2 JUN 2019 AT 0:56

ক্ষমা করো মোর আছে যত পাপ
মাফ করে দাও আজি
ভুলত্রুটি ভুলে, নাও কোলে তুলে
যাও হয়ে খুশী রাজি
হাজার রজনী কেটে গেছে ঘোরে
তোমারে ভুলিয়া প্রভু
হাজার মাসের সেরা রাত পেয়ে
ডাকিনি তোমায় তবু
শুনেছি তোমার রহমের ডাক
দেইনি তবুও সাড়া
আজকে আমি ফিরেছি মাবুদ
হয়েছি পাগলপারা।

প্রার্থনা

-