2 JUL 2019 AT 22:25

অনেক দিন পরে
ফিরে এলাম তোমাদের ভিড়ে
কাল স্রোতের টানে, গিয়েছিলাম দূরে চলে
তবুও এলাম ফিরে,দিন কয়েক পরে
তোমাদের টানে।

- ☜♡☞ [ কলমে বং™ ] ☜♡☞