত করি
দিক নির্ণয়ের সঙ্গী হয়ে।

-


31 DEC 2022 AT 18:01

প্রাচীন স্তুপ
ভাস্কর পাল

চিহ্নিত সেই অকপট
সজ্জিত কত প্রাচীন ভুবন,
চির কল্পনার গল্প রূপে
স্থান পেয়েছি ইতিহাসে।

প্রাচীন সেই সভ্যতা গুলো
ধ্বংস স্তুপে ধুলিমা লিপ্ত-
কত সভ্যতার শিকড় সব
নদীর জলে লুকিয়ে আজও।

উন্নত এই বিশ্ব মাঝে
হারানো কত সুপ্ত প্রাণ
যুগান্তরেও লেগেছে এক
প্রাচীন স্তুপের জীবাশ্ম টান।

মাটির গভীরে, পর্বতের গুহায়
হারানো স্মৃতি খোদাই রয়েছে,
কত পাথরের কত মুদ্রায়-
প্রাচীন স্তুপ আজও বেঁচে।।

-


31 DEC 2022 AT 18:00

বাঁকা চাঁদ
ভাস্কর পাল

চিত্রপটের চিত্র আঁকে
পূর্ণিমার ওই চন্দ্র
চাঁদকে নিয়ে রোমাঞ্চকর
কত না লেখা গল্প।

পূর্ণিমার সেই পূর্ণ চন্দ্র
তাকে নিয়ে ওঠে কত না কল্প
চিহ্নিত সৌন্দর্যের প্রতীক
কারো কাছে ঝলসানো রুটি।

অমাবস্যার গভীর অন্ধকারে
চন্দ্র সেদিন লুকিয়ে পরে,
কিছু দিনের প্রতীক্ষাতে
বাঁকা চাঁদ আসে পূর্ণ রূপে।

কারো কল্পনার রাত কাহিনী
কারো চোখে সে কলঙ্কিনী,
অসহায় আকাশের বুকে
বাঁকা চাঁদ চিহ্নিত নিশি সূর্যি রূপে।।

-


31 DEC 2022 AT 17:57

অস্তিত্ব মম
ভাস্কর পাল

জীবনের এই ছোট্ট খাঁচায়
বিরাট এক মস্ত বাঁধন,
অস্তিত্বের পরিহাসে-
জীবনটা আজ অচল।

অন্ধকারেই হচ্ছে কত
বাস্তব গুলো অবাস্তব,
ভাগ্য চক্রের রথের চাকায়
অস্তিত্ব আজ হচ্ছে শেষ।

অকারণেই কত চিহ্ন
অজান্তেই যাচ্ছে মুছে-
নিজেরই আজ অস্তিত্ব নেই
নিজের দেহের মাঝে।

নিজের ভাগ্য অন্যের হাতে
হচ্ছে লেখা খুব গোপনে,
অস্তিত্বটা আজ মুছে গেছে
অন্তরের মাঝ হতে।

-


31 DEC 2022 AT 17:55

কেন?
ভাস্কর পাল

নীচু - উঁচু হোক না জাতি
আসলে তো সবাই মানুষ
কেন মানুষ আজ, নিজের হাতেই
মনুষত্বটা করছে শেষ!

মন্দির-মসজিদ-গির্জা হোক
ঈশ্বর তো একই-
কেন তবে ধর্ম ভেদে
দরজার প্রান্তে তালা - চাবি।

জাতি ভেদে মানুষ আলাদা
ধর্ম ভেদে রক্ত লাল
কেন তবে ধ্বনি - গরিবের
বন্ধুত্বটা হয় না আজ!

অনেক 'কেন' মনেতে জাগে
উত্তর নেই কারোর কাছে,
কারণ গুলো মাথায় রেখে
স্তব্ধ থাক কলমেতে।।

-


31 DEC 2022 AT 17:53

ইচ্ছে
ভাস্কর পাল

ইচ্ছে কি আর বাস্তব হয়?
ইচ্ছে যে আজ কল্পনাতে,
অনিচ্ছাটাকেই ইচ্ছে করে
মাথায় করে যাচ্ছি নিয়ে।

বর্তমানের তালে তালে
চলতে গিয়ে পথ-
ইচ্ছে গুলো মনের ঘরেতে
বন্দি হয়েছে আজ।

ইচ্ছে করে অনেক কিছুই
কিন্তু যায় না করা,
ইচ্ছাটাকে কলমে গেঁথে
করছি আজ শব্দ নিয়ে খেলা।

সব ইচ্ছের দাম দিতে নেই
লক্ষটাকে স্থির রাখতে,
ইচ্ছে গুলো বাসনা করে
ভাসিয়ে দিয়েছি দূর আকাশে।

-


Fetching Bhaskar Paul Quotes