তোমার নিয়ে স্বপ্ন আঁকার বাতিক আজও
ভুলিয়ে নিয়ে পথ হারাবেই অজুহাতে
তুমিও না হয় অবুঝ কোনো মেঘলা মনে
নীলচে ছাতায় আমায় রেখো বৃষ্টিপাতে ।।
আবার যদি হারিয়ে যাওয়ার দিন এসে যায়
বদ্ধ ঘরে ভালোবাসা রইলো আপন
দুরন্ত পথ অপেক্ষা দের মন বোঝে কি ?
বিরহী সেতুর নাম হলো তাই 'প্রেম যাপন'।।
-
খামখেয়ালী বৃষ্টির মতোন 🍁 🍁
#স্মৃতিরঋণ
একমুঠো সুখ আগলে কিছু স্মৃতির ঋণ
বাকিটুকু যা ভুলতে চাওয়ার নীরব অভিমান
নিঃস্ব ঘরে একলা থাকে বিষণ্ণ দিন
পথ মিশে যায় দূর সীমানায় অমোঘ স্রোতের টান ।।
কিছু সময় আঁকড়ে থাকার চেষ্টা ভীষণ
কথার ঋণে আটকে পড়ার ইচ্ছা যাতে
হারিয়ে যাওয়া সেই তুমিটাই ফিরলে না হয়
হঠাৎ করেই মনকেমনের একলা রাতে ।।
ফুরিয়ে যাওয়া পরেও ওরা তোমায় ছুঁতে চায়
সত্যি বলো তাদের কি ফিরিয়ে দেবে আর??
ভিনদেশী তারার সুরে তোমার গল্প শুনি
বাউল মন ফিরলে তবেই শ্রেষ্ঠ উপহার ।।-
আমাদের ঘরটা জুড়ে মেঘ করেছে খুব
গোধূলির সারাটা বেলা অকাল শ্রাবণ মাস
তুমিও হয়তো চাইছো বৃষ্টি হোক
বৃষ্টিলেখায় পুরোনো অভ্যাস ।।
নিভে আঁচে উষ্ণতার শেষ টুকু
আনমনেই আগলে রাখে মুঠো,,
ফুরিয়ে যাওয়ার পরেও আগুন জমে
ফিরতি পথে উড়েছে খড়কুটো ।।
হোক না সকল বিকেল সন্ধ্যা পার
বন্ধ হাতাও বৃষ্টি ভেজার টানে
সামলে মেঘ , বৃষ্টি তোমায় দিলাম
মধ্যরাতে ঘরে ফেরার গানে ।।
-
একে একে খসছে সকল তারা
গল্পগুলো শূন্য হওয়ার পর
তুমি কি জানো স্বপ্ন দেখেছিল চোখ
এমনই কোনো একলা নভেম্বর ।।
তোমায় খুঁজে হন্যে হওয়া মন
সময় শুধুই অভিমানী তো নয়
বোঝোনি তুমি সাগর পাড় করেও
ভালোবেসে বারবার ফিরতেই হয় ।।
নামছে হিম স্তব্ধ শহর জুড়ে
ঘড়ির কাঁটায় এখন অনেক রাত
উষ্ণতা যত ফুরিয়ে আসে দেখো
তোমাকে পাওয়ার মিথ্যে অজুহাত ??
পুড়ছে যত অপেক্ষারা আজকে হঠাৎ করে
উপেক্ষার ভাষা বুঝলো তারা বোধহয় অবশেষে
মন খারাপের দারুণ জ্বরে হাসির ছোবল যত
স্মৃতির পাতায় কাটাকুটি নীলচে নেশার বিষে ।।
-
বৃষ্টি শহর কাঁদল যখন অভিমানের শেষে
পাহাড় আবার ভিজল সেদিন মেঘকে ভালোবেসে ।।-
অচিন ঝড়ে ঘর ভেঙে যায় টুকরো শতাধিক
বুকের ভিতর কঠিন পাহাড় সামলে নেবে ঠিক ।।-
আলোর শহর থমকে দাঁড়ায়,টুকরো ছায়ায় সুখ
কথার মিছিল তলিয়ে গেছে, বিদ্রোহ অহেতুক ।।-
তারা নিভে যায় জানালায়
জোনাকির আলো মেখে নেয় অন্ধকার
ভুলে যেতে চাওয়া মনকেমনের ভীড়ে
অভিমানে পাতা স্মৃতিদের সংসার ।।
ফেলে রেখে আসা কবিতার পাতাগুলো
কাব্য বোনে নিঃশব্দের আশকারায়
অবুঝ কলম নীলচে নেশায় মেতে
কুয়াশার ঘরে গহীনে মিলিয়ে যায় ।।
রাত্রি যাপন অন্ধকারের সাথে
টুকরো আলোয় ঝলসে ওঠে চোখ
হারতে বসেও জিততে পারে যারা
আলোর নামে তাদের গল্প হোক ।।
হারিয়ে ফেলেছি হিসেব রাখার খাতা
সুরের ভুলে শব্দহারা গানে ,
এখন নাকি শহরতলী জুড়ে
অন্ধকার হয় নিখোঁজ বিজ্ঞাপনে ।।
-
উটকো যত মনপোড়ানো দুঃখে বোঝাই ঘর
পাহাড় পোষা বুকে এখন ঝিনুক রাখা দায় ,
নিয়ন আলোয় আঁচর কাটে নাছোড় স্মৃতির ঝড়
যত্নে রাখা প্রিয় গল্প হঠাৎ হারিয়ে যায় ।।-
আকাশ কোণে দগ্ধ প্রেম , পোড়া চিঠির খাম
মনকেমনের ছুটির খবর,অপেক্ষা আর এক নাম ।।-