আমার কায়া শূন্য বাঁধন
সদা অবজ্ঞার ছুরিতে মরে;
তোমার কবরের পরিবেষ্টিত জুড়ে
এখনও অঝরায় পুষ্প ঝরে।-
#ভাস্কর_নস্কর
যারা সূক্ষ্ম শব্দে প্রেম কেনে,
ভালোবাসায় ধরে বাজি;
তারাই হোক সুপণ্ডিত,
আমি মূর্খ হতেই রাজি।-
গতকালের বাসি প্রেমের যে আধখানাটা
সাড়ে - তিন হাত সিন্দুকে রয়েছে;
কাপুরুষের আখ্যা দিলে যাকে, খোঁজ নিও একবার,
প্রতিটা উপন্যাসে তোমারই নামের খোদাই হয়েছে।-
বনের পাখির সোহাগ পেতে
সোনার খাঁচায় রেখেছো করে বন্দী;
সময় মতো তৃষ্ণা মিটলেও তার
মনের বিলাস অরণ্যের সাথেই সন্ধি।-
রম্য দিনে গণ্য সব পণ্ড পূজারী,
যমের দ্বারে একুশের দল হচ্ছে কাতারি।
অনাহূতর অযাচিতে সিংহাসন সব বিরাট,
বিষের দেশে বেলা শেষে শূন্য ভিখারীর হাট।-
এসরাজের প্রশান্তিতে,বোবা নদীটায়
জোয়ারে যত ভাসলো কায়া;
ভাটা পড়লেই বোঝা যায়
তার সবই ছিল মায়া।-
ফুঁটো করা হারের বাঁশিতে সুরের মূর্ছনা কত;
বিষাক্ত ঠোঁটের প্রলোভনে তা নিষ্ক্রিয় হতে রত।
মলিন রক্তে ভেজা চিরকুট দোষ দেয়না কারো;
যজ্ঞ তো এখনো বর্তমান, যে খুশি ঘি ঢালতে পারো।
-
দিলরুবা যন্ত্রের বেসে শব্দ সৃষ্টি করো?
হ্যাঁ করি।
চিত্তকে জিজ্ঞাসা করেছো সে কার কথা শোনে?
কই না তো!
ভুলে যেওনা, প্রকৃতির নিয়মে দীন পরিবর্তিত হয় না।
ভুলে যেওনা, পটিয়সী বলেই তোমার চিত্তে হানা দিয়েছে ওই নির্ভীক বালক।
"জাতির ভিড়ে কথ্য যদি না হয়,
সংশ্লিষ্ট সংলাপ চেয়ে রইল চিত্তের আশায়"।-
অনুক্রমের শুরুতে নীল পদ্মের বাহার
যতদূর অচেনা তোমার পায়ের ছাপ সেখানে যাক,
প্রতিটা মোড়ে ল্যাভেন্ডার এর গাঢ় বসবাস
চোখবন্ধ করা দীর্ঘশ্বাসে আমি কাঠগোলাপের মত অবাক।
তাজা জুঁই গুলো বাহারি ছন্দে সামিল
সবই তোমার কেশের রাজত্বে রাজ করে,
নিস্ফলক চোখে দেখেছি হেনার অপরূপ সৌন্দর্য
আমি মুগ্ধ হয়েছি ভোরের হালকা আঁচে শেফালী আর করবীর মিষ্টি আদরে।
হলুদ গাঁদা গুলোর সারিসারি তোমার হাতে খুব মানায়
শিমূল - পলাশ মায়াবী অপেক্ষায় তোমার রাস্তায়,
পিকোটিও আরও চারুর উদ্দেশ্যে
তোমার দোরগোড়ায় একটা অটোগ্রাফের আশায়।
প্রতিটা মুহূর্ত তোমার রজনী বাহারি অর্কিডের প্রলাপে,
আমি একাকী উঁকি দিয়ে থাকি রডোডেনড্রন-এর ঝোপে।
-
মরচে ধরা আতশকাচে শিমুলের আসা-যাওয়া,
শরতের পাতার প্রথমভাগে আগমনী সুরে গাওয়া।
শিশির ভেজায়, কাশের হাওয়ায় দশোভূজার আগমনী,
সব যাতনা দূরে গিয়ে পবিত্র হোক এ ধরণী।-