banikanta lahkar  
452 Followers · 20 Following

Mechanical Engineer,writer,poet.
Joined 6 April 2020


Mechanical Engineer,writer,poet.
Joined 6 April 2020
4 JUN 2020 AT 1:47

ভণ্ড সম্পৰ্ক

ভণ্ডই ভদ্ৰৰ মুখা পিন্ধি দিনৰ পোহৰত চাই
ৰাতি সিন্ধি খান্দি সকলো নিবলৈ বাট চাই থাকে
দেখাত কোনেও বুজিব নোৱাৰে ভিতৰৰ কথা

পাখি কোবাই ধপ ধপাই কলা কাউৰী
গোটেই অৰণ্য বিষময় কৰি তুলিছে
শেন চৰাই হ'ব গৈ তালা ফাল লগাইছে
কাউৰী নাজানে নিজে কি কৰিছে

কিহৰ পানী বিচাৰি কোনখন অৰণ্যৰ কোনটো নিজৰাত
তিয়াব বিচাৰিছে পকা লগা ঠোট
কিহৰ লগ হ'ব বিচাৰি পাগলামী কৰি
নিজৰ নাম পৰ্যন্ত পাহৰি গৈছে কাউৰীৰ জাতে

অৰণ্য নিজৰাৰ দৰে সম্পৰ্ক বাদেই
বেশ্যাৰ লগত সৎ মানুহৰ কোনো সম্পৰ্কই থাকিব নোৱাৰে।

-


3 JUN 2020 AT 17:52

প্ৰকৃতির নিয়মের বাইরে ওরা কখনো যায় নি
প্রকৃতিকে কখনো নিজের হাতে নেয়ার চেষ্টা করিনি
ঈশ্বরের বিরুদ্ধে কখনো ভালো মন্দ ভাবিনি
কখনো কাউকে বলেনি আমি সবচেয়ে শক্তিশালী
তাহাদের জীবনের বিপর্যয়ের কারণ আমি
আমরা মরিও মরতে চায়নি আর জীবন থাকলেও
জীবনের মূল্য দিতে অপরাগ
কেন আমরা মানুষ মনুষ্যত্বহীন
অরা মানুষ নয় কিন্তু প্রচুর মানবতা ।

-


3 JUN 2020 AT 11:19

ঈশ্বরের অবিচলিত সৃষ্টির অভিযোগ
কেন মানুষকে বানাইলো এতো দুরন্ত প্রতাপশালী!
কাউকে দিতে চায়না পাত্তা, এমনকি ঈশ্বরকে!!
দিন রাত শুধু ব্যস্ত নিজেকে নিয়ে
আর একসময় সবাই বিদ্রোহ করলে মানুষের বিরুদ্ধে
এমনকি ঈশ্বর বানালো এক অচেনা অনুজীব
কিন্তু পরিস্থিতির সাথে লড়াই করিয়া
মানুষ আর প্রচুর হোসিয়ার হবে
মানুষ জাতি তাকে বাঁচাতে হবে।

-


2 JUN 2020 AT 12:11



সময়ের দূরন্ত গমণে সব কথা একদিন কাল হয়ে যায়
আমি ভুলে যাই বহু কথা
যা কাউকে কখনো বলিনি

জীবন নদীর জলে যখন নৌকা
তীব্র বেগে চলে
এতো রকমের ফুর্তি পাওয়া যায়
মনে প্রস্ফুটিত হয় নতুন নতুন ফুল

ফুলের গন্ধে ঘুম ভাঙছে
মনের ভেতরের পাতা থেকে চলে
এক নতুন শিহরণ
আর খুঁজে নিয়ে একটি নতুন পথ

হৃদয়ের সমস্ত কথা জানানোর জন্য ।

-


1 JUN 2020 AT 16:31


আকাশ পাতালের
যা ভাষা
আমি বুঝিনি
কেন আমরা মর্তের মানুষ
দেব ভাষা আমার অসাধ্য
একটু উঁচু নিচুতে
বাঁধি নিয়েই জীবন
কিন্তু সত্যি
এমন কি একটা ঝাল
তৈরি হয়েছে ক্রমে ক্রমে
যখন তোমাকে বিয়ে করলাম
যেমন প্রতিনিয়ত নতুন শব্দ
কণ্ঠে অবিচলিত
শরীরের ছন্দে
প্রেম, ভালোবাসা অফুরন্ত
তাইতো ভালোবাসার মায়াজালে
সবুজ এই দুনিয়া ।

