Barsha Kundu   (শ্রাবণী)
240 Followers · 29 Following

এলোমেলো অগোছালো খুব সাধারণ ,
খামখেয়ালী বৃষ্টির মতোন 🍁 🍁
Joined 21 February 2019


এলোমেলো অগোছালো খুব সাধারণ ,
খামখেয়ালী বৃষ্টির মতোন 🍁 🍁
Joined 21 February 2019
12 MAR 2023 AT 23:48

#স্মৃতিরঋণ

একমুঠো সুখ আগলে কিছু স্মৃতির ঋণ
বাকিটুকু যা ভুলতে চাওয়ার নীরব অভিমান
নিঃস্ব ঘরে একলা থাকে বিষণ্ণ দিন
পথ মিশে যায় দূর সীমানায় অমোঘ স্রোতের টান ।।

কিছু সময় আঁকড়ে থাকার চেষ্টা ভীষণ
কথার ঋণে আটকে পড়ার ইচ্ছা যাতে
হারিয়ে যাওয়া সেই তুমিটাই ফিরলে না হয়
হঠাৎ করেই মনকেমনের একলা রাতে ।।

ফুরিয়ে যাওয়া পরেও ওরা তোমায় ছুঁতে চায়
সত্যি বলো তাদের কি ফিরিয়ে দেবে আর??
ভিনদেশী তারার সুরে তোমার গল্প শুনি
বাউল মন ফিরলে তবেই শ্রেষ্ঠ উপহার ।।

-


1 DEC 2022 AT 0:10

আমাদের ঘরটা জুড়ে মেঘ করেছে খুব
গোধূলির সারাটা বেলা অকাল শ্রাবণ মাস
তুমিও হয়তো চাইছো বৃষ্টি হোক
বৃষ্টিলেখায় পুরোনো অভ্যাস ।।

নিভে আঁচে উষ্ণতার শেষ টুকু
আনমনেই আগলে রাখে মুঠো,,
ফুরিয়ে যাওয়ার পরেও আগুন জমে
ফিরতি পথে উড়েছে খড়কুটো ।।

হোক না সকল বিকেল সন্ধ্যা পার
বন্ধ হাতাও বৃষ্টি ভেজার টানে
সামলে মেঘ , বৃষ্টি তোমায় দিলাম
মধ্যরাতে ঘরে ফেরার গানে ।।

-


10 NOV 2022 AT 0:26

একে একে খসছে সকল তারা
গল্পগুলো শূন্য হওয়ার পর
তুমি কি জানো স্বপ্ন দেখেছিল চোখ
এমনই কোনো একলা নভেম্বর ।।

তোমায় খুঁজে হন্যে হওয়া মন
সময় শুধুই অভিমানী তো নয়
বোঝোনি তুমি সাগর পাড় করেও
ভালোবেসে বারবার ফিরতেই হয় ।।

নামছে হিম স্তব্ধ শহর জুড়ে
ঘড়ির কাঁটায় এখন অনেক রাত
উষ্ণতা যত ফুরিয়ে আসে দেখো
তোমাকে পাওয়ার মিথ্যে অজুহাত ??

পুড়ছে যত অপেক্ষারা আজকে হঠাৎ করে
উপেক্ষার ভাষা বুঝলো তারা বোধহয় অবশেষে
মন খারাপের দারুণ জ্বরে হাসির ছোবল যত
স্মৃতির পাতায় কাটাকুটি নীলচে নেশার বিষে ।।

-


29 OCT 2022 AT 23:01

বৃষ্টি শহর কাঁদল যখন অভিমানের শেষে
পাহাড় আবার ভিজল সেদিন মেঘকে ভালোবেসে ।।

-


29 OCT 2022 AT 22:46

অচিন ঝড়ে ঘর ভেঙে যায় টুকরো শতাধিক
বুকের ভিতর কঠিন পাহাড় সামলে নেবে ঠিক ।।

-


23 OCT 2022 AT 1:45

আলোর শহর থমকে দাঁড়ায়,টুকরো ছায়ায় সুখ
কথার মিছিল তলিয়ে গেছে, বিদ্রোহ অহেতুক ।।

-


18 OCT 2022 AT 0:00

তারা নিভে যায় জানালায়
জোনাকির আলো মেখে নেয় অন্ধকার
ভুলে যেতে চাওয়া মনকেমনের ভীড়ে
অভিমানে পাতা স্মৃতিদের সংসার ।।

ফেলে রেখে আসা কবিতার পাতাগুলো
কাব্য বোনে নিঃশব্দের আশকারায়
অবুঝ কলম নীলচে নেশায় মেতে
কুয়াশার ঘরে গহীনে মিলিয়ে যায় ।।

রাত্রি যাপন অন্ধকারের সাথে
টুকরো আলোয় ঝলসে ওঠে চোখ
হারতে বসেও জিততে পারে যারা
আলোর নামে তাদের গল্প হোক ।।

হারিয়ে ফেলেছি হিসেব রাখার খাতা
সুরের ভুলে শব্দহারা গানে ,
এখন নাকি শহরতলী জুড়ে
অন্ধকার হয় নিখোঁজ বিজ্ঞাপনে ।।



-


16 OCT 2022 AT 0:10

উটকো যত মনপোড়ানো দুঃখে বোঝাই ঘর
পাহাড় পোষা বুকে এখন ঝিনুক রাখা দায় ,
নিয়ন আলোয় আঁচর কাটে নাছোড় স্মৃতির ঝড়
যত্নে রাখা প্রিয় গল্প হঠাৎ হারিয়ে যায় ।।

-


15 OCT 2022 AT 21:27

আকাশ কোণে দগ্ধ প্রেম , পোড়া চিঠির খাম
মনকেমনের ছুটির খবর,অপেক্ষা আর এক নাম ।।

-


11 OCT 2022 AT 0:13

বৃষ্টিছাতায় আঁধার নামে অকাল শ্রাবণ দিন
আটপৌরে নরম আলো খুঁজছে ক্লান্ত চোখ
উঠোন ভেজা রোদ আর অবাধ্য হাওয়ার গায়ে
পুরোনো দিনের মনকেমনে তোমার গল্প হোক ।।

সন্ধ্যাতারা চুপটি একা শুনবে তোমার কথা
বইয়ের পালক জানতে চায়
হারিয়ে ফেলেছো তাকে ??
গানের পাতায় স্বরলিপি এলোমেলো সুর ছুঁয়ে
আঙুল ভরে শুধুই কেবল প্রশ্নচিহ্ন আঁকে ।।

স্বপ্নমায়া আকাশ জুড়ে সাজিয়ে রাখে রং
মেঘে ঢেকে দেয় আবার হঠাৎ গুমরে ওঠা মনে
গলির মোড়ে চাঁদের বাড়ি ফিরে দেখার ঝোঁক
অবাধ্য জল লুকিয়ে রাখে জেদী চোখের কোণে ।।

ফিরে পাওয়া সময় খানিক বাঁধতে চাওয়ার শখ
শহর ভরা নীরবতায় ভরছে লেখার খাতা
মুখচোরা সব অলীক চাওয়ার দ্বিধায় বোঝাই ঘর
নীলচে ব্যাগে গল্প করে লুকিয়ে টিপের পাতা ।।

কাজল মেঘে বৃষ্টি আসে , বৃষ্টি আসে রোজ
আষাঢ়ে সব গল্পগুলো লুকিয়ে বাঁধে ঘর
চুপকথাদের মিছিল হয়ে আকাশ দেখে তারা
বৃষ্টি শেষের পরেই ওরা ভিনদেশী যাযাবর ।।

-


Fetching Barsha Kundu Quotes