-


31 MAY 2020 AT 17:12


এমন কিছু কথা থাকে
যা না বললে চোখে
ধরা পড়ে

মেঘের খবর বাতাসে
তারাতারি পৌঁছাই দেয়

মনের ভেতরের মেঘে
যত টুকু গর্জন করে
মেঘ করে আসে চোঁখে মুখে ।

-


29 MAY 2020 AT 20:12

নতুন নির্ঘণ্ট
সবাইরে জীবনের নতুন অংক।

-


19 MAY 2020 AT 20:56

বৃষ্টি হচ্ছে মেঘের চিঠি
পৃথিবীর জন্য
এই চিঠিতে থাকে পৃথিবীর হাঁসি আর জীবন
পৃথিবী পড়িয়ে নিয়ে সবুজ রঙের শাড়ি সব সময়

আজকের দুনিয়ায় চিঠি দুষ্প্রাপ্য হয়ে গেছে
যেমন একসময়ের পি চি ও
সময়ের পরিবর্তনে মানুষ বাধ্য

কিন্তু এখনো মেঘে পৃথিবীকে চিঠি দেয়
পৃথিবীর সমস্ত খবর ওর নখদর্পণে
যেরকম সমুদ্রের প্রেমিক সূর্য
ওর একলা চিঠি কখনো বন্ধ হৈতে পারে না
আর যখন বন্ধ হয়ে যাবে ওই দিনেই শেষ দিন হবে তুমার আমার।

-


19 MAY 2020 AT 16:29

বিপন্ন সময়ৰ কয়দী হৈ সভ্যতা
যাব ক'লৈ
বাণীকান্ত লহকৰ

মোৰ জনমৰ বৃত্তান্ত শুনি
ধ্যানমগ্ন ঋষিৰ দৰে
নিশ্চুপ নিতালে নিৰ্বিকাৰ চিত্তে
চিন্তে ঘনে ঘনে মনে
সৰ্ব বুদ্ধিমান মানুহে

কিনো অন্ধকাৰ হ'ল এই ধুনীয়া পৃথিৱীত
সুৰুয থাকিও নোহোৱা হ'ল
মুখ ঢাকা মানুহে হাহাকাৰ কৰিছে
বিপন্ন সময়ৰ কয়দী হৈ সভ্যতা যাব ক'লৈ

শোকৰ ঘৰত দুখৰ ভৰত
দুহাতত নিসিজা দূৰৰ শ্ৰমদান
দুভৰি চোচোৰাই পেটত গাঁঠি বান্ধি
দুচকুৰ টিহু নৈত বাৰিষা আহিছে
উটি ভাহি গৈছে সহস্ৰ ঘৰ

অস্থিৰ অপেক্ষাৰ মলিয়ন কামিজ পিন্ধি
অনিশ্চয়তাৰ পকেটত ভৰাই
কোঙা হৈ পৰা বৰ্তমানক
বচাবলৈ এজাক নীড় মুখী উন্মুক্ত ধুমুহা
অবিহনে গোটেই পৃথিৱী কঁপাই?

সপোন হৈ পৰক আজিৰ এই ক্ষণ
আঁতৰি যাওঁক ঘূৰি আহি সম্পূৰ্ণ স্বাভাৱিক জীৱন
মিছা বুলি প্ৰমাণিত হওক দীৰ্ঘম্যাদী বুলি
বিশ্বাস কৰিব লোৱা এই অঘৰী জাতক ।

-


19 MAY 2020 AT 15:59

নির্ঘাত
বাণীকান্ত লহকর
সিলানা কথা ছিলো চোঁখে
পারলাম না
ভেবেছিলাম সিলাই হয়ে গেছে
কিন্তু ভুল
বোধহয় সময়ের নিদিলে ভরানো সুতার
গাঁথ খুলি গেছে অজ্ঞাতেই
অথবা গাঁথ দিতেই ভুলে গেছেন
শুধু এমনি চোখে বন্ধ

আজকের দিনে সবাইরে মুখে তালা
কিছু বাহির করতে পারিনি
যাকিছু অত্যন্ত জরুরি
কিন্তু লোকের কুৎসা রটনা
আর নিন্দা
একদম খোলা দরজা

মুখের তালা চোখের সিলাই
একদিন মানুষকে পশু বানাইলো।

-


Fetching banikanta lahkar Quotes